ফ্রাঁসোয়া রাবলে

ফ্রঁসোয়া রাবলে[1] (ফরাসি: François Rabelais; আনু. ১৪৯৪ – ৯ এপ্রিল, ১৫৫৩) ছিলেন একজন প্রধান ফরাসী রেনেসাঁ যুগের লেখক, ডক্টর, রেনেসাঁ মানবতাবাদী, সন্ন্যাসী এবং গ্রিক পণ্ডিত। তাকে ঐতিহাসিকভাবে মনে করা হয় কল্পনা, ব্যাঙ্গ, কৌতুক ও গানের রচয়িতা হিসেবে। তার বিখ্যাত লেখা হচ্ছে Gargantua and Pantagruel। রাবলেকে বিবেচনা করা হয় বিশ্বসাহিত্যের একজন মহান লেখক এবং আধুনিক ইউরোপীয় লেখার স্রষ্টা হিসেবে।[2]

ফ্রঁসোয়া রাবলে
জন্ম১৪৮৩ থেকে ১৪৯৪-এর ভিতরে
চিনন, ফ্রান্স
মৃত্যু৯ এপ্রিল, ১৫৫৩
প্যারিস, ফ্রান্স
পেশালেখক, ডক্টর, মানবতাবাদী
জাতীয়তাফরাসী
শিক্ষা প্রতিষ্ঠানপয়টিয়েরস বিশ্ববিদ্যালয়, মন্টপেলিয়ের বিশ্ববিদ্যালয়
সাহিত্য আন্দোলনরেনেসাঁ মানবতাবাদী
উল্লেখযোগ্য রচনাবলিPantagruel, Gargantua

জীবনী

ফ্রাঁসোয়া রাবলের কোনো নির্ভরযোগ্য জন্মতারিখ বা জন্মস্থানের দলিল পাওয়া যায় না। কিছু পণ্ডিত জন্মতারিখ হিসেবে ১৪৮৩ সালকে উল্লেখ করেছেন।[3] তিনি সম্ভবত ১৪৯৪ সালের নভেম্বরে তুরেনের চিননে জন্মেছিলেন, সেখানে তার পিতা আইনজীবী হিসেবে কাজ করতেন।[4] এটি আধুনিককালের ইন্দ্রে-এট-লোরের কাছে অবস্থিত, যা এখন ফ্রাঁসোয়া রাবলে যাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে।

Metz-এ ফ্রাঁসোয়া রাবলের বাড়ি

তথ্যসূত্র

  1. এই ফরাসি ব্যক্তিনামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণ-এ ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।
  2. Mihail Mihajlovič Bahtin (১৯৮৪)। Rabelais and His World। Indiana University Press। পৃষ্ঠা 1–2। আইএসবিএন 978-0-253-20341-0। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৩
  3. The Rabelais Encyclopedia, পৃ. xiii
  4. "Rabelais, François"। The Columbia Encyclopedia, Sixth Edition. 2001–07.। সংগ্রহের তারিখ ২৭ মে ২০০৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.