বড়ভিটা ইউনিয়ন, ফুলবাড়ী
৪নং বড়ভিটা ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীর অন্তর্গত একটি ইউনিয়ন।[1]
বড়ভিটা ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
৪নং বড়ভিটা ইউনিয়ন পরিষদ। | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | কুড়িগ্রাম জেলা |
উপজেলা | ফুলবাড়ী উপজেলা, কুড়িগ্রাম |
আসন | ১২ |
আয়তন | |
• মোট | ১৮.২৫ বর্গকিমি (৭.০৫ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩০,২৪৫ |
• জনঘনত্ব | ১,৭০০/বর্গকিমি (৪,৩০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
নামকরণ
বড়ভিটা মৌজা ও গ্রামের নামানুসারে এ ইউনিয়নের নাম রাখা হয়। স্থানীয়ভাষা ভিটা বলা হয় যে জমিতে ফসল হয় না। এ রকম বিশাল একটা ভিটা ছিল, যাকে কেন্দ্র করে এ নাম ‘বড়ভিটা’ রাখা হয়।
সাধারণ তথ্য
- জমির পরিমানঃ ৬০৮০.০০ একর। এক ফসলী-৬৪১.০০ একর , দু”ফসলী- ৪৭৮৯.০০ একর, তিনফসলী জমি- ৬৫০.০০ একর, অনাবাদি জমি- ২০৫৭.০০ একর, পতিত জমি- ২০৫৭.০০ একর, খাস জমি- ৫১৬.২২ একর।
- গ্রামের সংখ্যাঃ ৯টি, যথা-১। তালুক মেখলী, ২। পশ্চিম ধনিরাম, ৩। পুর্ব ধনিরাম, ৪। ঘোগারকুটি, ৫। উত্তর বড়ভিটা, ৬। বড়ভিটা, ৭। চর বড়লই, ৮। বড়লই ও ৯। নওদাবশ
- মৌজার সংখ্যাঃ ৭টি, যথা-
- মোট ভোটার সংখ্যাঃ ১৮,২৫২ জন
- মোট খানার সংখ্যাঃ ৬৬৫৫টি।[2]
প্রতিষ্ঠান
- পরিবার কল্যাণ কেন্দ্রঃ ০১টি
- ইউনিয়ন পরিষদ ভবন ০১টি
- কমিউনিটি ক্লিনিকঃ ০৩টি।[2]
শিক্ষা প্রদিষ্ঠান
- কলেজের সংখ্যা : ২টি
- মাধ্যমিক বিদ্যালয় : ০৪টি
- দাখিল মাদরাসা : ৬টি
- প্রাথমিক বিদ্যালয়: ২৯টি
- এবতেদায়ী মাদ্রাসা : ০৫টি
- হেফজখানাঃ ৩টি
- মক্তব সংখ্যা : ২৯টি।[2]
ধর্মীয় অবস্থা
- মসজিদঃ ৫৪টি
- মন্দিরঃ ১৩টি
- কবরস্থান -১টি
- শ্নাশান ঘাটঃ ০১টি।[2]
হাট বাজার
- সরকারী হাটবাজারঃ ০২টি। যথা-বড়ভিটা বাজার ও বড়লই বাজার। [2]
দর্শনীয় স্থান
তথ্যসূত্র
- উপজেলা, ফুলবাড়ী (২৬-৭-২০২১)। "ফুলবাড়ী উপজেলা"। ফুলবাড়ী উপজেলা। সংগ্রহের তারিখ ২৬-৭-২০২১। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=, |সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ইউনিয়ন, বড়ভিটা (২৬-৭-২০২১)। "বড়ভিটা ইউনিয়ন"। বড়ভিটা ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৬-৭-২০২১। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=, |সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.