বড়বাড়ী ইউনিয়ন, বালিয়াডাঙ্গী
বড়বাড়ি ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
বড়বাড়ী | |
---|---|
ইউনিয়ন | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | ঠাকুরগাঁও জেলা |
উপজেলা | বালিয়াডাঙ্গী উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
আয়তন
বড়বাড়ি ইউনিয়নের আয়তন ৮৪১৯ একর।
অবস্থান
বড়বাড়ি ইউনিয়নের উত্তরে পাড়িয়া ইউনিয়ন, পশ্চিমে আমজানখোর ইউনিয়ন, দক্ষিণে বড়পলাশবাড়ী ইউনিয়ন, পূর্বে চাড়োল ইউনিয়নও দুওসুও ইউনিয়ন । এই ইউনিয়নের পশ্চিমাংশ নিম্ন আঞ্চল এবং পূর্বাংশ উচু আঞ্চল।[1]
ইতিহাস
বড়বাড়ি ইউনিয়ন ১৯৩৭ সনে ব্রিটিশ আমলে ফতেপুর গ্রাম পঞ্চায়েত নামে প্রতিষ্টিত হয়। কালের বিবর্তনে ১৯৭২ সালে ৮নং বড়বাড়ী ইউনিয়ন পরিষদ নামে এটি গঠিত হয়।[1]
জনসংখ্যার উপাত্ত
বড়বাড়ি ইউনিয়নের মোট জনসংখ্যা ২৪৬৯১ জন, পুরুষ ১২৫২২ জন এবং নারী ১২১৬৯ জন।[1] বাংলাদেশর ১৯৯১ সনের আদমশুমারি অনুসারে বড়বাড়ি ইউনিয়নের জনসংখ্যা ১৮,৫৪৮ জন।[2]
অর্থনীতি
বড়বাড়ি ইউনিয়নে ব্যাপক কৃষি উপযোগী জমি এবং অনুকূল পরিবেশ থাকায় এখানকার কৃষকগণ কৃষিতে যথেষ্ট অবদান রাখছেন। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে অত্র ইউনিয়নটি পর্যাপ্ত উন্নতি সাধন করেছে। সরকারের সাহায্য পেলে ভবিষ্যতে বড়বাড়ি ইউনিয়ন আরো উন্নয়নসহ বিভিন্ন প্রযূক্তিতে এগিয়া যাবে বলে আশা করা যায়।[1]
দর্শনীয় স্থান
বড়বাড়ি ইউনিয়নের দর্শনীয় স্থানের মধ্যে আছে আমনদামন নদী, আধাঁর দীঘি পুকুর, বালিয়াডাঙ্গী শহীদ মিনার।[1]
বহিঃসংযোগ
তথ্যসূত্র
- "এক নজরে বড়বাড়ী ইউনিয়ন"। http://borobariup.thakurgaon.gov.bd। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৫।
|প্রকাশক=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য) - "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ জুলাই ২। অজানা প্যারামিটার
|accessyear=
উপেক্ষা করা হয়েছে (|access-date=
ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন:|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)