বরগুনা-২
বরগুনা-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি বরগুনা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১১০নং আসন।
বরগুনা-২ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | বরগুনা জেলা |
বিভাগ | বরিশাল বিভাগ |
মোট ভোটার | ২,৬৮,৩১৬ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | শওকত হাচানুর রহমান রিমন |
সীমানা
বরগুনা-২ আসনটি বরগুনা জেলার বামনা উপজেলা, পাথরঘাটা উপজেলা ও বেতাগী উপজেলা নিয়ে গঠিত।[2][3]
ইতিহাস
বরগুনা-২ নির্বাচনী এলাকা ১৯৮৪ সালে গঠিত হয়েছিল, যখন পটুয়াখালী জেলাকে ভেঙ্গে দুটি জেলায় (বরগুনা ও পটুয়াখালী) ভাগ করা হয়েছিল।
২০০৮ সালের সাধারণ নির্বাচনের আগে, বাংলাদেশ নির্বাচন কমিশন ২০০১ সালের আদমশুমারির প্রকাশিত জনসংখ্যার পরিবর্তন প্রতিফলিত করার জন্য নির্বাচনী সীমানা পুনঃনির্ধারণ করে। ফলে ২০০৮ সালের নির্বাচনে এ আসনের সীমানা পরিবর্তন হয়েছিল।
নির্বাচিত সাংসদ
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০১৪: বরগুনা-২[6][7] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | শওকত হাচানুর রহমান রিমন | ১,১৭,৩৮২ | ৮৬.২ | ||
স্বতন্ত্র | আবুল হোসাইন সিকদার | ১৬,১২৯ | ১১.৮ | ||
গণফ্রন্ট | মোঃ কামরুজ্জামান লিথন | ২,৭১৭ | ২.০ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১,০১,২৫৩ | ৭৪.৩ | |||
ভোটার উপস্থিতি | ১,৩৬,২২৮ | ৫৮.৮ | |||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
২০১৩ সালের ২৬ জুলাই সড়ক দুর্ঘটনায় গোলাম সবুর টুলুর মৃত্যুতে বরগুনা-২ আসনটি শূন্য হয়। উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শওকত হাচানুর রহমান রিমন নির্বাচিত হয়।[8]
২০০০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৮: বরগুনা-২[9][10] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | গোলাম সবুর টুলু | ৯০,১৬১ | ৫২.০ | +২৫.২ | ||
বিএনপি | খন্দকা মাহবুব হোসাইন | ৬৬,৪৩৩ | ৩৮.৩ | -৯.৪ | ||
ইসলামী আন্দোলন | সায়েদ আশেক মোঃ আবুল খায়ের | ১৬,১৩৮ | ৯.৩ | প্র/না | ||
বিকল্পধারা | আব্দুর রহমান | ৩১২ | ০.২ | প্র/না | ||
জামায়াতে ইসলামী | সুলতান আহমেদ | ২৭৩ | ০.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২৩,৭২৮ | ১৩.৭ | -৭.১ | |||
ভোটার উপস্থিতি | ১,৭৩,৩১৭ | ৮৫.৫ | +১৬.৪ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ২০০১: বরগুনা-২[11] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | নুরুল ইসলাম মনি | ৪৪,০১৪ | ৪৭.৭ | +২২.২ | ||
আওয়ামী লীগ | গোলাম সরোয়ার হিরু | ২৪,৭৭২ | ২৬.৮ | +৪.২ | ||
জাতীয় পার্টি | আনোয়ার হোসেন মঞ্জু | ১৯,৩৫০ | ২১.০ | প্র/না | ||
ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট | মোঃ নুরুল ইসলাম খান | ২,৯৩৪ | ৩.২ | প্র/না | ||
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাহবুব) | আলতাফ হোসেন বাদল | ১,১৭৫ | ১.৩ | প্র/না | ||
স্বতন্ত্র | সেলি উদ্দিন | ৫৮ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | মোঃ বেলাল হোসেন | ৫৭ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৯,২৪২ | ২০.৮ | +১৯.১ | |||
ভোটার উপস্থিতি | ৯২,৩৬০ | ৬৯.১ | -৬.০ | |||
ইসলামী ঐক্য জোট থেকে বিএনপি অর্জন করে | ||||||
১৯৯০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: বরগুনা-২[11] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
ইসলামী ঐক্য জোট | গোলাম সরোয়ার হিরু | ২১,৮৪৮ | ২৭.১ | প্র/না | ||
বিএনপি | নুরুল ইসলাম মনি | ২০,৫০৫ | ২৫.৫ | +২১.৩ | ||
আওয়ামী লীগ | গোলাম কবির | ১৮,১৮৫ | ২২.৬ | +২.৭ | ||
জাতীয় পার্টি | খন্দকার মাহবুব হোসেন | ১৭,২৩৪ | ২১.৪ | +২১.২ | ||
জামায়াতে ইসলামী | মোঃ তৈবুর রহমান | ১,৫৮৩ | ২.০ | প্র/না | ||
জাকের পার্টি | মোঃ মজিবুর রহমান | ৫০৪ | ০.৬ | -০.২ | ||
ন্যাপ | মোঃ আমিনুল ইসলাম | ৩৬১ | ০.৪ | প্র/না | ||
বিকেএ | মোঃ বজলুর রহমান | ৩১৫ | ০.৪ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১,৩৪৩ | ১.৭ | -৬.৮ | |||
ভোটার উপস্থিতি | ৮০,৫৩৫ | ৭৫.১ | +২১.০ | |||
স্বতন্ত্র থেকে ইসলামী ঐক্য জোট অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ১৯৯১: বরগুনা-২[11] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
স্বতন্ত্র | নুরুল ইসলাম মনি | ১৯,৬১৬ | ২৮.৪ | |||
আওয়ামী লীগ | গোলাম কবির | ১৩,৭৬৪ | ১৯.৯ | |||
স্বতন্ত্র | গোলাম সারওয়ার | ১১,০০১ | ১৫.৯ | |||
এনডিপি | সৈয়দ রহমাতুর রব ইরতিজা আহসান | ৯,০৪৩ | ১৩.১ | |||
স্বতন্ত্র | গোলাম সারোয়ার কামাল | ৫,৪৩৪ | ৭.৯ | |||
স্বতন্ত্র | খন্দকার মাহবুব হোসেন | ৪,৭৫০ | ৬.৯ | |||
বিএনপি | একেএম আক্তারুজ্জামান আলমগীর | ২,৮৭০ | ৪.২ | |||
বাকশাল | আব্দুল কাদের মোল্লা | ১,২১৬ | ১.৮ | |||
জাকের পার্টি | এটিএম হান্নান | ৫১৭ | ০.৭ | |||
স্বতন্ত্র | সামসুদ্দিন আজাদ | ৪২২ | ০.৬ | |||
জাসদ (রব) | নুরুল ইসলাম | ১৬৩ | ০.২ | |||
জাতীয় পার্টি | জি. এম. সারোয়ার | ১৫২ | ০.২ | |||
ফ্রিডম পার্টি | মোঃ সোবহান খান | ৮৯ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৫,৮৫২ | ৮.৫ | ||||
ভোটার উপস্থিতি | ৬৯,০৩৭ | ৫৪.১ | ||||
থেকে স্বতন্ত্র অর্জন করে | ||||||
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৮) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ৩০ এপ্রিল ২০১৮। ৭ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মে ২০১৮।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "Barguna-2"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১৫ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- "Electoral Area Result Statistics: Barguna-2"। আমারএমপি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৮।
- "বরগুনা-২ উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রিমন জয়ী"। প্রিয়.কম। ৩ অক্টোবর ২০১৩। ৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৩।
- "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২০০৮-১২-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.