বগুড়া-৫

বগুড়া-৫ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি বগুড়া জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৪০নং আসন।

বগুড়া-৫
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাবগুড়া জেলা
বিভাগরাজশাহী বিভাগ
মোট ভোটার৪,৭৫,৫৪৭ (২০১৮)[1]
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩
দলবাংলাদেশ আওয়ামী লীগ
বর্তমান সাংসদহাবিবর রহমান

সীমানা

বগুড়া-৫ আসনটি বগুড়া জেলার শেরপুর উপজেলাধুনট উপজেলা নিয়ে গঠিত।[2]

নির্বাচিত সাংসদ

নির্বাচনসদস্যদল
১৯৭৩ মোস্তাফিজুর রহমান পটল বাংলাদেশ আওয়ামী লীগ[3]
১৯৭৯ সিরাজুল হক তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল[4]
সীমানা পরিবর্তন
১৯৮৬ ফেরদৌস জামান মুকুল বাংলাদেশ আওয়ামী লীগ[5]
১৯৮৮ শাহজাহান আলী তালুকদার জাতীয় পার্টি[6]
১৯৯১ জিএম সিরাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফেব্রুয়ারি ১৯৯৬ জিএম সিরাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ জিএম সিরাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০১ জিএম সিরাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ হাবিবর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ হাবিবর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ হাবিবর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

২০১০-এর দশকে নির্বাচন

বিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে হাবিবুর রহমান হাবিব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[7]

২০০০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০০৮: বগুড়া-৫[8][9]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ হাবিবুর রহমান হাবিব ১,৭১,১৭৭ ৫২.১ +৩৪.২
বিএনপি জানে আলম খোকা ১,৫৫,৩২৫ ৪৭.২ -৮.৩
ইসলামী আন্দোলন মো. মকবুল হোসেন ১,২৩৫ ০.৪ প্র/না
বিকল্পধারা মাহবুব আলী ৫১০ ০.২ প্র/না
বাসদ রঞ্জন কুমার দে ৩৯৯ ০.১ প্র/না
জাসদ এস. এম. ফেরদৌস আলম ১১৬ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১৫,৮৫২ ৪.৮ -২৪.৭
ভোটার উপস্থিতি ৩,২৮,৭৬২ ৯১.৬ +১৪.০
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: বগুড়া-৫[10]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি গোলাম মাওলা সিরাজ ১,৫৮,৮৪২ ৫৫.৫ +৫.৩
স্বতন্ত্র ফেরদৌস জামান মুকুল ৭৪,২৫০ ২৫.৯ প্র/না
আওয়ামী লীগ মজিবর রহমান মঞ্জু ৫১,১১৬ ১৭.৯ -২০.৬
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট হাবিবুর রহমান ৯৯৩ ০.৩ প্র/না
স্বতন্ত্র আব্দুর রশিদ মিয়া ৬০৩ ০.২ প্র/না
স্বতন্ত্র মো. বেলায়েত হোসেন ৩৪৯ ০.১ প্র/না
স্বতন্ত্র মো. শাহ তাজুল ইসলাম ১২৫ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৮৪,৫৯২ ২৯.৫ +১৭.৮
ভোটার উপস্থিতি ২,৮৬,২৭৮ ৭৭.৬ -৩.২
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: বগুড়া-৫[10]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি গোলাম মাওলা সিরাজ ১,১৪,৮৪৩ ৫০.২ +১০.৩
আওয়ামী লীগ ফেরদৌস জামান মুকুল ৮৮,০৫৯ ৩৮.৫ +১.৯
জামায়াতে ইসলামী মো. মঞ্জুরুল হক সরকার ২৩,৫৪২ ১০.৩ -১২.৯
জাতীয় পার্টি এস. এম. ফেরদৌস আলম ৭৭৮ ০.৩ প্র/না
ইসলামী ঐক্য জোট মো. আবু তাহের ৭২২ ০.৩ প্র/না
ওয়ার্কার্স পার্টি মো. মোজাহার আলী প্রাং ৪৭৯ ০.২ প্র/না
জাকের পার্টি মো. আব্দুল হাকিম ৪৫৬ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২৬,৭৮৪ ১১.৭ +৮.৪
ভোটার উপস্থিতি ২,২৮,৮৭৯ ৮০.৮ +১৮.৭
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: বগুড়া-৫[10]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি গোলাম মাওলা সিরাজ ৬৯,৩৮৮ ৩৯.৯
আওয়ামী লীগ ফেরদৌস জামান মুকুল ৬৩,৫৬৪ ৩৬.৬
জামায়াতে ইসলামী মোঃ শহীদুর রহমান ৪০,৩৮৬ ২৩.২
জাসদ (রব) এস. এম. ফেরদৌস আলম ৫২৩ ০.৩
সংখ্যাগরিষ্ঠতা ৫,৮২৪ ৩.৩
ভোটার উপস্থিতি ১,৭৩,৮৬১ ৬২.১
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে

তথ্যসূত্র

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  3. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮
  4. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  5. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  6. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  7. যাকারিয়া, মোহাম্মদ (১৪ ডিসেম্বর ২০১৩)। "The number now goes up to 151"ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৮
  8. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  9. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  10. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২০০৮-১২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮

বহিঃসংযোগ


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.