বনগাঁ

বনগাঁ (আদি নাম বনগ্রাম) পশ্চিমবঙ্গের ২৮তম জনবহুল নগর অঞ্চল[1]বনগাঁ মহকুমার সদর কার্যালয়। শহরটি উত্তর ২৪ পরগণা জেলা অবস্থিত। ২০১১ সালের জনগণনার পরে শহরটির জনসংখ্যা বেড়েছে এবং জুলাই ২০০১ সালের মার্চ মাস থেকে ২০১১ সালের মার্চ মাস পর্যন্ত জনসংখ্যা ৬,৭০১ জন বৃদ্ধি পেয়ে ১,০৮,৮৬৪ জন হয়।[1] এটি জনসংখ্যার ভিত্তিতে বনগাঁ মহকুমার বৃহত্তম পৌরসভা ও নগর। ২০১১ সালের জনগণনা অনুযায়ী জনসংখ্যার ভিত্তিতে পশ্চিমবঙ্গের শহরপুঞ্জগুলি মধ্যে ২৮তম স্থানে রয়েছে।[2]

বনগাঁ
শহর
উপর থেকে ঘড়ির কাঁটার দিকে: রায় ব্রিজ, বনগাঁ মহাশ্মশান, পৌরসভা কার্যালয় ভবন, সাতভাই কালীতলা মন্দিরের কাছে ইছামতি নদী, বনগাঁ মহকুমা আদালত, বনগাঁ সুপার স্পেশ্যালিটি হাসপাতাল
বনগাঁ
বনগাঁ
পশ্চিমবঙ্গে ও ভারতের মানচিত্রে বনগাঁর অবস্থান
স্থানাঙ্ক: ২৩.০৩০৫° উত্তর ৮৮.৮৩২৯° পূর্ব / 23.0305; 88.8329
রাষ্ট্র ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
বিভাগপ্রেসিডেন্সি বিভাগ
জেলাউত্তর চব্বিশ পরগনা
মহকুমাবনগাঁ মহকুমা
পৌরসভা২৭ জানুয়ারি ১৯৪৫
সরকার
  ধরনপৌরসভা
  শাসকবনগাঁ পৌরসভা
  পৌরপিতা(তৃণমূল কংগ্রেস)
  বিধায়কঅশোক কীর্তনিয়া
আয়তন
  শহর১৪.২৭৪ বর্গকিমি (৫.৫১১ বর্গমাইল)
উচ্চতা মিটার (২৩ ফুট)
জনসংখ্যা (২০১১)[1]
  শহর১,০৮,৮৬৪
  ক্রম২৮তম (পশ্চিমবঙ্গ)
  জনঘনত্ব৭,৬০০/বর্গকিমি (২০,০০০/বর্গমাইল)
  মহানগর[2]১,১০,৬৬৮
ভাষা
  দাপ্তরিকবাংলা
  সহকারীইংরেজি
  কথ্যবাংলা
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)
পিন৭৪৩২৩৫
টেলিফোন কোড০৩২১৫
যানবাহন নিবন্ধনডব্লিউবি XXX

পণ্য রপ্তানি সম্পর্কিত শিল্প গাঙ্গেয় সমভূমি অঞ্চলে অবস্থিত শহরটির অর্থনীতির বৃহত্তম খাত। শহরটির মাধ্যমে বিভিন্ন প্রকারের পণ্য বাংলাদেশে রপ্তানি হয় এবং বাংলাদেশ থেকে আমদানি করা হয়। পণ্য পরিবহন এবং পণ্য বোঝাই ও খালাসের কাজে প্রচুর সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে। এই শহরের নিকটে পেট্রাপোল হল ভারতের সব থেকে বড় স্থল বন্দর ও উল্লেখযোগ্য সীমান্তবর্তী এলাকা।

ভৌগোলিক উপাত্ত

বনগাঁ শহরে রায় ব্রীজ থেকে ইছামতি নদী

বনগাঁ ২৩.০৭° উত্তর অক্ষাংশ থেকে ৮৮.৮২° পূর্ব দ্রাঘিমাংশের মাঝে অবস্থিত।[3] সমুদ্র থেকে শহরের গড় উচ্চতা ৭ মিটার (২২ ফুট)। শহরটি ১৪.২৭৪ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।

বনগাঁ ইছামতি-রায়মঙ্গল সমভূমির অন্তর্গত, যা নিম্ন গঙ্গা বদ্বীপে অবস্থিত জেলার তিনটি ভূ-তাত্ত্বিক (ফিজিওগ্রাফিক) অঞ্চলের মধ্যে একটি। শহরের পরিপক্ব কালো বা বাদামী রঙের দোআঁশ থেকে সাম্প্রতিক পলিযুক্ত মাটি পরিলক্ষিত হয়।

জলবায়ু

বনগাঁর জলবায়ু "ক্রান্তীয় সাভানা" প্রকৃতির ("কোপেন জলবায়ু শ্রেণিবিভাগ" অনুসারে Aw)।

তাপমাত্রা

বার্ষিক গড় তাপমাত্রা ২৪° সেন্টিগ্রেড থেকে ২৮° সেন্টিগ্রেডের মধ্যে থাকে। এখানে গ্রীষ্মকাল উষ্ণ ও আর্দ্র। এই সময় গড় তাপমাত্রা ৩৫° সেন্টিগ্রেডের কাছাকাছি থাকলেও মে-জুন মাসে সর্বোচ্চ তাপমাত্রা কখনো কখনো ৪০° সেন্টিগ্রেড ছাড়িয়ে যায়।[4] ডিসেম্বর-জানুয়ারি মাসে সর্বনিম্ন গড় তাপমাত্রা ১৮° সেন্টিগ্রেডের কাছাকাছি থাকে।[4]

বৃষ্টিপাত

দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখাটি শহরে বৃষ্টিপাত ঘটায়। বর্ষাকাল সাধারণত স্থায়ী হয় জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। শহরের বার্ষিক ১৯০০ মিলিমিটার বৃষ্টিপাতের অধিকাংশই এই সময়ে ঘটে থাকে।[4] জুলাই মাসে বৃষ্টিপাতের পরিমাণ সর্বোচ্চ থাকে। এই সময় গড়ে ৪৬৬.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়।[4]

গ্রীষ্মের শুরুতে প্রায়শই শিলাবৃষ্টি, ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়ে থাকে, যা স্থানীভাবে কালবৈশাখী হিসাবে পরিচিত।

ইতিহাস

বাংলায় নীল বিদ্রোহের পরে ১৮৬২ সালের শেষের দিকে নদিয়া জেলার ম্যাজিষ্ট্রেট হর্সেল ও বারাসত জেলার ম্যাজিষ্ট্রেট অ্যাসলে ইডেন বনগাঁয় (তত্‌কালীন বনগ্রাম) আসেন। তাঁরা দুর্দশাগ্রস্ত নীল চাষিদের কাছে সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে বনগাঁ শহরকে কেন্দ্র করে বনগাঁ মহকুমা গঠনের ঘোষণা করেন। বনগাঁ মহকুমাটি ১৮৬৩ সালে তৎকালীন নদিয়া জেলার একটি মহকুমা হিসাবে গড়ে ওঠে। প্রশাসনিক সুবিধার জন্য ১৮৮২ সালে বনগাঁ শহর সহ বনগাঁ মহকুমাকে নদিয়া জেলার থেকে পৃথক করে যশোহর জেলার সঙ্গে যুক্ত করা হয়।[5]

স্বাধীনতা-পরবর্তী

ভারত ১৯৪৭ সালের ১৫ অগস্ট স্বাধীনতার লাভ করে, কিন্তু স্বাধীনতার দিনে বনগাঁ শহর তদানীন্তন পূর্ব পাকিস্তানে অন্তর্ভুক্ত ছিল। বনগাঁ পূর্ব পাকিস্তানে থেকে যাওয়ায় সে সময়ে মুসলিম লিগের পক্ষ থেকে শহরে উৎসব করা হয়। তবে, বনগাঁ মহকুমা সহ বনগাঁ ও গাইঘাটাকে ১৮ অগস্ট ভারতের তৎকালীন অবিভক্ত ২৪ পরগনা জেলার সঙ্গে যুক্ত করা হয়।[5]

দেশভাগের সময়ে ও পার বাংলা থেকে বহু মানুষ বনগাঁ শহরে চলে আসেন। বাংলাদেশে ১৯৪৯ সালে বাগেরহাটে দাঙ্গার সময়েও দলে দলে মানুষ বনগাঁ শহরে আশ্রয় গ্রহণ করেন।[5] বনগাঁ শহরের পরিচালনার জন্য ১৯৫৪ সালে বনগাঁ পৌরসভা প্রতিষ্ঠিত হয়।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান (অধুনা বাংলাদেশ) থেকে শরণার্থী হিসাবে বহু মানুষ শহরটিতে আশ্রয় নিয়েছিলেন। শরণার্থীদের জন্য স্থানীয় বার্মা কলোনি, বিচুলিহাটা, মতিগঞ্জে শিবির করা হয়।

সম্পূর্ণ বনগাঁ শহর ও পার্শ্ববর্তী গ্রামীণ এলাকা ২০০০ সালে এক ভয়ঙ্কর বন্যায় প্লাবিত হয়। ইছামতি নদীতে জলের অতিরিক্ত প্রবাহের কারণে বন্যার সৃষ্টি হয়েছিল।

জনপরিসংখ্যান

ভারতের ২০১১ সালের জনগণনা অনুসারে, বনগাঁ শহরের জনসংখ্যা হল ১,০৮,৮৬৪ জন।[6] এর মধ্যে পুরুষ ৫১% এবং নারী ৪৯%। এই শহরের জনসংখ্যার ১০% হল ৬ বছর বা তার কম বয়সী। বনগাঁ শহরে স্বাক্ষরতার হার ৮৯.৭০% এবং নারী-পুরুষের অনুপাত হল ১০০০ জন পুরুষের বিপরীতে ৯৬৬ জন নারী। শিশুদের মধ্যে নারী-পুরুষের অনুপাত ১০০০/৯৪৩।

ভাষা

শহরটির প্রধান ভাষা বাংলা[7] বাংলা ও ইংরেজি সহ শহরের দাপ্তরিক ভাষা। ২০১১ সালের জনগণনা অনুসারে, মোট ১,০৮,৮৬৪ জন শহরবাসীর মধ্যে ১,০৮,০০৯ জন বাংলাভাষী এবং অবশিষ্টরা অন্যান্য ভাষায় কথা বলেন।[7]

ধর্ম

২০১১ সালের জনগণনা অনুসারে, বনগাঁর জনসংখ্যার ৯৬.৬৬ শতাংশ হিন্দু, ২.৮৫ শতাংশ মুসলিম, ০.২৫ শতাংশ খ্রিষ্টান এবং ০.০২ শতাংশ শিখ; অন্যান ধর্মানুসারীরা রয়েছে ০.০১ শতাংশ।

প্রশাসন

পৌরসভা

বনগাঁ পৌরভবন

বনগাঁর স্থানীয় স্বায়ত্তশাসন কর্তৃপক্ষ হল বনগাঁ পৌরসভা। পৌরসভাটি ১৯৫৪ সালে আধুনিক স্বায়ত্বশাসনমূলক সংস্থা হিসেবে গঠিত হয়। বনগাঁ পৌরসভা একজন পৌরপিতা/পৌরমাতা ও ২২ জন কাউন্সিলর (পৌরপিতা সহ) নিয়ে গঠিত। পৌরসভার ২২ জন কাউন্সিলর শহরের এক একটি ওয়ার্ড থেকে নাগরিকদের ভোটে প্রত্যক্ষভাবে নির্বাচিত হন। নির্বাচিত কাউন্সিলরগণ নিজেদের মধ্য থেকে একজনকে পৌরপিতা/পৌরমাতা নির্বাচিত করেন। প্রতিটি ওয়ার্ড থেকে পাঁচবছরের মেয়াদে কাউন্সিলর নির্বাচিত হয়। পাঁচবছর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয়। পৌরসভাটি ১৪.২৭৪ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ২২ টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত।[8] পৌরসভার প্রধান কাজ হল জল সরবরাহ, শহরের রাস্তাঘাট ও প্রকাশ্য স্থানসমূহের রক্ষণাবেক্ষণ, রাস্তার আলোকদান, বাড়িনির্মাণ নিবন্ধীকরণ ও নিয়ন্ত্রণ, পয়ঃপ্রণালী রক্ষণাবেক্ষণ ও কঠিন বর্জ্য পদার্থের অপসারণ ইত্যাদি।

পৌরভবনটি স্কুল রোডে অবস্থিত। এই ভবনটি ২০১৫ সাথে উদ্বোধন করা হয়।

থানা

বনগাঁ থানা

বনগাঁ থানা শহরের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নিয়জিত।

পরিবহন

ইছামতি নদীর উপরে রাখালদাস বন্দ্যোপাধ্যায় সেতু

বনগাঁয় গণ-পরিবহন পরিষেবা প্রদান করে রিক্সা, ই-রিক্সা ও অটো-রিক্সা। রিক্সা ও ই-রিক্সাসমূহ বনগাঁ শহরের অভ্যন্তরে যাত্রী পরিবহন করে। অটো-রিক্সাসমূহ শহরটির সাথে পার্শ্ববর্তী গ্রামীণ এলাকার সাথে সংযোগ রক্ষা করে। ইছামতি নদীর উপর অবস্থিত রায় ব্রিজ ও রাখালদাস সেতু বনগাঁ শহরের পূর্ব অংশকে পশ্চিম অংশের সাথে যোগাযোগ রক্ষা করে।

সড়ক পথ

শহরের মধ্য দিয়ে ১১২ নং জাতীয় সড়ক (পুরাতন সংখ্যায়ন অনুযায়ী এন এইচ ৩৫) ও ৩১২ নং জাতীয় সড়ক অগ্রসর হয়েছে। ১১২ নং জাতীয় সড়ক বনগাঁকে পশ্চিমে বারাসাতকলকাতার সাথে এবং পূর্বদিকে পেট্রাপোল হয়ে বাংলাদেশের সাথে যুক্ত করে। এই সড়কটি যশোর রোড নামে অধিক পরিচিত। ৩১২ নং জাতীয় সড়কটি শহরটিকে দক্ষিণে বসিরহাট শহর ও উত্তরে দিকে নদিয়া জেলার কৃষ্ণনগর ও মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর শহরের সাথে যুক্ত করে। এই সড়কটি ভারতমালা প্রকল্পের অংশ। এই সড়কটি বনগাঁ শহরের বাগদা রোড (যশোর রোড থেকে চাঁদাগামী সড়ক) ও রামনগর রোড (যশোর রোড থেকে বেড়ীপাঁচপোতাগামী সড়ক) নামে পরিচিত। বনগাঁ শহরের আর একটি প্রধান সড়ক হল বনগাঁ-চাকদহ রোড। এই সড়কটি দ্বারা বনগাঁ শহর নদীয়া জেলার চাকদাহ শহরের সাথে সংযুক্ত রয়েছে।

বাস পরিষেবা

বনগাঁ শহরটি বাসের জন্য দুটি বাস প্রান্তিক বা টার্মিনাস রয়েছে।

রেলপথ

বনগাঁ রেলওয়ে স্টেশনের ২ নং ও ৩ নং প্ল্যাটফর্ম।

বনগাঁ শহরের একটি রেলওয়ে স্টেশন রয়েছে। স্টেশনটি একটি জংশন স্টেশন হিসাবে গড়ে উঠেছে। স্টেশনটি বনগাঁ-রানাঘাট রেলপথ ও বনগাঁ শিয়ালদহ রেলপথের প্রান্তিক হিসাবে কার্যক্রম পরিচালনা করে। ভারতীয় রেলের অন্তর্ভুক্ত বনগাঁ রেলওয়ে স্টেশনটি বনগাঁ শহরে রেল পরিষেবা প্রদান করে। স্টেশনটি ১৮৮৪ সালে প্রতিষ্ঠিত হয়।

কলকাতা শহরতলি রেলের মাধ্যমে স্টেশনে রেল পরিষেবা চালু রয়েছে। বনগাঁ-শিয়ালদহ রেলপথের মাধ্যমে বনগাঁ-শিয়ালদহ লোকাল, বনগাঁ-বারাসাত লোকাল, বনগাঁ-মাঝেরহাট লোকাল ও বনগাঁ-ক্যানিং লোকালসমূহ চলাচল করে। অপরদিকে বনগাঁ-রানাঘাট রেলপথের মাধ্যমে বনগাঁ-রানাঘাট লোকাল, বনগাঁ-শান্তিপুর লোকাল, বনগাঁ-লালগোলা লোকাল চলাচল করে।

শিক্ষা প্রতিষ্ঠান

দীনবন্ধু মহাবিদ্যালয় বনগাঁও এর একমাত্র ডিগ্রী কলেজ যেটা বারাসত ওয়েস্ট বেঙ্গল স্টেট বিশ্ববিদ্যালয় (অতীতে কলকাতা বিশ্ববিদ্যালয় এর অন্তর্গত ছিল) এর সাথে সংযুক্ত।[9][10] বনগাঁ শহরে অনেক গুলি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয় রয়েছে।এর মধ্যে উল্লেখ যোগ্য ও সবচেয়ে প্রাচীন উচ্চবিদ্যালয় হল বনগাঁ হাই স্কুল, এই শহরের প্রধান বালিকা বিদ্যালয় হল কুমোদিনি বালিকা বিদ্যালয়

অর্থনীতি

বনগাঁ শহরের নিকট যশোর রোডের পাশে অবস্থিত একটি রাইচ মিল বা চাল কল।

বনগাঁ শহরে কোনো বড় বা বৃহৎ শিল্প গড়ে ওঠেনি। তবে, এখানে বহু ছোট শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বনগাঁ শহরে ছোট-বড় মিলিয়ে ১৩৫টি চিরুনি কারখানা বিদ্যমান। এই শিল্পের সাথে কয়েকশো মানুষযুক্ত রয়েছেন।[11] এই শহরের তৈরি চিরুনি দেশের বিভিন্ন রাজ্য রপ্তানি করা হয়।[12] কৃষি নির্ভর কিছু শিল্প শহরে ও শহরের পার্শ্ববর্তী এলাকায় দৃশ্যমান। শহরের নিকট কালপুর এলাকায় রাধাকৃষ্ণ রাইস মিল নামে পরিচিত একটি রাইচ মিল বা চাল মিল রয়েছে। রাইচ মিলটি প্রায়  কোটি (US$ ০.৭৩ মিলিয়ন) ব্যায়ে নির্মিত হয় এবং এটি বনগাঁর লোকসভার সাবেক সাংসদ মমতা ঠাকুর ২০১৫ সালে উদ্বোধন করেন।[13]

স্থল বন্দর

বনগাঁ হল ভারতীয় যুক্তরাষ্ট্রে একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ও সীমান্ত-বাণিজ্য শহর। শহরটি থেকে ৫ কিলোমিটার দূরে ভারত-বাংলাদেশ সীমান্তে দেশের বৃহত্তম স্থল বন্দর পেট্রাপোল অবস্থিত। স্থল বন্দরের বিপরীতে বাংলাদেশের বেনাপোল বন্দর অবস্থিত। এখানে বর্তমানে একটি সুসংহত চেকপোষ্ট গড়ে উঠেছে। বেনাপোল ও পেট্রাপোল স্থল বন্দর হয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল করে। বনগাঁ শহরকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের মধ্যকার বেশির ভাগ বাণিজ্য সম্পাদিত হয়।

উৎসব

দুর্গাপূজা এই শহরের প্রধান উৎসব। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দুর্গোৎসব বনগাঁ শহরেই হয়ে থাকে। বনগাঁ শহরের কয়েকটি বিখ্যাত দুর্গাপূজা কমিটির নাম হলো

  • প্রতাপগড় স্পোর্টিং ক্লাব
  • জাগ্রত সংঘ
  • এগিয়ে চলো সংঘ
  • মতিগঞ্জ ঐক্য সম্মেলনী
  • আয়রন গেট ক্লাব
  • ১২এর পল্লী স্পোর্টিং ক্লাব
  • অভিযান সংঘ
  • মুস্তাফীপাড়া যুবগোষ্ঠী
  • বিদ্যায়তন স্পোটিং ক্লাব
  • খেদাপাড়া নিউ তরুন সংঘ
  • কানসোনা তরুন স্ংঘ

তথ্যসূত্র

  1. "The population of all cities and towns in the State of West Bengal by census years."www.citypopulation.de। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১২০ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "Provisional Population Totals, Census of India 2011 - Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২১
  3. Falling Rain Genomics, Inc - Bangaon
  4. "Bongaon Monthly Climate Averages"www.worldweatheronline.com। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২১
  5. "তিন দিন পরে দেশে ফিরেছিল বনগাঁ"। www.anandabazar.com। আনন্দবাজার পত্রিকা। ৭ এপ্রিল ২০২১। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২১
  6. "Bongaon City Population"Provisional Population Totals, Census of India 2011। সংগ্রহের তারিখ ২০১১-১০-২১
  7. "C-16 Population By Mother Tongue – Town Level"Census of IndiaRegistrar General and Census Commissioner of India। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২১ Select "Andhra Pradesh" from the download menu. Data for "Vijayawada (M+OG)" is at row 11723 of the excel file.
  8. "ongaon Municipality - About"www.bongaonmunicipality.org। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২১
  9. Dinabandhu Mahavidyalay History ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ জুলাই ২০১২ তারিখে Retrieved 15 July 2012
  10. "Affiliated College of West Bengal State University"। ২৯ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৬ Retrieved 15 July 2012
  11. পরমাশিষ ঘোষ (৭ এপ্রিল ২০২১)। "পূর্ববঙ্গের বিশ্বখ্যাত যশোর চিরুনি আজও তৈরি হয় ভারত-বাংলাদেশ সীমান্তের পশ্চিমবঙ্গের সীমান্ত শহর বনগাঁর জয়ন্তীপুরে"। www.voabangla.com। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২১
  12. "কর্মবিরতি শুরু চিরুনি শ্রমিকদের"। www.anandabazar.com। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২১
  13. "বনগাঁয় চালু রাইস মিল"। www.anandabazar.com। আনন্দবাজার পত্রিকা। ১৬ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২১

বহিঃসংযোগ

টেমপ্লেট:বনগাঁ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.