বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয়
বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয় (বিইউ) একটি পাবলিক স্টেট কলেজিয়েট ইউনিভার্সিটি যা ভারতের আসাম রাজ্যর কোকরাঝার, বোডোল্যান্ডে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়।[1] এটি নিম্ন আসাম অঞ্চলের (রাজধানী গুয়াহাটি ব্যতীত) বডোল্যান্ড টেরিটোরিয়াল এরিয়া ডিস্ট্রিক্টস (বিটিএডি) -এর প্রথম বিশ্ববিদ্যালয়। যখন বোডোল্যান্ড বিশ্ববিদ্যালয় ইউজিসি আইনের অধীনে ১২ বি মর্যাদা অর্জন করেবে, তখন গৌহাটি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এমন ২৩ টি কলেজ বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত স্থানান্তরিত হবে।[2]
নীতিবাক্য | श्रद्धावान् लभते ज्ञानम |
---|---|
ধরন | সরকারি বিশ্ববিদ্যালয় |
স্থাপিত | ২০০৯ |
আচার্য | আসামের রাজ্যপাল |
উপাচার্য | অধ্যাপক লৈশ্রম লাডু সিং |
অবস্থান | |
ওয়েবসাইট | bodolanduniversity |
![]() |
ইতিহাস
২০০৯ সালে গৌহাটি বিশ্ববিদ্যালয়ের কোকরাঝাড় ক্যাম্পাসকে একটি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে উন্নীত করে বোডোল্যান্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।[3][4]
বিভাগ সূমহ
- অসমীয়া বিভাগ
- অৰ্থনীতি বিভাগ
- বড়ো বিভাগ
- ইংরেজী বিভাগ
- রাজনীতি বিজ্ঞান বিভাগ
- উদ্ভিদ বিজ্ঞান বিভাগ
- প্ৰাণী বিজ্ঞান বিভাগ
- তথ্য প্ৰযুক্তি বিভাগ
- ভূতত্ত্ব বিভাগ
- রসায়ন বিভাগ
- গণিত বিভাগ
- কম্পিউটার বিজ্ঞান বিভাগ
- পদাৰ্থ বিজ্ঞান বিভাগ
- বাণিজ্যিক প্ৰশাসন বিভাগ
তথ্যসূত্র
- https://www.ugc.ac.in/stateuniversitylist.aspx?id=3&Unitype=2
- http://www.sentinelassam.com/story/news/14/absu-warns-government-not-to-play-with-future-of-students/2017-12-11/1/328580#.Wmdp26DhXqA
- "Bodoland University Act, 2009" (পিডিএফ)। Assam Gazette। Government of Assam। ২৮ ফেব্রুয়ারি ২০০৯। ২৭ জানুয়ারি ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৮।
- "The University"। bodolanduniversity.ac.in। Bodoland University। ২৮ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৮।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.