বড়আলমপুর ইউনিয়ন
বড়আলমপুর ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। ইউনিয়নটির পুরো নাম ৭নং বড়আলমপুর ইউনিয়ন।
বড়আলমপুর | |
---|---|
ইউনিয়ন | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | রংপুর জেলা |
উপজেলা | পীরগঞ্জ উপজেলা, রংপুর |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক এলাকা
বড়আলমপুর ইউনিয়নের অধীনে মোট ২০টি গ্রাম আছে।[1]।
- বাশঁপুকুরিয়া
- পত্নীচড়া
- শ্যামদাসের পাড়া
- আকুবের পাড়া
- গাজীখা
- রাজারামপুর
- ফতেপুর ফকিরা
- বড় উমরপুর
- বড় আলমপুর
- হিজলগাড়ী
- পাটগ্রাম
- খষ্ট্রি
- ছোট উজিরপুর
- কৈগাড়ী
- হোসেনপুর
- ধর্মদাসপুর
- তাতারপুর
- শিমুলবাড়ী
- রামনাথপুর
- ছোট রসুলপুর
জনসংখ্যার উপাত্ত
বড়আলমপুর ইউনিয়নের মোট লোক সংখ্যা: ২২.৬৭৯ জন। পুরুষ: ১১৬৮৫ জন, মহিলা: ১০৯৯৪ জন।[1]।
শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা
ইউনিয়নটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা নিম্নরূপ— [2]।
- শিক্ষার হারঃ ৩৮%
- প্রাথমিক বিদ্যালয় : ১৪টি
- সরকারী ৮টি
- বেসরকারী ৬টি
- উচ্চ বিদ্যালয় : ২টি
- নিম্ন মাধ্যমিক : ৪টি
- কলেজ : নাই
- মাদ্রাসার সংখ্যাঃ ৭টি
- ভকেশনাল : ১টি
তথ্যসূত্র
- "http://boroalampurup.rangpur.gov.bd গ্রাম ও লোক সংখ্যা"। ২৪ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৭।
|title=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য) - "http://boroalampurup.rangpur.gov.bd এক নজরে বড় আলমপুর ইউনিয়ন"। ২৬ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৭।
|title=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য) - http://boroalampurup.rangpur.gov.bd দর্শনীয় স্থান
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.