বতসোয়ানা জাতীয় ফুটবল দল

বতসোয়ানা জাতীয় ফুটবল দল (ইংরেজি: Botswana national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে বতসোয়ানার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম বতসোয়ানার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বতসোয়ানা ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৭৮ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৭৬ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৬৮ সালের ১৩ই জুলাই তারিখে, বতসোয়ানা প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; মালাউইর অনুষ্ঠিত উক্ত ম্যাচে বতসোয়ানা মালাউইর কাছে ৮–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

বতসোয়ানা
ডাকনামদিপিতসে
অ্যাসোসিয়েশনবতসোয়ানা ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনক্যাফ (আফ্রিকা)
প্রধান কোচআদিল আমরুশ
অধিনায়কজোয়েল মোগোরোসি
সর্বাধিক ম্যাচমোমপাতি থুমা (৮৪)
শীর্ষ গোলদাতাজেরোম রামাতলহাকোয়ানে (২৪)
মাঠবতসোয়ানা জাতীয় স্টেডিয়াম
ফিফা কোডBOT
ওয়েবসাইটwww.bfa.co.bw
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
তৃতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১৪৮ ১ (৩১ মার্চ ২০২২)[1]
সর্বোচ্চ৫৩ (ডিসেম্বর ২০১০)
সর্বনিম্ন১৬৫ (নভেম্বর ১৯৯৯ – ফেব্রুয়ারি ২০০০)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১৩৪ ১ (৩০ এপ্রিল ২০২২)[2]
সর্বোচ্চ৯৮ (আগস্ট ২০১১)
সর্বনিম্ন১৮৭ (মার্চ ১৯৯৭)
প্রথম আন্তর্জাতিক খেলা
 মালাউই ৮–১ বতসোয়ানা 
(মালাউই; ১৩ জুলাই ১৯৬৮)
বৃহত্তম জয়
 বতসোয়ানা ৬–০ মরিশাস 
(পোলোকোয়ানে, দক্ষিণ আফ্রিকা; ১ জুন ২০১৮)
বৃহত্তম পরাজয়
 মালাউই ৮–১ বতসোয়ানা 
(মালাউই; ১৩ জুলাই ১৯৬৮)
 বতসোয়ানা ০–৭ জিম্বাবুয়ে 
(গাবুরুনি, বতসোয়ানা; ২৬ আগস্ট ১৯৯০)
আফ্রিকা কাপ অফ নেশন্স
অংশগ্রহণ১ (২০১২-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (২০১২)

২৫,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট বতসোয়ানা জাতীয় স্টেডিয়ামে দিপিতসে নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় বতসোয়ানার রাজধানী গাবুরুনিতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন আদিল আমরুশ এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন টাউনশিপ রোলার্সের আক্রমণভাগের খেলোয়াড় জোয়েল মোগোরোসি

বতসোয়ানা এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, আফ্রিকা কাপ অফ নেশন্সে বতসোয়ানা এপর্যন্ত মাত্র ১ বার অংশগ্রহণ করেছে, যেখানে তারা শুধুমাত্র গ্রুপ পর্বে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছিল।

মোমপাতি থুমা, এনদিয়াপো লেতশলাথেবে, মদিরি মারুমো, জেরোম রামাতলহাকোয়ানে এবং জোয়েল মোগোরোসির মতো খেলোয়াড়গণ বতসোয়ানার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১০ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বতসোয়ানা তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৫৩তম) অর্জন করে এবং ১৯৯৯ সালের নভেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১৬৫তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে বতসোয়ানার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৯৮তম (যা তারা ২০১১ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৮৭। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
৩১ মার্চ ২০২২ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[1]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৪৬  কুয়েত১০৫৯.৯৪
১৪৭  হংকং১০৫৩.৩৯
১৪৮  বতসোয়ানা১০৫১.৫৯
১৪৯  লাইবেরিয়া১০৫০.৫
১৫০  আফগানিস্তান১০৪৯.৭৭
বিশ্ব ফুটবল এলো রেটিং
৩০ এপ্রিল ২০২২ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[2]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৩২ ২৬  সুদান১৩০৫
১৩৩ ২৩  আজারবাইজান১৩০১
১৩৪  বতসোয়ানা১৩০০
১৩৫ ১৯  কঙ্গো১২৯৮
১৩৬  মোজাম্বিক১২৯৪

প্রতিযোগিতামূলক তথ্য

ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
১৯৩০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
১৯৩৪
১৯৩৮
১৯৫০
১৯৫৪
১৯৫৮
১৯৬২
১৯৬৬
১৯৭০
১৯৭৪
১৯৭৮
১৯৮২
১৯৮৬
১৯৯০
১৯৯৪উত্তীর্ণ হয়নি
১৯৯৮অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
২০০২উত্তীর্ণ হয়নি
২০০৬১২১৪১৯
২০১০
২০১৪১০
২০১৮
২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট০/২৩৩৬১০২০৩৩৫৩

তথ্যসূত্র

  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ৩১ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২
  2. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.