বগুড়া-১
বগুড়া-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি বগুড়া জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৩৬নং আসন।
বগুড়া-১ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | বগুড়া জেলা |
বিভাগ | রাজশাহী বিভাগ |
মোট ভোটার | ৩,১৭,৫৪৫ (২০১৮)[1] |
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
বর্তমান সাংসদ | শাহাদারা মান্নান শিল্পী |
সীমানা
বগুড়া-১ আসনটি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা ও সোনাতলা উপজেলা নিয়ে গঠিত।[2]
নির্বাচিত সাংসদ
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
বিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে আব্দুল মান্নান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[7]
২০০০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন ২০০৮: বগুড়া-১[8][9] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | আবদুল মান্নান | ১,২৭,০০০ | ৫০.৯ | +১৩.০ | ||
বিএনপি | মো: শোকরানা | ১,২১,৯৬৫ | ৪৮.৯ | -১২.২ | ||
প্রগদ | এ টি এম শহীদুল্লাহ তাহের | ৬৮৭ | ০.৩ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৫,০৩৫ | ২.০ | -২১.২ | |||
ভোটার উপস্থিতি | ২,৪৯,৬৫২ | ৯০.২ | +১৮.৭ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে | ||||||
সাধারণ নির্বাচন ২০০১: বগুড়া-১[10] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | কাজী রফিকুল ইসলাম | ১,২০,৩৮২ | ৬১.১ | -২.১ | |
আওয়ামী লীগ | আব্দুল মান্নান | ৭৪,৬২২ | ৩৭.৯ | +১৩.৪ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মো: জিল্লুর রহমান | ১,১২৭ | ০.৬ | প্র/না | |
ওয়ার্কার্স পার্টি | জিয়াউল হক জিয়া | ৫১৯ | ০.৩ | প্র/না | |
স্বতন্ত্র | মো: তাব্বার রহমান প্রমানিক | ২০৩ | ০.১ | প্র/না | |
স্বতন্ত্র | মো: ফেরদৌস জামান মুকুল | ১৩৬ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৪৫,৭৬০ | ২৩.২ | -১৫.৫ | ||
ভোটার উপস্থিতি | ১,৯৬,৯৮৯ | ৭১.৫ | -০.৫ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
১৯৯০-এর দশকে নির্বাচন
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: বগুড়া-১[10] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
বিএনপি | হাবিবুর রহমান | ৯২,৫৪৩ | ৬৩.২ | +১৬.৯ | |
আওয়ামী লীগ | আবদুল মান্নান | ৩৫,৮৮৯ | ২৪.৫ | +১১.৭ | |
জামায়াতে ইসলামী | মো: শাহাবুদ্দিন | ১৩,০০৭ | ৮.৯ | -৭.০ | |
জাতীয় পার্টি | আব্দুল মোমেন | ৪,৪৫৬ | ৩.০ | -১.৬ | |
জাসদ | ওয়াজেদুর রহমান | ৪৯৯ | ০.৩ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৫৬,৬৫৪ | ৩৮.৭ | +৮.৩ | ||
ভোটার উপস্থিতি | ১,৪৬,৩৯৪ | ৭২.০ | +১৯.৯ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে | |||||
সাধারণ নির্বাচন ১৯৯১: বগুড়া-১[10] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
বিএনপি | হাবিবুর রহমান | ৬২,৬৪৪ | ৪৬.৩ | |||
জামায়াতে ইসলামী | মো: শাহাবুদ্দিন | ২১,৫২১ | ১৫.৯ | |||
আওয়ামী লীগ | আবদুল মান্নান | ১৭,২৮৯ | ১২.৮ | |||
স্বতন্ত্র | মো: তাহেরুল ইসলাম | ১৬,২২৪ | ১২.০ | |||
জাতীয় পার্টি | আব্দুল মোমেন | ৬,২২৫ | ৪.৬ | |||
ন্যাপ (মুজাফফর) | হাফিজার রহমান মন্ডল | ৪,০৩৪ | ৩.০ | |||
স্বতন্ত্র | শাহ নাসুবুল্লাহ | ২,৩৭৯ | ১.৮ | |||
স্বতন্ত্র | এ এইচ এম আবদুল কাফী | ১,৭৬১ | ১.৩ | |||
বাংলাদেশ জনতা পার্টি | মকসুদুর রহমান খান | ১,০৯৯ | ০.৮ | |||
স্বতন্ত্র | আসালাত জামান | ৭৬৬ | ০.৬ | |||
জাকের পার্টি | মকসুদ আলী | ৫৫৬ | ০.৪ | |||
জাসদ (রব) | মো: মুকবুল হোসেন | ৫০২ | ০.৪ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) | মো: আমজাদ হোসেন | ১৯৫ | ০.১ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৪১,১২৩ | ৩০.৪ | ||||
ভোটার উপস্থিতি | ১,৩৫,১৯৫ | ৫২.১ | ||||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে | ||||||
তথ্যসূত্র
- এমরান হোসাইন শেখ (১০ অক্টোবর ২০১৮)। "কোন আসনে কত ভোটার"। বাংলা ট্রিবিউন। ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- Zakaria, Mohammad (১৪ ডিসেম্বর ২০১৩)। "The number now goes up to 151"। ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৮।
- "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২০০৮-১২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.