বড় পলাশবাড়ী ইউনিয়ন
বড়পলাশবাড়ী ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
বড়পলাশবাড়ী | |
---|---|
ইউনিয়ন | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | ঠাকুরগাঁও জেলা |
উপজেলা | বালিয়াডাঙ্গী উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
আয়তন
বড়পলাশবাড়ী ইউনিয়নের আয়তন ৯৭৫২ একর।
অবস্থান
বড়পলাশ বাড়ি ইউনিয়নের পরিষদ বালিয়াডাঙ্গী উপজেলা থেকে চার কিলোমিটার দুরে অবস্থিত।[1]
ইতিহাস
বড়পলাশবাড়ী ইউনিয়ন ১৯৬৫ সালে প্রতিষ্টিত হয় । প্রথমে নাম ছিল ফতেপুর ইউনিয়ন । পরবর্তীকালে ১৯৭৫ সালে বড় পলাশ বাড়ি ইউনিয়ন নাম করা হয় ।[1]
জনসংখ্যার উপাত্ত
মোট জনসংখ্যা প্রায় ৪০.০০০।[1] বাংলাদেশর ১৯৯১ সনের আদমশুমারি অনুসারে বড়পলাশবাড়ী ইউনিয়নের জনসংখ্যা ১৮,২৯৯ জন।[2]
শিক্ষা
বড়পলাশবাড়ী ইউনিয়নের শিক্ষার হার মোতামুটিভাবে অনেক বেশি। এখানে প্রায় ৩০.০০০ হাজার লোক শিক্ষিত। বড়পলাশ বাড়ি ইউনিয়নের পরিষদ সংলঙ্গ একটি উচ্চ বিদ্যালয় আছে যেখানে প্রতিবছর পাশের হার ৯৯%।[1]
বিবিধ
বহিঃসংযোগ
- বড়পলাশবাড়ী ইউনিয়নের সরকারি ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ মার্চ ২০১৬ তারিখে
তথ্যসূত্র
- "বড় পলাশ বাড়ি ইউনিয়নের ইতিহাস"। http://boropalashbariup.thakurgaon.gov.bd/। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৫।
|প্রকাশক=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য) - "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ জুলাই ২। অজানা প্যারামিটার
|accessyear=
উপেক্ষা করা হয়েছে (|access-date=
ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন:|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.