ফ্রাংকো বারেসি

ফ্রাংকো বারেসি (ইতালীয়: Franceschino Baresi) (জন্ম (১৯৬০-০৫-০৮)৮ মে ১৯৬০, ত্রাভাইলিতো, ব্রেশা) এসি মিলান ও ইতালীয় জাতীয় দলের প্রাক্তন রক্ষণভাগের খেলোয়াড়। বর্তমানে তিনি ইতালীয় যুব দলের প্রশিক্ষক। বারেসিকে ফুটবলের ইতিহাসের সেরা রক্ষণাত্মক খেলোয়াড়দের একজন হিসেবে গণ্য করা হয়। ইতালীয়রা তাকে পিস্কিনিন "piscinin" ডাকনামে ডেকে থাকে।

ফ্রাংকো বারেসি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম Franchino Baresi
জন্ম মে ৮, ১৯৬০
জন্ম স্থান ত্রাভাইলিয়াতো, ইতালি
উচ্চতা ১৭৬ সেমি
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
অবসরপ্রাপ্ত
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
1977-1997 AC Milan (৫৩২ (১৬))
জাতীয় দল
১৯৮২-১৯৯৪ ইতালি (৮১ (১))
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা 18th June 2006 তারিখ অনুযায়ী সঠিক।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.