বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২

বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পরিচালিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির একটি। বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ রাজশাহী বিভাগের বগুড়া জেলায় ০৫টি জোনাল অফিস, ০২টি এরিয়া অফিস এবং ১৩টি অভিযোগ কেন্দ্রের[2] মাধ্যমে বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ নিবন্ধিত হয় ১৩ ফেব্রুয়ারি, ২০১৬ সালে এবং বানিজ্যিকভাবে বিদ্যুতায়িত হয় ২৩ সেপ্টেম্বর, ১৯৮৬ সালে।

বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২
বগুড়া পবিস-২
প্রাতিষ্ঠানিক লোগো
নীতিবাক্যগ্রাম পর্যায়ে বিদ্যুৎ পৌঁছানো এবং উন্নয়ন
গঠিত১৩ ফেব্রুয়ারি ২০১৬ (2016-02-13)
ধরনসরকারি
আইনি অবস্থাসক্রিয়
পেশাগত উপাধি
পল্লী বিদ্যুৎ সমিতি
সদরদপ্তরহেলেঞ্চাপাড়া, বগুড়া
যে অঞ্চলে
বগুড়া জেলা
পরিষেবাবিদ্যুৎ
দাপ্তরিক ভাষা
বাংলাইংরেজি
জেনারেল ম্যানেজার
মোঃ আমজাদ হোসেন[1]
অনুমোদনবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
ওয়েবসাইটpbs2.bogra.gov.bd

ইতিহাস

বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর যাত্রা শুরু হয় ২০১৬ সালে। এ সমিতি-২র অধীনে ০৬টি উপজেলা, ৫৭টি ইউনিয়ন ও ১১৩১টি গ্রাম রয়েছে। এর সদর দপ্তর বগুড়া জেলার হেলেঞ্চাপাড়ায় অবস্থিত।

জোনাল অফিসসমূহ

এ পল্লী বিদ্যুৎ সমিতি-২র অধীনে থাকা জোনাল অফিসগুলো হচ্ছে:

  • গাবতলী জোনাল অফিস[3]
  • শেরপুর জোনাল অফিস[4]
  • ধুনট জোনাল অফিস[5]
  • সারিয়াকান্দি জোনাল অফিস[6]
  • সোনাতলা জোনাল অফিস[7]

এরিয়া অফিস

  • মাঝিরা এরিয়া অফিস
  • ছনকা এরিয়া অফিস

গ্রাহক সংখ্যা

বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর প্রায় চার লক্ষের কাছাকাছি আবাসিক গ্রাহক রয়েছে।

অন্যান্য তথ্য

  • মোট আয়তন: ১৩৫৩ বর্গ কিলোমিটার
  • সিস্টেম লস: ১৬.৫৫% (জুন, ২০২২ পর্যন্ত)
  • উপকেন্দ্রের সংখ্যা: ১৩টি
  • মোট নির্মিত লাইন: ৬০৬৩.৫৭২ কিলোমিটার

তথ্যসূত্র

  1. "অফিস প্রধান, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২"pbs2.bogra.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৭
  2. "একনজরে, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২" (পিডিএফ)pbs2.bogra.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৭
  3. "গাবতলী উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.gabtali.bogra.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৭
  4. "শেরপুর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.sherpur.bogra.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৭
  5. "ধুনট উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.dhunot.bogra.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩১
  6. "সারিয়াকান্দি উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.shariakandi.bogra.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৭
  7. "সোনাতলা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.sonatala.bogra.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.