বগুড়া-২

বগুড়া-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি বগুড়া জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৩৭নং আসন।

বগুড়া-২
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাবগুড়া জেলা
বিভাগরাজশাহী বিভাগ
মোট ভোটার২,৯৬,৪১৩ (২০১৮)[1]
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩
দলজাতীয় পার্টি (এরশাদ)
বর্তমান সাংসদশরিফুল ইসলাম জিন্নাহ

সীমানা

বগুড়া-২ আসনটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত।[2]

নির্বাচিত সাংসদ

নির্বাচনসদস্যদল
১৯৭৩ কাসিম উদ্দিন আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ[3]
১৯৭৯ মোঃ আবুল হাসানত চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল[4]
সীমানা পরিবর্তন
১৯৮৬ মোজাফফর হোসেন সতন্ত্র[5]
১৯৮৮ সৈয়দ মাসকুরুল আলম চৌধুরী বাংলাদেশ ফ্রিডম পার্টি[6][7]
১৯৯১ শাহাদাত-উজ-জামান বাংলাদেশ জামায়াতে ইসলামী[8][9]
ফেব্রুয়ারি ১৯৯৬ রেজাউল বারী ডিনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ এ কে এম হাফিজুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০১ রেজাউল বারী ডিনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ এ কে এম হাফিজুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০১৪ শরিফুল ইসলাম জিন্নাহ জাতীয় পার্টি (এরশাদ)
২০১৮ শরিফুল ইসলাম জিন্নাহ জাতীয় পার্টি (এরশাদ)

নির্বাচন

২০১০-এর দশকে নির্বাচন

বিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে শরিফুল ইসলাম জিন্নাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[10]

২০০০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন ২০০৮: বগুড়া-২[11][12]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি এ কে এম হাফিজুর রহমান ১,৩৪,৩৫৯ ৫৯.৯ -৩.৯
জাতীয় পার্টি শরিফুল ইসলাম জিন্নাহ ৮৮,৯৭৭ ৩৯.৭ প্র/না
বিকল্পধারা মো: আনিসুর রহমান ৯৭০ ০.৪ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৪৫,৩৮২ ২০.২ -১৭.৫
ভোটার উপস্থিতি ২,২৪,৩০৬ ৯২.১ +৭.২
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ২০০১: বগুড়া-২[13]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি রেজাউল বারী ডিনা ১,১৬,৮০৬ ৬৩.৮ +১২.২
আওয়ামী লীগ মাহমুদুর রহমান মান্না ৪৭,৮১৯ ২৬.১ +১২.৩
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট শরিফুল ইসলাম জিন্নাহ ১৭,৭১৬ ৯.৭ প্র/না
জাসদ মোঃ আব্দুল করিম মণ্ডল ৪৩৬ ০.২ প্র/না
স্বতন্ত্র মোজাফফর হোসেন ৩৯০ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৬৮,৯৮৭ ৩৭.৭ +৩.২
ভোটার উপস্থিতি ১,৮৩,১৬৭ ৮৪.৯ +৪.৩
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচন

সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: বগুড়া-২[13]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি এ কে এম হাফিজুর রহমান ৭৪,৩৪৫ ৫১.৬ +২৭.৪
জামায়াতে ইসলামী শাহাদুজ্জামান ২৪,৫৯৩ ১৭.১ -১৬.৯
জাতীয় পার্টি শরিফুল ইসলাম জিন্নাহ ২১,৫১৮ ১৪.৯ +৮.৭
আওয়ামী লীগ মাহমুদুর রহমান মান্না ১৯,৮৭১ ১৩.৮ +২.৮
গণফোরাম মাসুদুর রহমান হেলাল ৩,৭৯৫ ২.৬ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৪৯,৭৫২ ৩৪.৫ +২৪.৭
ভোটার উপস্থিতি ১,৪৪,১২২ ৮০.৬ +২২.০
জামায়াতে ইসলামী থেকে বিএনপি অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: বগুড়া-২[13]
দল প্রার্থী ভোট % ±%
জামায়াতে ইসলামী শাহাদুজ্জামান ৩৩,৯৬৯ ৩৪.০
বিএনপি মো: মোতিয়ার রহমান প্রাঃ ২৪,২১৩ ২৪.২
স্বতন্ত্র মো: আবুল কাশেম ফকির ১৩,৯৬৭ ১৪.০
আওয়ামী লীগ মোঃ আবুল কাশেম ফকির ১০,৯৫৮ ১১.০
জাতীয় পার্টি মোজাফফর হোসেন ৬,১৬৪ ৬.২
ফ্রিডম পার্টি সৈয়দ মাসকারুল আলম চৌধুরী ৩,৭৩৫ ৩.৭
জাসদ আলতাব হোসেন ২,৩৪৬ ২.৩
জাতীয় মুক্তি দল মাহমুদুর রহমান মান্না ২,১৮০ ২.২
স্বতন্ত্র শহীদুল্লা ১,২৬৬ ১.৩
জাকের পার্টি আব্দুল সামাদ ৯১৪ ০.৯
স্বতন্ত্র মোঃ হাবিবুর রহমান প্রাঃ ২৯৭ ০.৩
সংখ্যাগরিষ্ঠতা ৯,৭৫৬ ৯.৮
ভোটার উপস্থিতি ১,০০,০০৯ ৫৮.৬
থেকে জামায়াতে ইসলামী অর্জন করে

তথ্যসূত্র

  1. এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫
  3. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮
  4. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  5. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  6. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  7. "সেই ২৩৪ এমপি প্রার্থী এখন কোথায় | বাংলাদেশ প্রতিদিন"Bangladesh Pratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৬
  8. "বিএনপির ঘাঁটিতে সহিংস জামায়াত"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৬
  9. "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
  10. যাকারিয়া, মোহাম্মদ (১৪ ডিসেম্বর ২০১৩)। "The number now goes up to 151"ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৮
  11. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮
  12. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮
  13. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২০০৮-১২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮

বহিঃসংযোগ


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.