ফ্রিডরিখ ভিলহেল্ম অস্টভাল্ড

ফ্রিডরিখ উইলহেলম ওস্তওয়াল্ড (জার্মান উচ্চারণ: [ˈvɪlhɛlm ˈɔstˌvalt] ( সেপ্টেম্বর ১৮৫৩ - এপ্রিল ১৯৩২) ছিলেন একজন বাল্টিক-জার্মান রসায়নবিদ এবং দার্শনিক। জ্যাকবাস হেনরিকাস ভ্যান 'টি হফ, ওয়ালথার নার্নস্ট এবং স্যাভান্তে আরহেনিয়াসের সাথে ভৌত রসায়নের ক্ষেত্রের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে অস্টওয়াল্ডকে কৃতিত্ব দেওয়া হয়। তিনি ক্যাটালাইসিস, রাসায়নিক ভারসাম্য এবং প্রতিক্রিয়া বেগের ক্ষেত্রে বৈজ্ঞানিক অবদানের জন্য ১৯০৯ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

ফ্রিডরিখ ভিলহেল্ম অস্টভাল্ড
জন্ম
ফ্রিডরিখ ভিলহেল্ম অস্টভাল্ড

(১৮৫৩-০৯-০২)২ সেপ্টেম্বর ১৮৫৩
Riga, Governorate of Livonia, Russian Empire (now Latvia)
মৃত্যু৪ এপ্রিল ১৯৩২(1932-04-04) (বয়স ৭৮)
Großbothen near লিপজিগ, Germany
জাতীয়তাবাল্টিক জার্মান by birth. Prussian, German (after 1871)
মাতৃশিক্ষায়তনUniversity of Dorpat
পরিচিতির কারণপ্রভাবন
Coining the term 'Mole'
HSL and HSV
Liesegang rings
Ostwald dilution law
Ostwald process
Ostwald ripening
Ostwald's rule
Ostwald viscometer
Ostwald-Folin Pipette
Ostwald–Freundlich equation
পুরস্কাররসায়নে নোবেল পুরস্কার (১৯০৯)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রভৌত রসায়ন
প্রতিষ্ঠানসমূহUniversity of Dorpat
Riga Polytechnicum
লিপজিগ বিশ্ববিদ্যালয়
ডক্টরাল উপদেষ্টাCarl Schmidt
ডক্টরাল শিক্ষার্থীআর্থার অ্যামোস নয়েস
Georg Bredig
Paul Walden
Frederick George Donnan
উইলহেম অস্টওয়াল্ড পার্ক


১৯০৬ সালে শিক্ষাজীবন থেকে অবসর গ্রহণের পর, অস্টওয়াল্ড দর্শন, শিল্প এবং রাজনীতিতে অনেক বেশি জড়িয়ে পড়েন। তিনি এর প্রতিটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।

জীবনী

আরো দেখুন

  • অস্টভাল্ড কালার সিস্টেম
  • অস্টভাল্ড তরলীকরণ বিধি
  • অস্টভাল্ড বিধি
  • হাইড্রোজেন প্রযুক্তির সময়রেখা
  • বাল্টিক জার্মান বিজ্ঞানীদের তালিকা

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.