বড়তারা ইউনিয়ন

বড়তারা ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন[1][2]

বড়তারা
ইউনিয়ন
বড়তারা ইউনিয়ন পরিষদ
বড়তারা
বড়তারা
বাংলাদেশে বড়তারা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৫°১′১৭″ উত্তর ৮৯°৭′৫৪″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাজয়পুরহাট জেলা
উপজেলাক্ষেতলাল উপজেলা 
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

ইতিহাসকালেরস্বাক্ষী বহনকারী ক্ষেতলাল উপজেলার অত্র একটি ঐতিহ্যবাহীঅঞ্চল হলো বড়তারা ইউনিয়ন। বড়তারা  ইউনিয়ন পরিষদটির তিন ধার দিয়ে প্রবাহিত হারাবতি ও তুলসীগঙ্গা নদী । কাল পরিক্রমায় আজ ও বড়তারা  ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায়সমুজ্জ্বল.

বড়তারা ইউনিয়নের ইতিহাস

তৎকালীন বৃটিশ শাসন আমলে আনুমানিক ১৯২০ ইং সনে বগুড়া মহকুমা অর্ন্তগত বড়তারা গ্রাম সহ মোট ১৯ টি মৌজা নিয়ে ও তৎসহ ৩৫টি গ্রাম সমন্বয়ে গঠিত হয় ২ নং বড়তারা এই পঞ্চায়েত ।উক্ত সময়ে ইউনিয়নের নাম ছিল পঞ্চায়েত। পরবর্তি ১৯৫০ইং সনে পাকিস্তান শাসন আমলে পঞ্চায়েত নাম বিলুপ্ত হয়ে তৎকালীন মৌলিক গনতন্ত্রের মাধ্যমে ইউনিয়ন প্রধানকে প্রেসিডেন্ট নামে ভুষিত করা হয়। ১৯২৬ ইং সনে এই ইউনিয়নের উত্তর হাট শহর গ্রামের স্থায়ী বাসিন্দা ক্ষীরদেশ্বর চক্রবর্তি বড়তারা পঞ্চায়েত প্রধান নিযুক্ত হন। পর্যায় ক্রমে পরবর্তিতে পাকিস্তানি শাসন আমলে তৎকালীন মহাতাব উদ্দীন সরদার ইউনিয়ন প্রেসিডেন্ট নির্বাচিত হন।একটানা ৪২ বৎসর প্রেসিডেন্ট পদে অধিষ্টিত থাকার পর তিনি পরলোক গমন করিলে পুত্র গানী মোহাম্মদ সরদার ইউপি চেয়ারম্যান নিযুক্ত হন । তৎপরবর্তি জনাব মোঃ তোজাম্মেল হোসেন মন্ডল ও আঃ বারিক মন্ডর চেয়ারম্যান নিযুক্ত হন। অতঃপর ২০০৩ সনে ইউপি নির্বাচনে জনৈক তোজাম্মেল হোসেন তোতা চেয়ারম্যান নিযুক্ত হইয়া প্রায় একটানা ০৯ বৎসর কার্যক্রম পরিচালনা করিতে থাকাকালে ২০১৩ ইং সালে পরবর্তি নির্বাচনে বর্তমান জনৈক্য মোঃ বোরহান উদ্দীন চেয়ারম্যান নিযুক্ত হন।

বড়তারা ইউনিয়নের নামকরণঃ

১৯২০ ইং সনের বৃটিশ শাসন আমলে তৎকালী এই বড়তারা গ্রামের জমিদার বাস করতেন । তারা ছিলেন দুই ভাই ১। তার বড় ভাইয়ের নাম ছিল শ্রী তারা চন্দ্র বাবু । আর তিনি বড় বলে তার  নামানুসারে বড়তারা গ্রামের নাম রাখা হয় বড়তারা । আর এ গ্রামেই ইনিয়ন প্রতিষ্টিত হওয়ায় এই ইউনিয়নের নাম বড়তারা ইউনিয়ন।এই ইউনিয়নের মধ্যবর্তি ষ্থান দিয়ে বয়ে গেছে হাবারতী নদী যাহা তুলশীগংঙ্গা  নদীতে মিলিত হয়েছে।উক্ত ইউনিয়নের একমাত্র যানবাহন ছিল গরু মহিষের গাড়ি যাহা বর্তমানে বিলুপ্তের হয়ে এখন ইঞ্জিন চালিত যান বাহন অবিচল রয়েছে

যোগাযোগ ব্যবস্থা

যোগাযোগ ব্যবস্থা

ক্ষেতলাল উপজেলা সদর থেকে ইউনিয়ন পরিষদের দুরত্ব  ৮ কি.মি.

উপজলা স্বাস্থ্য কমেপ্লক্স থেকে ভ্যান কিংবা সিএনজি যোগে  ইউনিয়ন পরিষদে আসা যায়।

উপজেলা খেকে  ইউনিয়নে যাতায়াত ব্যবস্থা-

ভ্যান  - ভাড়ার হার - ২০ - ২৫ টাকা। (জনপ্রতি)

লছিমন - ভাড়ার হার ২০- ২৫ টাকা । (জনপ্রতি)

বড়তারা  ইউনিয়ন থেকে বিভিন্ন গ্রামে যাতায়াতের তথ্য-

পাঠান পাড়া  বাজার থেকে বড়তারা  ইউনিয়ন  পর্যন্ত-

ভ্যান  - ভাড়ার হার - ০৮ - ১০ টাকা। (জনপ্রতি)

লছিমন - ভাড়ার হার - ০৮ - ১০ টাকা । (জনপ্রতি)

নিশ্চন্তা  থেকে বড়তারা  ইউনিয়নপর্যন্ত-

ভ্যান া  - ভাড়ার হার - ০৭ - ১০ টাকা। (জনপ্রতি)

লছিমন - ভাড়ার হার -০৫  - ০৮ টাকা । (জনপ্রতি)

ভ্যান  - ভাড়ার হার - ০৫ - ০৮ টাকা। (জনপ্রতি)

প্রশাসনিক এলাকা

ক) নাম – ২নং বড়তারা  ইউনিয়ন পরিষদ।

             ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।

  1. বড়তারাইউননেমোটগ্রামেরসংখ্যা৩৪টি।

১।বড়তারা(Baratara) ২।ছোটতারা(Cototara) ৩।   হোপ(Hop)  ৪।পাঠানপাড়া(Pathanpara) ৫।খড়িকাটা(Khorikata) ৬।খারিতা(Kharita) ৭।কাঁচাকুল(Knachakul)  ৮।নওটিকা(Noutika)  ৯।আমানিপাড়া(Amanipara) ১০।রোয়াইর(Roair) ১১।ঘোড়শাল(Ghorshal) ১২।উঃহাটশহর(U.hatsahar) ১৩।বাঘাপাড়া(Baghapara) ১৪।তারাকুল(Tarakul) ১৫।নিশ্চিন্তা(Nishchinta) ১৬।শিশি(Sisi) ১৭।মাঝিয়াস্তল(Majhiastal) ১৮।জামুহালি(Jamuhali) ১৯।কৃষ্ণনগর(Krisnanagar) ২০।সুত্রাইল(Sutrail) ২১।বুড়াইল(Burail)২২।শালবন(Salbon) ২৩।উঃমহেশপুর(U.moheshpur) ২৪।শালুকডুবি(Salukdubi)  ২৫।ভোলারচরা    (Volarchora) ২৬।সামিরালপাড়া(Samiral para) ২৭।কৃষ্ণনগরমধ্যাপাড়া(Krisnanagar moddha para) ২৮।তিলাবদুল  (Tilabodul) ২৯।কৃষ্ণনগরফকিরপাড়া(Krisnanagar fokirpara) ৩০।ভুতপাড়া(Vutpara) ৩১।তাউসারা(Taushara) ৩২।নওপাড়া(Noupara) ৩৩। বাঁশ থুপি (Bnashthupi) ৩৪।ধাতালি পুর (Dhatalipur)

ক্রীড়া সংগঠন

১। নিশ্চিন্তা অনির্বাণ ক্লাব

২।  তারাকুল তরুন ক্লাব।

আয়তন ও জনসংখ্যা

গ্রাম ভিত্তিক লোকসংখ্যা

২নং বড়তারা ইউনিয়ন পরিষদ এর গ্রাম ও লোকসংখ্যা

গ্রামের নাম জনসংখ্যা গ্রামের নাম জনসংখ্যা
১। বড়তারা ১৮০০  জন ১৮। নিশ্চিন্ত া ১৫০০ জন
২। খাঁড়িতা ৬০০জন ১৯। শিশি ৫৮০ জন
৩। খড়িকাটা ৫৭৫ জন ২০। মাঝিয়াস্থল ১০০০ জন
৪। পাঠানপাড়া ৭০০ জন ২১। জামুহালী ৫০০ জন
৫। কাঁচাকুল ৫৬০জন ২২। সুতরাইল ৩৪০ জন
৬৷ হোপ ২০০০ জন ২৩। শালবন ১২০০ জন
৭৷ তাউসারা ৫৮২ জন ২৪। শালুকডুবী ৮০০ জন
৮৷ নউতিকা ১০৩২ জন ২৫। ঘোড়শাল   ৪২১ জন
৯৷ রোয়াইর ৮০০ জন ২৬। বুড়াইল ১২৬০ জন
১০। আমানিপাড়া ৪৫০ জন ২৭। কেসুরতা ৭০০ জন
১১। নওপাড়া ২০০ জন ২৮। সামিরাল পাড়া   ৪২০ জন
১২। ভুতপাড়া ৩৮০ জন ২৯। উঃমহেশপুর   ৫০০ জন
১৩।ছোটতারা     ৭০০ জন ৩০। ভোলার চরা   ৪০০ জন
১৪। উত্তরহাট শহর ৭০০ জন ৩১। সরকার পাড়া ৪৭৫ জন
১৫। বাঘাপাড়া ৫৭৬ জন ৩২। তিলাবদুল ২০৬০ জন
১৬। তারাকুল ১৩০০ জন ৩৩। কৃষ্ণনগর ৮০০ জন
১৭। ফকিরপাড়া ৭০০ জন ৩৪। বাঁশথুপি ৪৬০ জন
৩৫। ধাতালি পুর ৪৭৫ জন

সর্ব মোট  জনসংখা  = ২৭,৪২৬ জন প্রায় ।

শিক্ষা

শিক্ষার হার :

শিক্ষা প্রতিষ্ঠান

শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা

  • অন্যান্য (০)
  • কলেজ (০)
  • কারিগরী (০)
  • নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (১)
  • প্রাথমিক বিদ্যালয় (৯)
  • বিশ্ববিদ্যালয় (০)
  • ভোকেশনাল (০)
  • মাদ্রাসা (৪)
  • মাধ্যমিক বিদ্যালয় (৬)
  • মেডিকেল কলেজ (০)

দর্শনীয় স্থান

দর্শনীয় স্থান

ক্রমিক নাম কীভাবে যাওয়া যায় অবস্থান
দরগা পুকুর বাস,ভ্যান রিক্সা ,সি,এন,জি, যোগে দরগা পুকুর স্থানটি তে যাতায়াত করা যায়।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

Md.Abdul Momen mondol.

Member of central national comity (Bangladesh Awami League )

Add- Tarakul,Baratara Khetlal Joypurhat.

জনপ্রতিনিধি

পূর্বতন চেয়ারম্যানবৃন্দ

বড়তারা ইউপি কার্যালয়

ক্ষেতলাল/জয়পুরহাট।

                                          ১৯৭৩খ্রিঃ হতে অদ্যাবধি পর্যন্ত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং সদস্যগণের নামের তালিকা।

কার্য্যকাল ১৯৭৩-১৯৭৮খ্রিঃ

ক্রঃ নং নাম পিতা/স্বামীর নাম গ্রাম পদবী ইউনিয়ন মমত্মব্য
০১. মোঃ তোজাম্মেল হোসেন মৃত রইচ উদ্দীন ছোটতারা চেয়ারম্যান বড়তারা
০২. মোঃ আঃ মজিদ আবু সাইদ বাঘাপাড়া ভাইস চেয়ারম্যান বড়তারা
০৩. মোঃ জহুরুল হক পরশউলস্নাহ হোপ সদস্য বড়তারা
০৪. মোঃ ইব্রাহিম করমতুলস্নাহ কাচাকুল সদস্য বড়তারা
০৫. মোঃ ফইমদ্দিন পচা মিয়া কাচাকুল সদস্য বড়তারা
০৬. মোঃ ছাইদ উদ্দিন এশারত উত্তর হাটশহর সদস্য বড়তারা
০৭. মোঃ আব্দুল ছমির উদ্দিন সুতরাইল সদস্য বড়তারা
০৮. মোঃ শরিফ বুড়াইল সদস্য বড়তারা
০৯. মোঃ মোজাহার আলীমদ্দিন মাজিয়াস্থল সদস্য বড়তারা
১০. মোঃ ছলেমান জহীর উদ্দিন তিলাবুদুল সদস্য বড়তারা
১১. মোছাঃ জাহানারা নুরম্নজ্জামান তেলাবুদুল সদস্য বড়তারা
১২. মোছাঃ জীবন নেছা সিরাজ উদ্দিন বাঘাপাড়া সদস্য বড়তারা
১৩. মোছাঃ জাহানারা আঃ গফুর খড়িকাটা সদস্য বড়তারা
                                          কার্য্যকাল ১৯৭৯-১৯৮৩ খ্রিঃ
ক্রঃ নং নাম পিতা/স্বামীর নাম গ্রাম পদবী ইউনিয়ন মমত্মব্য
০১. মোহাম্মদ আলী মোহাতাব আলী শালবন চেয়ারম্যান বড়তারা
০২. জহুরম্নল হক পরশতুলস্নাহ হোপ সদস্য বড়তারা
০৩. খলিলুর রহমান দবির উদ্দিন উত্তর হাটশহর সদস্য বড়তারা
০৪. আক্কাছ আলী বড়তারা সদস্য বড়তারা
০৫. চানমিয়া সরদার তুমিজ উদ্দিন শালবন সদস্য বড়তারা
০৬. বছির উদ্দিন অছির উদ্দিন ধাতালীপুর সদস্য বড়তারা
০৭. জীতেন্দ্রনাথ শাহানা বিনদ শাহানা ছোটতারা সদস্য বড়তারা
০৮. রশিদ মন্ডল ছমির বটতলী সদস্য বড়তারা
০৯. আঃ রাজ্জাক কায়মুদ্দিন শালবন সদস্য বড়তারা
১০. ছোলেমান আলী জহির উদ্দিন তিলাবুদুল সদস্য বড়তারা
১১. জহুরা খাতুন জং তাজুল ইসলাম নিশ্চিন্তা সদস্য বড়তারা
১২. হাসনা বানু আহসান শালবন সদস্য বড়তারা
১৩. সদস্য বড়তারা

পেশাজীবি সংগঠন

০১. নিজেরা করি ভুমিহীন সংগঠন

০২. নিশ্চিন্তা পল্লী সমবায় সমিতি

০৩. শিশি যুব উন্নয়ন সমিতি

০৪. তারাকুল কৃষক সমিতি

খাল ও নদী

জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলাধীন বড়তারা ইউনিয়ন। এই বড়তারা ইউনিয়নের পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে হারাবতী নদী

তথ্যসূত্র

  1. "বড়তারা ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৩০ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০২০
  2. "ক্ষেতলাল উপজেলা"বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। ২১ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০২০

Mehanaz Kabir Bappy.(Tarakul, khetlal, Joypurhat.)

Mehanazbappy47@gmail.com.

Phone-01776218075.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.