বদলপুর ইউনিয়ন

বদলপুর ইউনিয়ন বাংলাদেশের উত্তর পূর্বে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।[1]

বদলপুর ইউনিয়ন
ইউনিয়ন
বদলপুর ইউনিয়ন
বদলপুর ইউনিয়ন
বাংলাদেশে বদলপুর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৩৬′৬.৯৯৮″ উত্তর ৯১°১৯′১৪.০০২″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাহবিগঞ্জ জেলা
উপজেলাআজমিরীগঞ্জ উপজেলা 
সরকার
  চেয়ারম্যানসুষেনজিৎ চৌধুরী
আয়তন
  মোট১৭ বর্গকিমি (৭ বর্গমাইল)
জনসংখ্যা
  মোট৩৬,১২০
  জনঘনত্ব২,১০০/বর্গকিমি (৫,৫০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৩৬ ০২ ২৭
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান ও আয়তন

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার উত্তর প্রান্তে অবস্থিত বদলপুর ইউনিয়ন। আজমিরীগঞ্জ উপজেলা সদর থেকে বদলপুরের দূরত্ব প্রায় ৯.৫ কিলোমিটার। বদলপুরের উত্তর ও পশ্চিম দিকে বয়ে চলেছে কালনী–কুশিয়ারা নদী। বদলপুর ইউনিয়ন আজমিরীগঞ্জ উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন। এই ইউনিয়নের উত্তর দিকে অবস্থিত সুনামগঞ্জের শাল্লা উপজেলা ও বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়ন, পূর্ব দিকে অবস্থিত বানিয়াচং উপজেলার দৌলতপুর, কাগাপাশা ও বানিয়াচং উত্তর পূর্ব ইউনিয়ন, দক্ষিন দিকে অবস্থিত জলসূখা ইউনিয়ন ও বানিয়াচং উপজেলার বানিয়াচং উত্তর পশ্চিম ইউনিয়ন, পশ্চিম দিকে অবস্থিত সুনামগঞ্জের শাল্লা উপজেলা এবং দক্ষিন–পশ্চিম দিকে অবস্থিত আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন।

নদনদী

বদলপুর ইউনিয়নের উল্লেখযোগ্য নদী হচ্ছে কুশিয়ারা নদী। ইউনিয়নে বেশ কিছু খাল আছে[1]

উল্লেখযোগ্য খালের নাম-

কাটাখালী খাল

কৈয়া খাল

শিক্ষাপ্রতিষ্ঠান

এই ইউনিয়নে শিক্ষার হার ২৫%(২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)[1]

সরকারী প্রাথমিক বিদ্যালয় সংখ্যা ১১টি

বেসরকারী প্রাথমিক বিদ্যালয় সংখ্যা ৬টি

উচ্চ বিদ্যালয় সংখ্যা ১টি

মাদ্রাসা ৩টি

কলেজ ১টি

প্রশাসনিক এলাকা

  • ঝিলুয়া
  • বলদী
  • বছিখালী
  • পূর্বকালনী
  • পাহাড়পুর
  • মামুদপুর
  • শান্তিপুর
  • মাটিয়াকাড়া
  • পাহাড়পুর বাজার
  • উদয়পুর
  • চরমামুদপুর
  • কাটাখালী
  • কৈয়া
  • গোপী
  • বদলপুর
  • দিঘলবাগ
  • হরিপুর
  • নদীপুর
  • পিরিজপুর
  • নোয়াগাও
  • হিলালপুর
  • পূর্ব পিটুয়াকান্দি
  • পিটুয়ারকান্দি

দর্শনীয় স্থান

পাহাড়পুর রামকৃষ্ণ মন্দির

তথ্যসূত্র

  1. "বদলপুর ইউনিয়ন"badolpurup.habiganj.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৫
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.