বদন বরফুকন

বদন বরফুকন (ইংরেজি: Badan Borphukan) পঞ্চম অসমীয়া ছায়াছবি। কমল নারায়ণ চৌধুরী প্রমুখ গুয়াহাটির কয়েকজন লোকের প্রচেষ্টায় ‘ইষ্টার্ন মুভিজ লিমিটেড’ নামের একটি কোম্পানী খুলে ছবিটি নির্মাণ করা হয়েছিল। ১৯৪৭ সালের ১৫ এপ্রিলে[1] মুক্তি পাওয়া এই ছবিটির পরিচালনা এবং সঙ্গীত ছিল কমল নারায়ণ চৌধুরীর। আসাম ইতিহাসের একজন খলনায়ক, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এবং প্রতিশোধের বশবর্তী হয়ে আসামে মানসেনা আনা বদন বরফুকনের জীবনের আধারে লক্ষ্যধর চৌধুরী ছবির কাহিনী রচনা করেন। চিত্রগ্রহণ করা হয়েছিল কলকাতার কালী ফিল্ম স্টুডিওতে।[2]

বদন বরফুকন
Badan Borphukan
পরিচালককমল নারায়ণ চৌধুরী
প্রযোজকইষ্টার্ণ মুভিজ লিমিটেড
রচয়িতালক্ষ্যধর চৌধুরী
শ্রেষ্ঠাংশেকামাখ্যানাথ ঠাকুর
সুরকারকমল নারায়ণ চৌধুরী
প্রযোজনা
কোম্পানি
কালী ফিল্ম স্টুডিও, কলকাতা
মুক্তি১৯৪৭
দেশভারত
ভাষাঅসমীয়া

অভিনয়

বদন বরফুকনের নাম ভূমিকায় অভিনয় করেন মঞ্চাভিনেতা কামাখ্যানাথ ঠাকুর। চন্দ্রকান্ত সিংহের ভূমিকায় ছিলেন নৃত্যশিল্পী চারুচন্দ্র বরদলৈ। অন্যান্য ভূমিকায় ছিলেন দেববালা চলিহা- রাজমাও, অমলেন্দু বাগচী- মানরজা এবং সর্বেশ্বর চক্রবর্তী- সন্ন্যাসী।[2]

গীত

ছবির গান লিখেছিলেন পুরুষোত্তম দাস এবং আনন্দিরাম দাস। গেয়েছিলেন প্রেম শইকীয়া।[3]

  1. তুমি আহিবা তুমি আহিবা মন ফুলনির ফুলাম বাটেরে, বাঁহীটি বজাই আহিবা (কথা পুরুষোত্তম দাস, কণ্ঠ- প্রেম শইকীয়া)
  2. রুপত রঙে চরা খোজত মাণিক সরা পর্বতর কুঁবরী অ’, আমি রুপ কুঁবরী (কথা-আনন্দিরাম দাস, কণ্ঠ- প্রেম শইকীয়া এবং অন্যান্য)[3]

তথ্যসূত্র

  1. "Badan Borphukan"। ২০২০। ৫ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০২০
  2. মঞ্চলেখা, পৃঃ ৩০৭, অতুল চন্দ্র হাজারিকা, লয়ারস্ বুক ষ্টল, গুয়াহাটি। ১৯৯৫।
  3. অসমীয়া বোলছবির গানের সংকলন, পৃঃ ১২ বাবুল দাস, বাণীমন্দির, ডিব্রুগড়, ১৯৮৫
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.