ফেরোচৌম্বক পদার্থ
ফেরোচুম্বকত্ব হলো সেই ভৌত প্রক্রিয়া যার মাধ্যমে কিছু নির্দিষ্ট বস্তু (যেমনঃ লোহা) স্থায়ী চুম্বক তৈরী করে বা কোনো চুম্বক কর্তৃক আকর্ষিত হয়। পদার্থবিদ্যায় বিভিন্ন ধরনের চুম্বকত্ব রয়েছে। ফেরোচুম্বকত্ব (ফেরিচুম্বকত্ব সহ) সবচেয়ে শক্তিশালী ধরনের চুম্বকত্ব এবং এই প্রক্রিয়াটিই দৈনন্দিন জীবনে প্রত্যক্ষিত চুম্বকের নানান ধর্ম এবং ঘটনার জন্য দায়ী।[1] অন্যদিকে প্যারাচুম্বকত্ব, ডায়াচুম্বকত্ব এবং প্রতিফেরোচুম্বকত্ব এত দুর্বল থাকে যে কেবল পরীক্ষাগারে সংবেদনশীল যন্ত্র দ্বারা শনাক্ত করা যায়। চুম্বক এবং ফেরোচৌম্বকীয় পদার্থের মাঝে যে আকর্ষণ ঘটে তাই প্রাচীন কালে এবং আমাদের কাছে প্রতীয়মান প্রথম কোনো চৌম্বকীয় বৈশিষ্ট্য।[2]
যে সকল পদার্থকে চৌম্বকক্ষেত্রে স্থাপন করা হলে চুম্বকায়নকারী ক্ষেত্রের দিকে শক্তিশালী চুম্বকত্ব লাভ করে তাদেরকে ফেরোচৌম্বকীয় পদার্থ বলে (অর্থাৎ যেসকল পদার্থ ফেরোচুম্বকত্ব প্রদর্শন করে)। খুব কম পদার্থই ফেরোচৌম্বকীয়। লোহা, নিকেল, কোবাল্ট, এদের সঙ্কর ধাতু এবং বিরল মৃত্তিকা ধাতু হলো ফেরোচৌম্বকীয় পদার্থের উদাহরণ।
উপাদান | কিউরী তাপমাত্রা (K) |
---|---|
Co | ১৩৮৮ |
Fe | ১০৪৩ |
Fe2O3[lower-alpha 1] | ৯৪৮ |
FeOFe2O3[lower-alpha 1] | ৮৫৮ |
NiOFe2O3[lower-alpha 1] | ৮৫৮ |
CuOFe2O3[lower-alpha 1] | ৭২৮ |
MgOFe2O3[lower-alpha 1] | ৭১৩ |
MnBi | ৬৩০ |
Ni | ৬২৭ |
Nd2Fe14 B | ৫৯৩ |
MnSb | ৫৮৭ |
MnOFe2O3[lower-alpha 1] | ৫৭৩ |
Y3Fe5O12[lower-alpha 1] | ৫৬০ |
CrO2 | ৩৮৬ |
MnAs | ৩১৮ |
Gd | ২৯২ |
Tb | ২১৯ |
Dy | ৮৮ |
EuO | ৬৯ |
|
তথ্যসূত্র
- Chikazumi, Sōshin (২০০৯)। Physics of ferromagnetism। English edition prepared with the assistance of C.D. Graham, Jr (2nd সংস্করণ)। Oxford: Oxford University Press। পৃষ্ঠা 118। আইএসবিএন 9780199564811।
- Bozorth, Richard M. Ferromagnetism, first published 1951, reprinted 1993 by IEEE Press, New York as a "Classic Reissue." আইএসবিএন ০-৭৮০৩-১০৩২-২.
- Kittel, Charles (১৯৮৬)। Introduction to Solid State Physics (sixth সংস্করণ)। জন উইলি অ্যান্ড সন্স। আইএসবিএন 0-471-87474-4।
- Jackson, Mike (২০০০)। "Wherefore Gadolinium? Magnetism of the Rare Earths" (পিডিএফ)। IRM Quarterly। Institute for Rock Magnetism। 10 (3): 6। ২০১৭-০৭-১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৮-০৮।