বগুড়া-৫
বগুড়া-৫ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি বগুড়া জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৪০নং আসন।
বগুড়া-৫ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | বগুড়া জেলা |
বিভাগ | রাজশাহী বিভাগ |
মোট ভোটার | ৪,৭৫,৫৪৭ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | হাবিবর রহমান |
সীমানা
বগুড়া-৫ আসনটি বগুড়া জেলার শেরপুর উপজেলা ও ধুনট উপজেলা নিয়ে গঠিত।[2]
নির্বাচিত সাংসদ
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
বিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে হাবিবুর রহমান হাবিব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[7]
২০০০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৮: বগুড়া-৫[8][9] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | হাবিবুর রহমান হাবিব | ১,৭১,১৭৭ | ৫২.১ | +৩৪.২ | ||
বিএনপি | জানে আলম খোকা | ১,৫৫,৩২৫ | ৪৭.২ | -৮.৩ | ||
ইসলামী আন্দোলন | মো. মকবুল হোসেন | ১,২৩৫ | ০.৪ | প্র/না | ||
বিকল্পধারা | মাহবুব আলী | ৫১০ | ০.২ | প্র/না | ||
বাসদ | রঞ্জন কুমার দে | ৩৯৯ | ০.১ | প্র/না | ||
জাসদ | এস. এম. ফেরদৌস আলম | ১১৬ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৫,৮৫২ | ৪.৮ | -২৪.৭ | |||
ভোটার উপস্থিতি | ৩,২৮,৭৬২ | ৯১.৬ | +১৪.০ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ২০০১: বগুড়া-৫[10] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | গোলাম মাওলা সিরাজ | ১,৫৮,৮৪২ | ৫৫.৫ | +৫.৩ | |
স্বতন্ত্র | ফেরদৌস জামান মুকুল | ৭৪,২৫০ | ২৫.৯ | প্র/না | |
আওয়ামী লীগ | মজিবর রহমান মঞ্জু | ৫১,১১৬ | ১৭.৯ | -২০.৬ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | হাবিবুর রহমান | ৯৯৩ | ০.৩ | প্র/না | |
স্বতন্ত্র | আব্দুর রশিদ মিয়া | ৬০৩ | ০.২ | প্র/না | |
স্বতন্ত্র | মো. বেলায়েত হোসেন | ৩৪৯ | ০.১ | প্র/না | |
স্বতন্ত্র | মো. শাহ তাজুল ইসলাম | ১২৫ | ০.০ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৮৪,৫৯২ | ২৯.৫ | +১৭.৮ | ||
ভোটার উপস্থিতি | ২,৮৬,২৭৮ | ৭৭.৬ | -৩.২ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
১৯৯০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: বগুড়া-৫[10] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | গোলাম মাওলা সিরাজ | ১,১৪,৮৪৩ | ৫০.২ | +১০.৩ | |
আওয়ামী লীগ | ফেরদৌস জামান মুকুল | ৮৮,০৫৯ | ৩৮.৫ | +১.৯ | |
জামায়াতে ইসলামী | মো. মঞ্জুরুল হক সরকার | ২৩,৫৪২ | ১০.৩ | -১২.৯ | |
জাতীয় পার্টি | এস. এম. ফেরদৌস আলম | ৭৭৮ | ০.৩ | প্র/না | |
ইসলামী ঐক্য জোট | মো. আবু তাহের | ৭২২ | ০.৩ | প্র/না | |
ওয়ার্কার্স পার্টি | মো. মোজাহার আলী প্রাং | ৪৭৯ | ০.২ | প্র/না | |
জাকের পার্টি | মো. আব্দুল হাকিম | ৪৫৬ | ০.২ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ২৬,৭৮৪ | ১১.৭ | +৮.৪ | ||
ভোটার উপস্থিতি | ২,২৮,৮৭৯ | ৮০.৮ | +১৮.৭ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
সাধারণ নির্বাচন ১৯৯১: বগুড়া-৫[10] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | গোলাম মাওলা সিরাজ | ৬৯,৩৮৮ | ৩৯.৯ | |||
আওয়ামী লীগ | ফেরদৌস জামান মুকুল | ৬৩,৫৬৪ | ৩৬.৬ | |||
জামায়াতে ইসলামী | মোঃ শহীদুর রহমান | ৪০,৩৮৬ | ২৩.২ | |||
জাসদ (রব) | এস. এম. ফেরদৌস আলম | ৫২৩ | ০.৩ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৫,৮২৪ | ৩.৩ | ||||
ভোটার উপস্থিতি | ১,৭৩,৮৬১ | ৬২.১ | ||||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে | ||||||
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- যাকারিয়া, মোহাম্মদ (১৪ ডিসেম্বর ২০১৩)। "The number now goes up to 151"। ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৮।
- "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২০০৮-১২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.