বনু হাশিম

বনু হাশিম ছিল মক্কার কুরাইশ বংশের একটি গোত্র। ইসলামের শেষ নবী মুহাম্মদ পিতৃসূত্রে এই গোত্রে জন্মগ্রহণ করেন এবং এই গোত্রের একজন সদস্য ছিলেন। তার প্রপিতামহ হাশিম ইবনে আবদ মানাফের নামে এই গোত্রের নামকরণ করা হয়েছিল। গোত্রের নামানুসারে এই গোত্রের সদস্যদের হাশেমি, হাসানী বা হোসেনি বলা হত।

বংশলতিকা

বনু হাশিমের বংশলতিকা[1][2][3][4][5]

তথ্যসূত্র

  1. The Hashemites: Jordan's Royal Family
  2. Stitt, George (১৯৪৮)। A Prince of Arabia, the Amir Shereef Ali Haider। George Allen & Unwin, London।
  3. Bosworth, Clifford Edmund (১৯৯৬)। The New Islamic Dynasties। Edinburgh University Press।
  4. Antonius, George (১৯৪৬)। The Arab Awakening। Capricorn Books, New York।
  5. The Hashemites, 1827-present

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.