বন বাস্তুবিজ্ঞান

বন বাস্তুবিজ্ঞান বা অরণ্য বাস্তুবিজ্ঞান হলো বনের পারস্পরিক সম্পর্কযুক্ত ঢক, প্রক্রিয়া, উদ্ভিদকুল, প্রাণিকুল, এবং বাস্তব্যসংস্থানসমূহের বৈজ্ঞানিক অধ্যয়ন। বনের ব্যবস্থাপনা অন্যদিকে অরণ্যবিজ্ঞান, বনপালন, এবং বন ব্যবস্থাপনা হিসেবে বিদিত। বন বাস্তব্যসংস্থান হল প্রাকৃতিক কাষ্ঠভূমির একক যেখানে সব রকম উদ্ভিদ, প্রাণী এবং অনুজীব (জৈব উপাদান) ঐ এলাকার পরিবেশের প্রাণহীন ভৌত (অজৈব) উপাদানগুলোর সাথে যুগপৎ কাজ করে।[1]

ডেইন্ট্রি রেইনফরেস্ট, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া।

তথ্যসূত্র

  1. রবার্ট ডব্লিউ ক্রিস্টোফারসন (১৯৯৬) "Elemental Geosystems"
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.