বছর

এক বছর বলতে সূর্যকে ঘিরে কক্ষপথে পৃথিবী ঘোরার সময় একই ঘটনা দুইবার ঘটার মধ্যে সময়ের ব্যবধানকে বোঝায়। যেকোন গ্রহের ক্ষেত্রেই এই সংজ্ঞা প্রযোজ্য। যেমন - মাঙ্গলিক বছর বলতে মঙ্গল গ্রহের জন্য এক বছরকে বোঝায়।

একবছর দিনের নির্দিষ্ট সময়ে সূর্যের অবস্থান বদল ইলাস্ট্রেশন

প্রতীক

এসআই উপসর্গ গুণক

Ka বা কিলোবর্ষ (kiloannus জন্য), এক হাজার (১০) বছর সমান সময়ের একটি একক

Ma বা মেগাবর্ষ (megaannus-এর জন্য), দশ লক্ষ (১০) বছর সমান সময়ের একটি একক।

Ga বা গিগাবর্ষ (gigaannus-এর জন্য), একশো কোটি (১০) বছর সমান সময়ের একটি একক।

Ta বা টেরাবর্ষ (teraannus-এর জন্য), এক লক্ষ কোটি (১০১২) বছর সমান সময়ের একটি একক।

Pa বা পিটাবর্ষ (petaannus-এর জন্য), দশ কোটি কোটি (১০১৫) বছর সমান সময়ের একটি একক।

Ea বা এক্সাবর্ষ (exaannus-এর জন্য), দশ হাজার কোটি কোটি (১০১৮) বছর সমান সময়ের একটি একক।

প্রতীকসমূহ y এবং yr

এসআই সংক্ষেপ নয়এসআই-পূর্বনির্ধারিত সমতুল্যমাত্রার ক্রম
kyrka
  • হাজার বছর
myrMa
  • মিলিয়ন বছর
byrGa
  • বিলিয়ন বছর (হাজার মিলিয়ন বছর)
kya বা tya"ka ago"
  • হোমো স্যাপিয়েন্সের আবির্ভাব, আনু.২০০ kya
  • Out-of-Africa migration, আনু.৬০ kya
  • সর্বশেষ বরফতুল্য সর্বোচ্চ, আনু.২০ kya
  • নিওলিথিক বিপ্লব, আনু.১০ kya
mya"Ma ago"
  • প্যালিওলিথিক, ৫.৩ থেকে ২.৬ mya
    • সর্বশেষ ভূচৌম্বকীয় বিপরীতমুখী ছিল ০.৭৮ mya[1]
    • (Eemian Stage) বরফ যুগ শুরু হয়েছে ০.১৩ mya
  • হলোসিন শুরু হয়েছে ০.০১ mya
bya বা gya"Ga ago"

তথ্যসূত্র

  1. Bradford M. Clement (এপ্রিল ৮, ২০০৪)। "Dependence of the duration of geomagnetic polarity reversals on site latitude"। Nature428 (6983): 637–40। ডিওআই:10.1038/nature02459পিএমআইডি 15071591বিবকোড:2004Natur.428..637C
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.