বড়থলি ইউনিয়ন
বড়থলি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্তর্গত বিলাইছড়ি উপজেলার একটি ইউনিয়ন।
বড়থলি | |
---|---|
ইউনিয়ন | |
৪নং বড়থলি ইউনিয়ন পরিষদ | |
বড়থলি বড়থলি | |
স্থানাঙ্ক: ২২°১৪′৪৫″ উত্তর ৯২°৩০′৫৮″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | রাঙ্গামাটি জেলা |
উপজেলা | বিলাইছড়ি উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | আতোমং মার্মা |
জনসংখ্যা (২০১৩) | |
• মোট | ২,৯৪৫ |
সাক্ষরতার হার | |
• মোট | ১৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৫৫০ |
জনসংখ্যা
প্রতিষ্ঠাকালীন সময়ের তথ্য অনুযায়ী বড়থলি ইউনিয়নের লোকসংখ্যা ২,৯৪৫ জন।[1]
অবস্থান ও সীমানা
বিলাইছড়ি উপজেলার সর্ব-দক্ষিণে বড়থলি ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে ফারুয়া ইউনিয়ন; দক্ষিণ-পশ্চিমে বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়ন, রোয়াংছড়ি সদর ইউনিয়ন, রুমা উপজেলার পাইন্দু ইউনিয়ন, রুমা সদর ইউনিয়ন, রেমাক্রীপ্রাংসা ইউনিয়ন, থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়ন ও থানচি সদর ইউনিয়ন এবং পূর্বে মায়ানমারের চিন প্রদেশ ও ভারতের মিজোরাম প্রদেশ অবস্থিত।
ইতিহাস
২০১৩ সালের ৪ নভেম্বর বিলাইছড়ি উপজেলাধীন ৩নং ফারুয়া ইউনিয়নে ৮নং ও ৯নং ওয়ার্ড নিয়ে বড়থলি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়।[1]
প্রশাসনিক কাঠামো
বড়থলি ইউনিয়ন বিলাইছড়ি উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বিলাইছড়ি থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৯নং নির্বাচনী এলাকা পার্বত্য রাঙ্গামাটি এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- ওড়াছড়ি
- ধুপপানিছড়া পাড়া
- বড়থলি
শিক্ষা ব্যবস্থা
বড়থলি ইউনিয়নের সাক্ষরতার হার ১৫%। এ ইউনিয়নে ১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
যোগাযোগ ব্যবস্থা
বিলাইছড়ি উপজেলার দুর্গম এলাকা ভারত ও মায়ানমার সীমান্তবর্তী বড়থলি ইউনিয়ন। উপজেলা সদর থেকে এ ইউনিয়নে যোগাযোগের একমাত্র মাধ্যম ইঞ্জিন চালিত নৌকা অথবা পায়ে হেঁটে। এছাড়া বান্দরবান জেলার রুমা উপজেলা থেকেও পায়ে হেঁটে এ ইউনিয়নে আসা যায়।[1]
খাল ও নদী
বড়থলি ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে রাইংখ্যং নদী।
দর্শনীয় স্থান
জনপ্রতিনিধি
- বর্তমান চেয়ারম্যান: আতোমং মার্মা[3]