বরনগর মহাবিদ্যালয়
বরনগর মহাবিদ্যালয় বা সংক্ষেপে বি এন কলেজ আসামের বরপেটা জেলার উচ্চশিক্ষার প্রধান শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে অন্যতম।
বি এন কলেজ | |
স্থাপিত | ৩ সেপ্টেম্বর ১৯৬২ |
---|---|
অধ্যক্ষ | ড° বীরেণ কুমার চক্রবর্তী |
অবস্থান | সরভোগ , , ভারত |
সংক্ষিপ্ত নাম | বি এন কলেজ |
অধিভুক্তি | গৌহাটি বিশ্ববিদ্যালয় |
ওয়েবসাইট | www.http://barnagarcollege.ac.in/ |
শিক্ষা
পাঠক্রমসমূহ
বরনগর মহাবিদ্যালয়ে নিম্নোক্ত পাঠক্রমসমূহের শিক্ষা প্রদান করা হয়। মহাবিদ্যালয়টির স্নাতক শাখা এবং উচ্চতর মাধ্যমিক শাখা যথাক্রমে গৌহাটি বিশ্ববিদ্যালয় এবং আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদ-এর অধীনস্থ।
- উচ্চতর মাধ্যমিক (কলা এবং বাণিজ্য)
- স্নাতক (কলা)
শিক্ষা বিভাগসমূহ
মহাবিদ্যালয়টিতে বর্ত্তমান নিচে উল্লিখিত ৯ টা বিভাগ আছে।
- অসমীয়া
- শিক্ষা
- অর্থনীতি বিজ্ঞান
- ইতিহাস
- ইংরেজি
- তর্কবিজ্ঞান এবং দর্শন
- বাণিজ্য
- রাষ্ট্রবিজ্ঞান
- হিসাববিজ্ঞান
মহাবিদ্যালয়ের সুবিধাসমূহ
- গ্রন্থাগার
- কেরিয়ার কাউন্সেলিং
- ছাত্রাবাস
- ছাত্রীনিবাস
- খেলপথার
অধ্যক্ষের তালিকা
১৯৬২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত মহাবিদ্যালয়টিতে মোট নয়জন অধ্যক্ষ কার্যনির্বাহ করেছেন।
ক্রমিক নং | অধ্যক্ষ | কার্যকাল |
---|---|---|
১ | ঘনশ্যাম তালুকদার | ০৩/০৯৯/১৯৬২-২৮/০২/১৯৮৯ |
২ | অধ্যাপক এ দাস | ০১/০৩/১৯৮৯-২০/১০/১৯৮৯ |
৩ | অধ্যাপক গোলক চন্দ্র দাস | ২১/১০/১৯৮৯-২৮/০২/১৯৯৯ |
৪ | বি. সি. দাস (i/c) | ০১/০৩/১৯৯৯-১৬/০৬/১৯৯৯ |
৫ | আর. এন. পাটোয়ারি | ১৭/০৬/১৯৯৯-৩১/০১/২০০৮ |
৬ | অধ্যাপক আর. কে. দাস (i/c) | ০১/১১/২০০৮-৩১/০১/২০০৯ |
৭ | অধ্যাপক বি. বি. দাস (i/c) | ০১/০০২/২০০৯-২০/১১/২০০৯ |
৮ | অধ্যাপিকা স্বপ্না দাস (j/e) | ০১/১২/২০০৯-১৭/০১/২০১২ |
৯ | ড. বিরেণ কুমার চক্রবর্তী | ১৯/০১/২২০১২- এখন পর্যন্ত |
তথ্যসূত্র
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.