বদলাপুর

বদলাপুর শ্রীরাম রাঘবন পরিচালিত ২০১৫ সালের ভারতীয় প্রতিশোধধর্মী নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধবন, নওয়াজুদ্দীন সিদ্দিকী, হুমা কোরেশী, ইয়ামি গৌতমদিব্যা দত্ত[2]

বদলাপুর
বদলাপুর চলচ্চিত্রের পোস্টার
পরিচালকশ্রীরাম রাঘবন
প্রযোজক
  • দীনেশ বিজন
  • সুনীল লুল্লা
চিত্রনাট্যকার
  • শ্রীরাম রাঘবন
  • অর্জুন বিশ্বাস
  • পূজা লধা সুর্তি
কাহিনিকারমাসিমো কার্লোটো
শ্রেষ্ঠাংশে
সুরকারশচীন-জিগার
চিত্রগ্রাহকঅনিল মেহতা
সম্পাদকপূজা লধা সুর্তি
প্রযোজনা
কোম্পানি
ম্যাডক ফিল্মস
পরিবেশকইরোস ইন্টারন্যাশনাল
মুক্তি
  • ২০ ফেব্রুয়ারি ২০১৫ (2015-02-20)
দৈর্ঘ্য১২৮ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয়₹২৫ কোটি[1]
আয়₹৭৭ কোটি

চলচ্চিত্রটি ২০ ফেব্রুয়ারি, ২০১৫ মুক্তি পায়। ₹২৫ কোটি বাজেটের ছবিটি বিশ্বব্যাপী ₹৭৭ কোটি আয় করে। ছবিটি ৬১তম ফিল্মফেয়ার পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ পাঁচটি বিভাগে মনোনয়ন লাভ করে।

কুশীলব

  • বরুণ ধবন - রাঘব "রঘু" পুরোহিত
  • নওয়াজুদ্দীন সিদ্দিকী - লায়েক মোহাম্মদ তুংরেকর
  • হুমা কোরেশী - ঝিমলি, লায়েকের বান্ধবী
  • ইয়ামি গৌতম - মিশা পুরোহিত, রঘুর স্ত্রী
  • দিব্যা দত্ত - শোভা
  • বিনয় পাঠক - হারমান, লায়েকের বন্ধু
  • রাধিকা আপ্তে - কাঞ্চন (কোকো), হারমানের স্ত্রী
  • অশ্বিনী কালশেখর - মিসেস জোশী
  • মুরালি শর্মা - মাইকেল দাদা
  • প্রতিমা কাজমী - লায়েকের মা
  • জাকির হুসাইন - পাতিল
  • কুমুদ মিশ্র - ইনস্পেক্টর গোবিন্দ মিশ্র
  • দেবাংশ শাহ - রঘু (কিশোর)

সঙ্গীত

বদলাপুর চলচ্চিত্রের গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শচীন-জিগার। গানের কথা লিখেছেন দীনেশ বিজনপ্রিয়া সারাইয়া। প্রথম গান "জি কারদা" একক গান হিসেবে ২০১৪ সালের ৯ ডিসেম্বর প্রকাশিত হয়। পরে ২০১৫ সালে ১৫ ফেব্রুয়ারি "জীনা জীনা" গানটি প্রকাশিত হয়। গানটি ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে টপচার্টে প্রথম স্থানে ছিল।[3]

গানের তালিকা

নং.শিরোনামলেখককণ্ঠশিল্পী(রা)দৈর্ঘ্য
১."জি কারদা"দীনেশ বিজন ও প্রিয়া সারাইয়াদিব্য কুমার৪:০১
২."জীনা জীনা"দীনেশ বিজন ও প্রিয়া সারাইয়াআতিফ আসলাম৩:৪৯
৩."জি কারদা (রক)"দীনেশ বিজন ও প্রিয়া সারাইয়াদিব্য কুমার৪:০০
৪."জুদাই"দীনেশ বিজন ও প্রিয়া সারাইয়ারেখা ভারদ্বাজ, অরিজিৎ সিং৪:৩২
৫."বদলা বদলা"দীনেশ বিজন ও প্রিয়া সারাইয়াবিশাল দাদলানি, সুরজ জগন৩:১৩
৬."সোনে কা পানি"প্রিয়া সারাইয়াপ্রিয়া সারাইয়া১:৫২

পুরস্কার ও মনোনয়ন

পুরস্কার বিভাগ মনোনীত ফলাফল সূত্র
ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র দীনেশ বিজন, সুনীল লুল্লা মনোনীত [4]
শ্রেষ্ঠ পরিচালক শ্রীরাম রাঘবন মনোনীত
শ্রেষ্ঠ অভিনেতা বরুণ ধবন মনোনীত
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা নওয়াজুদ্দীন সিদ্দিকী মনোনীত
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হুমা কোরেশী মনোনীত
বিগ স্টার এন্টারটেইনমেন্ট পুরস্কার সবচেয়ে বিনোদন প্রদানকারী থ্রিলার চলচ্চিত্র বিজয়ী [5]
সবচেয়ে বিনোদন প্রদানকারী থ্রিলার অভিনেতা বরুণ ধবন বিজয়ী
জি সিনে পুরস্কার সেরা খল অভিনেতা নওয়াজুদ্দীন সিদ্দিকী বিজয়ী [6]
[7]
সেরা অভিনেতা নওয়াজুদ্দীন সিদ্দিকী মনোনীত
বছরের সেরা পার্শ্ব অভিনেত্রী হুমা কোরেশী ও রাধিকা আপ্তে মনোনীত
স্টারডাস্ট পুরস্কার বছরের সেরা পরিচালক শ্রীরাম রাঘবন মনোনীত [8]
বছরের সেরা অভিনেতা বরুণ ধবন মনোনীত
বছরের সেরা পার্শ্ব অভিনেত্রী হুমা কোরেশী ও রাধিকা আপ্তে মনোনীত
সেরা সঙ্গীত পরিচালক শচীন-জিগার মনোনীত
সেরা গীতিকার দীনেশ বিজন ও প্রিয়া সারাইয়া মনোনীত
সেরা পুরুষ নেপথ্য শিল্পী দিব্য কুমার (জি কারদা) মনোনীত
সেরা নৃত্য পরিচালক আহমেদ খান (জি কারদা) মনোনীত
সেরা চিত্রনাট্য শ্রীরাম রাঘবন ও অরিজিৎ বিশ্বাস মনোনীত
সেরা কাহিনি শ্রীরাম রাঘবন ও অরিজিৎ বিশ্বাস মনোনীত

তথ্যসূত্র

  1. "Varun Dhawan's Badlapur is a Rs. 25 crore film – The complete details"বলিউড হাঙ্গামা। ১৯ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৭
  2. "Sriram Raghavan's next with Varun titled Badlapur"বলিউড হাঙ্গামা। ১৩ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৭
  3. Saraf, Mitesh (২৮ ফেব্রুয়ারি ২০১৫)। "Jeena Jeena storms the charts!"প্ল্যানেট বলিউড। ৯ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৭
  4. "Nominations for the 61st Britannia Filmfare Awards"দ্য টাইমস অফ ইন্ডিয়া। ১৭ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৭
  5. Nayak, Pooja (১৪ ডিসেম্বর ২০১৫)। "Big Star Entertainment Awards 2015 winners list"বলিউড লাইফ। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৭
  6. "Zee Cine Awards WINNERS 2016"জি সিনে পুরস্কার। ১৬ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৭
  7. "Zee Cine Awards 2016 nominations"ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস। ১৮ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৭
  8. "Stardust awards: Badlapur, Bajrangi Bhaijaan, Tanu Weds Manu Returns, others nominated; complete list of nominations"ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস। ৫ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.