বড়চাপা ইউনিয়ন
বড়চাপা ইউনিয়ন বাংলাদেশের নরসিংদী জেলার মনোহরদী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[1]
বড়চাপা ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
বড়চাপা ইউনিয়ন | |
ডাকনাম: বড়চাপা | |
বড়চাপা ইউনিয়ন বড়চাপা ইউনিয়ন | |
স্থানাঙ্ক: ২৪°১১′১১″ উত্তর ৯০°৩৮′২২″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | নরসিংদী জেলা |
উপজেলা | মনোহরদী উপজেলা |
গনতন্ত্র | নরসিংদী ০৪ |
সরকার | |
• চেয়ারম্যান | এম সুলতান উদ্দিন |
আয়তন | |
• মোট | ২০ বর্গকিমি (৮ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৪,৩৭২ |
• জনঘনত্ব | ২২০/বর্গকিমি (৫৭০/বর্গমাইল) |
সাক্ষরতার হার৭৯% | |
• মোট | ৭৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ১৬৫২ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
অবস্থান
পশ্চিমে চালাকচর ইউনিয়ন উওরে কৃষ্টপুর ইউনিয়ন দক্ষিনে কাচিঁকাটা ইউনিয়ন ও পূর্বে বেলাব উপজেলা অবস্থিত আড়িয়াল খাঁ নদী ঘেসে বাড়চাপা ইউনিয়ন অবস্থিত
প্রশাসনিক অঞ্চল
তারকান্দি
বীরমাইজদিয়া
নোয়ানগর
উরুলিয়া
বড়চাপা
নামাপাড়া
পাইকান
জামালপুর
ভাষা ও সংস্কৃতি
বাংলা ও আন্চলিক
খাল ও নদী
আড়িল খাঁ নদী
ব্রহ্মপুত্র নদ
ঘনককুড়িঁ বিল
যোগাযোগব্যবস্থা
চালাকচর বাজার হতে সরাসারি বড়াচাপা ভায়া বেলাবো উপজেলা পর্যন্ত পাকা রাস্তা
শিক্ষা প্রতিষ্ঠান
বড়চাপা আদর্শ ইউনিয়ন ডিগ্রি কলেজ
বড়চাপা মহাবিদ্যালয়
বড়চাপা বহুমূখী উচ্চ বিদ্যালয়
বড়চাপা বালিকা উচ্চ বিদ্যালয়
জামালপুর আদর্শ উচ্চ বিদ্যালয়
দর্শনীয় স্থান
পাইকান শেখ রাসেল সেতু
বাসমান রেস্তুরা
নৌ পথে ভ্রমনের সুবিধা-
অর্থনীতি
এই একলাকা প্রধান অর্থনীতি হচ্ছে ধান,পাট,কলা,মৎস চাষ,পল্টি খামার,ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা ,ইটের বাটা এছারা কয়েকটি হাট বাজার রয়েছে তারাকান্দী বাজার,উরুলিয়া,বড়চাপা,পাইকান,জামালপুর গাবতলী বাজার
কৃতী ব্যক্তিবর্গ
সিরাজ দেওয়ান(তিনি বাংলাদেশের উচ্চ পর্যায়ে ধনী ব্যক্তি ছিলেন)
তথ্যসূত্র
- "মনোহরদী উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৭।