ফ্রিম্যাসনরি
ফ্রিম্যাসনরি একটি গুপ্ত ভ্রাতৃসংঘ। ফ্রিম্যাসনদের দাবী অনুসারে বর্তমানেও এই সংঘ তথা সমাজের মিলিয়ন মিলিয়ন সদস্য রয়েছে যারা পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রূপে বিরাজমান আছেন। তবে তাত্ত্বিকদের অনেকের মতেই প্রকৃত ফ্রিম্যাসনরির স্থায়িত্বকাল ছিল শলোমনের মন্দির নির্মাণের সময়কাল থেকে মধ্যযুগে ১৬০০ শতাব্দী পর্যন্ত।
ফ্রিম্যাসনরি অথবা ম্যাসনরি গঠিত হয়েছে ভ্রাতৃত্বসুলভ সংগঠন থেকে যাদের চিহ্ন পাওয়া যায় তাদের লোকাল স্টোনম্যাসন থেকে যার শুরু হয়েছে ১৪০০ খ্রিষ্টাব্দ এর শেষের দিক থেকে। স্টোনম্যাসনদের গুণাগুণ এবং মিথষ্ক্রিয়া নিয়ন্ত্রিত হতো তাদের কর্তৃত্ব এবং মক্কেল দ্বারা। ধারণা করা হয় ফ্রি ম্যাসনরা মূলত নাইটস টেম্পলারদের থেকে এসেছে।
তথ্যসূত্র
উইকিমিডিয়া কমন্সে ফ্রিম্যাসনরি সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- ফ্রিম্যাসনরি, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ১৯১১ সংস্করণের নিবন্ধ।
- হিরামের ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ সেপ্টেম্বর ২০০৭ তারিখে - ব্রাডফোর্ড বিশ্ববিদ্যালয়। ম্যাসনিক উপাদানসমূহের উন্মুক্ত ডাটাবেজ।
- অনলাইনে ম্যাসনিক বইসমূহ - সেন্ট লুইস স্কটিশ রাইট।
- অনলাইনে ম্যাসনিক বই - পিয়েট্রে-স্টোন্স রিভিউ অফ ফ্রিম্যাসনরি থেকে
- ফ্রিম্যাসনদের সংবিধান (১৭৩৪), জেমস অ্যান্ডারসন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, পল রয়েস্টার। নেব্রাস্কা-লিংকন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি কর্তৃক চালু করা হয়েছে।
- ফ্রিম্যাসনরির রহস্যসমূহ, উইলিয়াম মরগান লিখিত, গুটেনবের্গ প্রকল্প
- ইংল্যান্ডের ফ্রিম্যাসনরি সংশ্লিষ্ট গ্রন্থাগার ও জাদুঘরের সংযুক্ত গ্রান্ড লজ, লন্ডন
- দ্য সেন্টার ফর রিসার্চ ইনটু ফ্রিম্যাসনরি - শেফিল্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.