ফ্রাঙ্ক মরগান

ফ্রাঙ্ক মরগান (ইংরেজি: Frank Morgan; জন্ম: ফ্রান্সিস ফিলিপ ওপারমান, ১লা জুন ১৮৯০ - ১৮ই সেপ্টেম্বর ১৯৪৯)[1] ছিলেন একজন মার্কিন অভিনেতা।[2] চার দশকের অধিক সময় জুড়ে তিনি চলচ্চিত্রে কাজ করেছেন এবং তাকে বেশিরভাগ চলচ্চিত্রে চরিত্রাভিনেতা হিসেবে দেখা যায়। তিনি মেট্রো-গোল্ডউইন-মেয়ারের চুক্তিবদ্ধ অভিনয়শিল্পী ছিলেন। তিনি দ্য উইজার্ড অব অজ (১৯৩৯) চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয়ের জন্য প্রসিদ্ধ।

ফ্রাঙ্ক মরগান
Frank Morgan
১৯৪০-এর দশকে প্রচারণামূলক ছবিতে মরগান
জন্ম
ফ্রান্সিস ফিলিপ ওপারমান

(১৮৯০-০৬-০১)১ জুন ১৮৯০
মৃত্যু১৮ সেপ্টেম্বর ১৯৪৯(1949-09-18) (বয়স ৫৯)
বেভারলি হিলস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যুর কারণহার্ট অ্যাটাক
সমাধিগ্রিন-উড সিমেট্রি, ব্রুকলিন, নিউ ইয়র্ক
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনকর্নেল বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯১৪-১৯৪৯
দাম্পত্য সঙ্গীআলমা মুলার (বি. ১৯১৪)
সন্তানজর্জ মরগান (১৯১৬-২০০৩)

তিনি দ্য অ্যাফেয়ার্স অব সেলিনি (১৯৩৪) চলচ্চিত্রে ফ্লোরেন্সের ডিউক চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারে মনোনীত হন এবং টর্টিলা ফ্ল্যাট (১৯৪২) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। হলিউড ওয়াক অব ফেমে তার নামাঙ্কিত দুটি তারকা রয়েছে; একটি চলচ্চিত্রের অবদানের জন্য ১৭০৮ ভাইন স্ট্রিটে এবং অপরটি বেতারে তার কাজের স্বীকৃতি হিসেবে ৬৭০০ হলিউড বলেভার্ডে অবস্থিত।

প্রারম্ভিক জীবন

মরগান ১৮৯০ সালের ১লা জুন নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন। তার জন্মনাম ফ্রান্সিস ফিলিপ ওপারমান। তার পিতা জর্জ ডিওগ্রাসিয়া ওপারমান এবং মাতা জোসেফিন রাইট (প্রদত্ত নাম: হানকক্স)। তার পিতা ভেনেজুয়েলায় জন্মগ্রহণ করেন, কিন্তু জার্মানির হামবুর্গে বেড়ে ওঠেন। তার পূর্বপুরুষগণ জার্মান ও স্পেনীয় ছিলেন।[3][4] তার মাতা মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষগণ ইংরেজ ছিলেন। ছয় ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। মরগান কর্নেল বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন। সেখান তিনি ফি কাপ্পা সি ফ্র্যাটার্নিটি ও গ্লি ক্লাবের সাথে যুক্ত ছিলেন।[5][6] তিনি পরবর্তীতে তার ভাই রাফ মরগানের মত বিনোদন জগতে প্রবেশ করেন। তিনি প্রথমে ব্রডওয়ে মঞ্চে ও পরে চলচ্চিত্রে কাজ করেন।

তথ্যসূত্র

  1. "Frank Morgan. Veteran Actor, Local Property Owner, Dies"cdnc.ucr.edu (ডেজার্ট সান) (ইংরেজি ভাষায়)। ২০ সেপ্টেম্বর ১৯৪৯। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৮
  2. Obituary Variety, September 21, 1949, page 63.
  3. The National Cyclopaedia of American Biography (ইংরেজি ভাষায়)। University Microfilms। ১৯৬৭। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৮
  4. Playbills to Photoplays: Stage Performers Who Pioneered the Talkies (ইংরেজি ভাষায়)। Xlibris Corporation। ২০১০। পৃষ্ঠা ৪৯৪। আইএসবিএন 9781453587751। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৮
  5. স্লোন, মাইকেল (১৯৯৮)। Songs from the Hill: A History of the Cornell University Glee Club (ইংরেজি ভাষায়)। Cornell University Glee Club। আইএসবিএন 9780962010316। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৮
  6. Grand Catalogue of the Phi Kappa Psi Fraternity (ইংরেজি ভাষায়) (১২তম সংস্করণ)। Bernard C. Harris Publishing Company। ১৯৮৫। পৃষ্ঠা ৩৭৭।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.