বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল
বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল ( বিবিএমএইচ ) বাংলাদেশের চট্টগ্রামের বৃহত্তম বেসরকারী হাসপাতাল। হাসপাতালে ২২০ টি শয্যা এবং ১৫ টি ওয়ার্ড আছে। হাসপাতালটি প্রতিদিন ৭০০ থেকে ১,০০০ জন রোগীর সেবা দেয়। যার প্রায় তিন চতুর্থাংশ হাসপাতালের বহির্বিভাগের রোগী। ডাঃ পাখতুন ২০১৮-১২-১৭ তারিখে এই হাসপাতালে ইন্টার্নশিপ শুরু করেছিলেন।[1]
বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল | |
---|---|
![]() | |
![]() বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল ও ইউএসটিসি-এর প্রবেশপথ | |
![]() | |
ভৌগোলিক অবস্থান | |
অবস্থান | চট্টগ্রাম, বাংলাদেশ |
স্থানাঙ্ক | ২২.৩৬১৪০০° উত্তর ৯১.৭৯৭৪০০° পূর্ব |
সংস্থা | |
ধরন | বেসরকারি |
ইতিহাস |
হাসপাতালটি দেশের ২৩ টি "রেফারাল" হাসপাতালগুলোর মধ্যে একটি। রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক এবং উন্নত স্বাস্থ্যসেবার প্রয়োজন হলে অন্যান্য হাসপাতালগুলো সাধারণত "রেফারাল" হাসপাতালে পাঠান।[2][3]
ইতিহাস
১৯৯৪ সালে চট্টগ্রামের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি(ইউএসটিসি) ক্যাম্পাসে হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়েছিল।[4] এটি (ইউএসটিসি) বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত মেডিকেল স্কুলের ফলিত স্বাস্থ্য বিজ্ঞান ইনস্টিটিউট (আইএএইচএস) নামে শিক্ষা প্রদানকারী হাসপাতাল হিশেবে যাত্রা শুরু হয়েছিল।[5][6]
সমালোচনা
২০১২ সালে পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে, হাসপাতালটি অপরিশোধিত মেডিকেল বর্জ্য কখনও কখনও পুড়িয়ে দেয় বা সাধারণ বর্জ্যের সাথে মিশ্রিত করে নিকটবর্তী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডাস্টবিনগুলিতে ফেলে দেয়[1]
২০১৩ সালে পরিবেশ অধিদফতর তরল বর্জ্য দ্বারা পরিবেশকে দূষিত করার জন্য এই হাসপাতালকে ৪,৫৫০,০০০ টাকা (৫৫,৭০০ মার্কিন ডলার) জরিমানা করেছিল। [4]
২০১৪ সালে বেতন, কাজের নিয়ম এবং অব্যবস্থাপনা জন্য শিক্ষক, চিকিৎসক এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মচারীরা প্রতিবাদস্বরূপ তিন মাস ধরে প্রতিদিন চার ঘণ্টা হাসপাতালের সমস্ত পরিষেবা (জরুরি সেবা ব্যতীত) স্থগিত করতে বাধ্য হয়েছিল।[7][8]
তথ্যসূত্র
- Alam, Ohidul; Hossain, Mosharraf Mosharraf (১০–১২ ফেব্রুয়ারি ২০১৩)। A Comparative Study on the Differences between Public and Private Healthcare Entities in Healthcare Waste Management in Chittagong, Bangladesh। পৃষ্ঠা 1–9। আইএসবিএন 978-984-33-7045-7। এসএসআরএন 2746570
।
- "Referral hospitals to go under NBR scanner"। The Independent। Dhaka। UNB। ১ আগস্ট ২০১৫। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৭।
- Mala, Doulot Akter (১০ জুলাই ২০১৬)। "NBR scraps duty-free import facility for referral hospitals"। The Financial Express। Dhaka। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৭।
- "USTC hospital fined Tk 45 lakh for pollution"। The Daily Star। ২৫ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৭।
- Tusher, Hasan Jahid (২৭ এপ্রিল ২০০৫)। "An institute with a vision: USTC produces good professionals"। The Daily Star। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৭।
- "List of Recognized medical and dental colleges"। Bangladesh Medical & Dental Council।
- "Deadlock at USTC yet to be solved on 4th day"। The New Nation। ২২ মে ২০১৪। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৭।
- "USTC deadlock continues"। The New Nation। ১৯ জুলাই ২০১৪।