বড়লেখা পৌরসভা
বড়লেখা পৌরসভা বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার একটি স্থানীয় সরকার সংস্থা। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কেন্দ্রস্থলকে ২০০১ সালে এক সরকারি গেজেট অনুসারে পৌরসভা হিসাবে ঘোষণা করে তৎকালীন সরকার।[2] এই পৌরসভাটি বাংলাদেশের একটি ‘‘খ’’ শ্রেনীভূক্ত পৌরসভা।[3]
বড়লেখা পৌরসভা | |
---|---|
স্থানীয় সরকার | |
ইতিহাস | |
শুরু | ১৪ জুন ২০০১ |
নেতৃত্ব | |
মেয়র | আবুল ইমাম মো কামরান চৌধূরী[1] |
সভাস্থল | |
বড়লেখা পৌরসভা কার্যালয় |
অবস্থান ও আয়তন
বড়লেখা পৌরসভাটি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা সদরে অবস্থিত।[4] জেলা সদর থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত এই পৌরসভাটির আয়তন ১১.৩০ বর্গ কিলোমিটার।[2] এর উত্তরে বড়লেখা ইউনিয়ন; দক্ষিণে দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন; পূর্বে বড়লেখা ইউনিয়ন এবং পশ্চিমে বড়লেখা ইউনিয়ন।[4]
ইতিহাস
বড়লেখার উপজেলার কেন্দ্রস্থলের ২০০১ সালের ১৪ জুন ১১ দশমিক ৩০ বর্গকিলোমিটার এলাকা নিয়ে বড়লেখা পৌরসভা ঘোষিত হয়।[2]
ভৌগোলিক উপাত্ত
এই পৌরসভাটি ২২টি গ্রাম এবং ১৬টি মৌজার সমন্বয়ে গঠিত যা ৯টি ওয়ার্ডে বিভক্ত।[4]
বিবিধ
- মসজিদ : ২৯টি;
- মন্দির : ৪টি;
- হাট-বাজার : ১টি;
- ব্যাংক শাখা : ১১টি;
- পোস্ট অফিস/সাব পোঃ অফিস : ১টি;
- টেলিফোন এক্সচেঞ্জ : ১টি।[4]
আরও দেখুন
তথ্যসূত্র
- "মেয়র"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৫ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৯।
- "বড়লেখা পৌরসভা ১৭ বছরেও পায়নি আপন ঠিকানা"। সিলেট টাইমস্ বিডি। ১০ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৯।
- "বাংলাদেশের পৌরসভার তালিকা"। স্থানীয় সরকার বিভাগ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২০১২। ২১ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৫।
- "এক নজরে পৌরসভা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৫ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৯।
বহিঃসংযোগ
- বড়লেখা পৌরসভা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ মে ২০২০ তারিখে - জাতীয় তথ্য বাতায়ন।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.