বন্ধন (টিভি ধারাবাহিক)

বন্ধন হল ২০০০ সালে বাংলাদেশের একুশে টেলিভিশন নামক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে প্রচারিত ও আবুল হায়াত, বিপুল রায়হান, আফসানা মিমি ও অম্লান বিশ্বাস পরিচালিত একটি পারিবারিক ধারাবাহিক নাটক।[1] নাট্যকার গিয়াসউদ্দিন সেলিম ও পান্থ শাহরিয়ার নাটকটি রচনা করেন।[2][3] সঙ্গীতশিল্পী অর্ণব নাটকটির সূচনাসঙ্গীতে কণ্ঠ দেন এবং এটি তার সঙ্গীতজীবনের প্রথম গান।[4][5] এটি সে সময়ে সমসাময়িক ধারাবাহিক নাটকের ধারণাকে নতুন করে তৈরি করেছিল।[6] এটি বাংলাদেশের টেলিভিশন চ্যানেলের প্রেক্ষাপটে প্রথম ও সবচেয়ে জনপ্রিয় পারিবারিক মেগাসিরিয়াল নাটক, এবং সেট নির্মাণ না করে বড় পরিসরের পারিবারিক নাটক নির্মাণের প্রচলন এই নাটকের মাধ্যমেই শুরু হয়।[7]

অভিনয়ে

তথ্যসূত্র

  1. "১০ বছর পর পরিচালনা ও অভিনয়ে মিমি"প্রথম আলো। ৮ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২১
  2. "লিখেও সফল"প্রথম আলো। ১২ মার্চ ২০২০।
  3. "পরিচালক হয়েও পর্দা কাঁপিয়েছেন যেসব তারকা"jagonews24.com। ২ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২১
  4. "দেখুন অর্ণবের 'এই শহর'"Bangla Tribune। ৩১ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২১
  5. "সংগীতশিল্পী অর্ণবের কথা"সময় টিভি (ইংরেজি ভাষায়)। ৪ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২১
  6. দত্ত, বিনয় (১ সেপ্টেম্বর ২০১৮)। "টেলিভিশন নাটকের ভবিষ্যৎ"jagonews24.com। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২১
  7. "দর্শক ছাড়াই চলছে টিভি সিরিয়াল!"ভোরের কাগজ। ৬ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২১
  8. "আবুল হায়াতের আকাশের ওপারে আকাশ ..."নয়া দিগন্ত। ১৫ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২১
  9. "কুলি-রিকশাওয়ালা থেকে জনপ্রিয় অভিনেতা শামীম আহমেদ"jagonews24.com। ২৯ জুন ২০২০। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২১
  10. "রিকশাওয়ালা থেকে অভিনেতা হওয়ার গল্প শোনালেন শামীম"jagonews24.com। ১০ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২১
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.