ফের্নান্দো ইয়েরো

ফের্নান্দো ইয়েরো (স্পেনীয়: Fernando Ruiz Hierro); (স্পেনীয় উচ্চারণ: [ferˈnando ˈʝero]; জন্মঃ ২৩ মার্চ ১৯৬৮) হলেন একজন স্পেনীয় অবসারপ্রাপ্ত ফুটবলার। [1] ২০১৮ সালের ১৩ জুন থেকে স্পেন জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করছেন। তিনি রিয়াল মাদ্রিদ এবং স্পেন জাতীয় দলে খেলার সুবাদে অত্যন্ত সুপরিচিত একজন ফুটবলার হিসেবে পরিচিত।[2]

ফের্নান্দো ইয়েরো
২০০৮ সালে ফের্নান্দো ইয়েরো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ফের্নান্দো রুইস ইয়েরো
জন্ম (1968-03-23) ২৩ মার্চ ১৯৬৮
জন্ম স্থান বেলেজ-মালাগ, স্পেন
উচ্চতা ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)
মাঠে অবস্থান সেন্টার ব্যাক / ডিফেন্সিভ মিডফিল্ডার
যুব পর্যায়
১৯৮০–১৯৮৪ বেলেজ-মালাগা
১৯৮৪ মালাগা
১৯৮৫–১৯৮৭ বেলেজ-মালাগা
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৮৭–১৯৮৯ ভালাদোলিদ ৫৮ (৩)
১৯৮৯–২০০৩ রিয়াল মাদ্রিদ ৪৩৯ (১০২)
২০০৩–২০০৪ আল রায়ান ১৯ (৩)
২০০৪–২০০৫ বোল্টন ওয়ান্ডারার্স ২৯ (১)
মোট ৫৪৫ (১০৯)
জাতীয় দল
১৯৮৯–১৯৯০ স্পেন অনূর্ধ্ব-২১ (২)
১৯৮৯–২০০২ স্পেন ৮৯ (২৯)
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

অর্জন

দল

রিয়াল মাদ্রিদ
আল রায়ান
  • এমির কাতার কাপ: ২০০৩–০৪

Individual

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.