বধূ বিদায়

বধূ বিদায় ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার নাট্য চলচ্চিত্র। ছায়াছবিটি পরিচালনা করেছেন কাজী জহির। ছায়াছবিটির কাহিনী ও সংলাপ লিখেছেন শেখ আব্দুর রহমান এবং চিত্রনাট্য লিখেছেন কাজী জহির। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাবানা, কবরী সারোয়ার, ও বুলবুল আহমেদ[1][2] চলচ্চিত্রটি ৪র্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ চিত্রগ্রাহক (সাদাকালো) বিভাগে পুরস্কার অর্জন করে।

বধূ বিদায়
পরিচালককাজী জহির
প্রযোজকচিত্রা জহির
চিত্রনাট্যকারকাজী জহির
কাহিনিকারশেখ আব্দুর রহমান
শ্রেষ্ঠাংশে
সুরকারদেবু ভট্টাচার্য
চিত্রগ্রাহকঅরুণ রায়
সম্পাদকনুরুন্নবী
পরিবেশকচিত্রা ফিল্মস লিমিটেড
মুক্তি১৯৭৮
দৈর্ঘ্যমিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা ভাষা

শ্রেষ্ঠাংশে

সঙ্গীত

ছায়াছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন দেবু ভট্টাচার্য। গীত রচনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান। এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত "আমার যাবার সময় হল দাও বিদায়" গানটি এই ছায়ছবিতে ব্যবহৃত হয়েছে।[3] বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিনরুনা লায়লা। ছায়াছবিতে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে "ইটুস খানি দেখো" ঢালিউডের অন্যতম ক্লাসিক একটি গান।[4]

গানের তালিকা

নং.শিরোনামগীতিকারসুরকারকণ্ঠশিল্পীদৈর্ঘ্য
১."ইটুস খানি দেখো"মোহাম্মদ মনিরুজ্জামানদেবু ভট্টাচার্যসাবিনা ইয়াসমিন৪:১৭
২."আমার যাবার সময় হল দাও বিদায়"কাজী নজরুল ইসলামদেবু ভট্টাচার্যরুনা লায়লা 

পুরস্কার

৪র্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কার

  • বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেতা - বুলবুল আহমেদ
  • বিজয়ী: শ্রেষ্ঠ চিত্রগ্রাহক (সাদাকালো) - অরুণ রায়

তথ্যসূত্র

  1. "এক নজরে বুলবুল আহমেদ"দৈনিক যায় যায় দিন। ঢাকা, বাংলাদেশ। জুলাই ২৫ ২০১২। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৬ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. শান্তা মারিয়া (৬ জুন ২০১৪)। "'তুমি যে আমার কবিতা'"বিডিনিউজ। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৬
  3. জোবায়ের আলী জুয়েল (১৫ জুলাই ২০১৬)। "ছায়াছবির সঙ্গীতে নজরুল"দৈনিক জনকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৬
  4. নুসরাত শারমিন (১৯ জুলাই ২০১৫)। "সোনালী দিনের সেইসব গান"চ্যানেল আই অনলাইন। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৬

বহিঃসংযোগ

ইন্টারনেট মুভি ডেটাবেজে বধূ বিদায় (ইংরেজি)

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.