বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা
বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা দীন শরৎ রচিত একটি জনপ্রিয় ভক্তিগীতি মূলক বাংলা সঙ্গীত।[1] অনেকের মতে এটি রাধারমণ দত্ত রচনা করেছে।[2] গানটির নির্মাণ কাল অজানা। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার রাধা কৃষ্ণ চলচ্চিত্রে এই গানটি ব্যবহার করা হয়। গানটিতে কণ্ঠ দিয়ে শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসেবে সাবিনা ইয়াসমিন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
"বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা" | |
---|---|
সঙ্গীত | |
ভাষা | বাংলা |
ইংরেজি শিরোনাম | Bonomali Tumi Poro Jonome Hoyo Radha |
ধারা | ভক্তিগীতি |
গান লেখক | রাধারমণ দত্ত / দীন শরৎ |
তাৎপর্য
রাধা নিজের যাতনা কৃষ্ণকে অনুভব করানোর ইচ্ছের কথা প্রতিবিম্বিত হয়েছে বৈঞ্চব বাউল ও সাধক কবি রাধারমণ দত্ত দ্বারা রচিত এই ভক্তিগীতিতে। একথা বলা হয় যে সাহিত্যিক ও ধামালি গানের প্রবর্তক রাধারমণ দত্ত কৃষ্ণ বিরহের আকুতি ও না-পাওয়ার যন্ত্রনার কারণে সাধকে পরিণত হয়েছিলেন। তিনি কয়েক হাজার গান রচনা করেছিলেন, যার মধ্যে সেই বিরহ-বেদনা ফুটে উঠেছে বারংবার। নিজের হৃদয়ে যে ব্যাথা তিনি অনুভব করতেন, তার সাহায্যেই যেন তিনি রাধিকার মনের বেদনাকে তুলে ধরতে সক্ষম হতেন নিজের গানের মধ্যে। তেমনই একটি গান - "বনমালী গো"। এই গানে রাধা নিজে আগামী জন্মে কৃষ্ণরূপ ধারণের ইচ্ছে প্রকাশ করেছেন এবং চেয়েছেন যেন কৃষ্ণ রাধিকার জীবন পান। অভিমানী রাধারানী মনে করেছেন যে এইভাবেই হয়তো কৃষ্ণ অনুভব করতে পারবেন রাধার মনের বেদনা ও নারীজীবনের কলঙ্ক।[2]
আধুনিক সংস্করণ
রাধা কৃষ্ণ চলচ্চিত্রে
১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত রাধা কৃষ্ণ চলচ্চিত্রে সাবিনা ইয়াসমিন এই গানটি গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
"বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা" | |||
---|---|---|---|
সাবিনা ইয়াসমিন কর্তৃক একক | |||
ভাষা | বাংলা | ||
মুক্তিপ্রাপ্ত | ১৯৯২ | ||
বিন্যাস | ডিজিটাল সিডি | ||
ধারা | ভক্তিগীতি | ||
দৈর্ঘ্য | ৫:৪৮ | ||
লেবেল | অনুপম রেকর্ডিং মিডিয়া | ||
গান লেখক | রাধারমণ দত্ত / দীন শরৎ | ||
প্রযোজক | বনি পিকচার্স | ||
|
নয়নের আলো চলচ্চিত্রে
১৯৯৮ সালের স্বপন সাহা পরিচালিত নয়নের আলো চলচ্চিত্রে গানটি ব্যবহার করা হয়।
"বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা" | |||
---|---|---|---|
শ্রী রাধা ব্যানার্জি কর্তৃক একক | |||
ভাষা | বাংলা | ||
মুক্তিপ্রাপ্ত | ১৯৯৮ | ||
বিন্যাস | সিডি | ||
দৈর্ঘ্য | ৩:৪৬ | ||
লেবেল | এঞ্জেল ডিজিটাল | ||
গান লেখক | রাধারমণ দত্ত / দীন শরৎ | ||
|
বাংলা স্বরলিপি
২০১৯ সালের আশা অডিও লেভেলে জয়তী চক্রবর্তীর গাওয়া সংস্করণটির স্বরলিপি নিচে দেওয়া হলো:[3][4]
তুমি আমারি মতন জ্বলিও জ্বলিও
বিরহ কুসুম হার গলেতে পরিও (x2)
তুমি যাইয়ো.. যমুনার ঘাটে
না মানি ননদীরও বাধা।
বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা
বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা।
তুমি আমারি মতন কান্দিও কান্দিও
কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিও (x2)
তুমি বুঝিবে তখন.. নারীরও বেদন
রাধার ও প্রাণে কত ব্যথা।
বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা
বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা।
তুমি আমারি মতন মরিও মরিও
শ্যামও কলঙ্কের হার গলেতে পরিও (x2)
তুমি পুড়িও তখম.. আমারি মতন
বুকে লইয়া দুখের চিতা।
বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা
বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা।
ভাবিয়া সরোজ কয় ওহে কৃষ্ণপদ
প্রেমেরও মায়াডোরে আমারে বাঁন্ধিয়ো (x2)
আমি মরিয়া হইবো শ্রীনন্দের নন্দন..
তোমারে বানাবো আধা।
বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা
বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা।
তথ্যসূত্র
- Narayan (২০২১-০৯-২১)। "Bonomali Tumi Lyrics (বনমালী তুমি) | Jayati Chakraborty"। Lyric8.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০১-২১।
- "Bonomali (বনমালী) | Pousali Banerjee | Radharaman Dutta | SVF Devotional"।
- Narayan (২০২১-০৯-২১)। "Bonomali Tumi Lyrics (বনমালী তুমি) | Jayati Chakraborty"। Lyric8.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০১-২১।
- "Bonomali Tumi Lyrics (বনমালী তুমি) Jayati Chakraborty"। সংগ্রহের তারিখ ২০২৩-০১-২১।