বড়কান্দা ইউনিয়ন

বড়কান্দা বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত মেঘনা উপজেলার একটি ইউনিয়ন

বড়কান্দা
ইউনিয়ন
বড়কান্দা ৫নং বড়কান্দা ইউনিয়ন পরিষদ
বড়কান্দা
বড়কান্দা
বাংলাদেশে বড়কান্দা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৩৭′৪৮″ উত্তর ৯০°৪১′৯″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
উপজেলামেঘনা উপজেলা 
সরকার
  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানমো: ফারুক হোসেন রিপন (স্বতন্ত্র)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৫১৬

অবস্থান ও সীমানা

মেঘনা উপজেলার পশ্চিমাংশে বড়কান্দা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে ভাওরখোলা ইউনিয়ন; পূর্বে গোবিন্দপুর ইউনিয়নমানিকারচর ইউনিয়ন; উত্তরে চন্দনপুর ইউনিয়ন এবং পশ্চিমে মেঘনা নদী, চালিভাঙ্গা ইউনিয়নমুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

বড়কান্দা ইউনিয়ন মেঘনা উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মেঘনা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৯নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা

এই এলাকায় একটি কলেজ, একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বহু মাদ্রাসা এবং অনেক সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

একমাত্র কলেজের নাম মোজাফফর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ । একমাত্র মাধ্যমিক বিদ্যালয় এর নাম মুজাফফর আলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়

জনপ্রতিনিধি

মোঃ ফারুক হোসেন রিপন বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

এই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন ১। মোঃ সুরুজ মিয়া তালুকদার a ২। মোঃ জাহের আলী ৩। হাজী সফর আলী মাস্টার ৪। ফজলুর রহমান ৫। মোঃ ফজলুল হক ৬। আঃ মজিদ মিয়া ৭। হাজী ফারুক সরকার আববাসী ৮। মো: মাজারুল হক।

আরও দেখুন

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.