বন্দর আব্বাস

বন্দর আব্বাস (ফার্সি: بندرعباس অথবা Bandar-e ‘Abbās) ইরানের দক্ষিণ-পশ্চিমে পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত একটি সমুদ্রবন্দর। এটি ইরানের হোর্মোজগন প্রদেশের বৃহত্তম শহর ও রাজধানী। বন্দরটি হরমুজ প্রণালীর তীরে একটি কৌশলগত অবস্থানে অবস্থিত। এখানে ইরানি নৌবাহিনীর প্রধান ঘাঁটিটি অবস্থিত। এখানে প্রায় সাড়ে তিন লক্ষ লোক বাস করে।

বন্দর আব্বাস
بندر عباس
শহর
ডাকনাম: কাঁকড়া বন্দর
বন্দর আব্বাস ইরান-এ অবস্থিত
বন্দর আব্বাস
বন্দর আব্বাস
স্থানাঙ্ক: ২৭°১১′ উত্তর ৫৬°১৬′ পূর্ব
রাষ্ট্রইরান ইরান
প্রদেশহোর্মোজগন
স্থাপিত৬০০ খ্রিস্টপূর্বে
উচ্চতা মিটার (৩০ ফুট)
জনসংখ্যা (২০০৫)
  মোট৩,৫২,১৭৩
সময় অঞ্চলIRST (ইউটিসি+3:30)
Postal code79177
এলাকা কোড0761

শহরটি অতীতে ইংরেজ বণিকদের কাছে গম্ব্রুন নামে এবং ওলন্দাজ বণিকদের কাছে গামরুন নামে পরিচিত ছিল।

শিক্ষা

বিশ্ববিদ্যালয়

বন্দর আব্বাস

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.