বনু সুলাইম অভিযান

বনু সুলাইম অভিযান (আল কুদর অভিযান নামেও পরিচিত)[2] ২ হিজরিতে বদরের যুদ্ধ থেকে ফেরার সাতদিন পরে সংঘটিত হয়। বনু সুলাইম গোত্র মদিনা আক্রমণের পরিকল্পনা করছে এমন খবর পাওয়ার পর মুহাম্মাদ অভিযানের নির্দেশ দেন।[2]

বনু সুলাইম অভিযান
তারিখ২ হিজরি, ৬২৪ খ্রিষ্টাব্দ
অবস্থান
আল কুদর
ফলাফল

মুসলিমদের বিজয়:

  • বনু সুলাইম গোত্রের সদস্যরা পালিয়ে যায়
  • বনু সুলাইমের ৫০০ উট মুসলিমদের হস্তগত হয় [1]
বিবাদমান পক্ষ
মুসলিম বনু সুলাইম গোত্র
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী
মুহাম্মাদ [1] নেই
শক্তি
২০০ যোদ্ধা অজ্ঞাত

পদক্ষেপ হিসেবে তিনি ২০০জন উষ্ট্রারোহী যোদ্ধার বাহিনী নিয়ে তাদের ঘাঁটি আল কুদরে আকস্মিক হামলার পরিকল্পনা করেন।[2] এটি সেসময় একটি জলাশয় ছিল। মুসলিমদের অভিযান শুরুর খবর পাওয়ার পর বনু সুলাইমের সদস্যরা পালিয়ে যায়। অভিযানকালে মুসলিমরা কুদর নামক জলাশয়টি দখল করে নেয়।[3] তাদের ফেলে যাওয়া ৫০০ উট বাজেয়াপ্ত করে নেয়া হয় এবং এক পঞ্চমাংশ বের করে বাকি অংশ গণিমত হিসেবে মুসলিম বাহিনীর যোদ্ধাদের মধ্যে বণ্টন করে দেয়া হয়।[2][4][5][6]

অভিযানকালে ইয়াসার নামে এক দাস মুসলিমদের হাতে বন্দী হয়। মুহাম্মাদ তাকে মুক্তি দেন। তিন দিন এখানে অবস্থানের পর মুসলিমরা মদিনায় ফিরে আসে।[2]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. Al-Mubarakpuri, Saifur Rahman (২০০২), When the Moon Split, DarusSalam, পৃষ্ঠা 159
  2. আর-রাহীকুল মাখতুম, বদর পরবর্তী সময়ের তৎপরতা অধ্যায়
  3. সিরাত ইবনে হিশাম, বনু সুলাইম অভিযান অধ্যায়
  4. Yahiya Emerick, Critical Lives: Muhammad, p. 185, Penguin, 2002
  5. Haykal, Husayn (১৯৭৬), The Life of Muhammad, Islamic Book Trust, পৃষ্ঠা 267, আইএসবিএন 978-983-9154-17-7
  6. Watt, W. Montgomery (১৯৫৬)। Muhammad at Medina। Oxford University Press। পৃষ্ঠা 17আইএসবিএন 978-0-19-577307-1। (online)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.