বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ১৯৫৪ সালের নির্মিত[1] ঢাকায় অবস্থিত বাংলাদেশের জাতীয় ও প্রধান স্টেডিয়াম। ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল এলাকায় এটির অবস্থান। স্টেডিয়ামটি আগে এবং এখনও ১ নম্বর জাতীয় স্টেডিয়াম নামে পরিচিত । নাম পরিবর্তন করে বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের সম্মানে এটির নামে বঙ্গবন্ধু যোগ করা হয়। স্টেডিয়ামটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত স্থান।[2]
পূর্ণ নাম | বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম |
---|---|
প্রাক্তন নাম | ১ নম্বর জাতীয় স্টেডিয়াম ঢাকা স্টেডিয়াম |
মালিক | জাতীয় ক্রীড়া পরিষদ |
ধারণক্ষমতা | ৩৬০০০ |
নির্মাণ | |
নির্মাণাধীন | ১৯৫৪ খ্রিস্টাব্দ |
আগে স্টেডিয়ামে সব ধরনের খেলাই অনুষ্ঠিত হত। কিন্তু বর্তমানে স্টেডিয়ামটিকে কেবল ফুটবল মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর ধারনক্ষমতা প্রায় ৩৬,০০০। ২০০৫ সালের ১লা মার্চ পর্যন্ত স্টেডিয়ামটি বাংলাদেশ ক্রিকেট দলের নিজস্ব মাঠ হিসেবে ব্যবহৃত হত।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম বিশ্বের একমাত্র স্টেডিয়াম যেটিতে দুটি ভিন্ন দেশের উদ্বোধনী টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দুটি খেলাতেই প্রতিপক্ষ ছিল ভারত। প্রথম খেলায় ১৯৫৪-৫৫ সালে তৎকালীন অবিভক্ত পাকিস্তান দল ভারতের বিপক্ষে টেস্ট খেলার মাধ্যমে টেস্ট অঙ্গনে যাত্রা শুরু করে। ১৯৭১ সালে এ মাঠেই ‘ইন্টারন্যাশনাল ইলেভেন’-এর বিপক্ষে ‘পাকিস্তান বোর্ড একাদশ’-এর হয়ে খেলতে নেমেছিলেন রকিবুল হাসান, ‘জয় বাংলা’ স্টিকারযুক্ত ক্রিকেট ব্যাট নিয়ে। স্বাধীনতার আগে সে ম্যাচই হয়ে ছিল তখনকার ঢাকা স্টেডিয়ামে শেষ স্বীকৃত ম্যাচ।[3] এর ৪৬ বছর পর ২৬ জুন, ২০০০ তারিখে, বাংলাদেশ টেস্ট মর্যাদা পাওয়ার পর প্রথম টেস্ট খেলায় ভারতের মোকাবিলা করে।[4] ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এই স্টেডিয়াম ও সংলগ্ন জাতীয় হকি স্টেডিয়ামের আশেপাশের এলাকায় এত বেশি লোকসমাগম হয় যে একে স্টেডিয়াম হিসেবে চেনা মুশকিল হয়ে পড়ে। এর একটি মূল কারণ স্টেডিয়ামের নিচ তলাকে ইলেকট্রনিক পণ্যের মার্কেট হিসেবে ব্যবহৃত হচ্ছে। ঢাকার অদূরে একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কারণে ২০০৪-০৫ মৌসুমে মাঠটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে বরাদ্দ দেয়া হয়।
তথ্যসূত্র
- "৬০ পেরোলো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম"। www.jugantor.com। ২০১৯-০৮-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০১।
- ইকবাল, নাইর (২০২১-১২-১৬)। "বাংলাদেশের জন্ম–ইতিহাসের সঙ্গে জড়িয়ে যে মাঠ"। প্রথম আলো। ২০২১-১২-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৯।
- বিন আনোয়ার, সাইফুল্লাহ (২৫ মে, ২০২০)। "নো কান্ট্রি ফর ওল্ড গ্রাউন্ডস"। www.pavilion.com.bd। ২৯ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - "A brief history ..."। Cricinfo। ২০১৯-০১-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৫-০২।
বহিঃসংযোগ
- BNS at BanglaFootball.net
- সাবেক ক্রিকেটে স্টেডিয়াম নিয়ে প্যাভিলিয়নের প্রবন্ধ নো কান্ট্রি ফর ওল্ড গ্রাউন্ডস
- Details