ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনস
দ্য ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনস (ফিকা) ক্রিকেটের একটি আন্তর্জাতিক সংস্থা। ১৯৯৮ সালে টেক্সাসের অস্টিনে এ সংস্থাটি গঠিত হয়। বিশ্বের সকল জাতীয় খেলোয়াড়দের সংগঠনে অন্তর্ভুক্ত পেশাদার ক্রিকেটারদের কার্যক্রমকে সমন্বয় সাধন করাই এ সংস্থার প্রধান কাজ। ফিকা’র মাধ্যমেই ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ক্রিকেটিং প্লেয়িং কমিটিতে’ খেলোয়াড়দের সমস্যাবলী তুলে ধরা হয়। আইসিসি’র সাথে এর সম্পর্ক থাকলেও তা সবসময় সুখকর নয়।[1]
উদ্দেশ্যাবলী
ফিকা’র উদ্দেশ্যাবলী নিম্নরূপ:[2]
যেখানে বর্তমানে পেশাদার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনস নেই, সেখানে সংগঠন প্রতিষ্ঠিত করতে সহায়তা করা। সংগঠনগুলোকে বিশ্বব্যাপী একে-অপরের সাথে যোগাযোগে সম্পৃক্ত করা। ক্রিকেটে প্রশ্নবিদ্ধ বিষয়গুলোকে তুলে ধরতে উদ্বুদ্ধ করা। প্রত্যেক সংগঠনকে তাদের নিজস্ব ঘরোয়া ক্রীড়া পরিচালনা সংস্থা ও আইসিসি’র স্বীকৃত লাভে নিশ্চয়তা বিধান করা। স্থানীয় পরিচালনা পরিষদের মাধ্যমে পেশাদার ক্রীড়ায় ক্ষতিগ্রস্ত হলে অভিযোগ উত্থাপন করা। ফিকা’র সদস্যদেরকে বাণিজ্যিকধর্মী বিষয়াবলী থেকে রক্ষা করা। প্রত্যেক সংগঠনকে তাদের বর্তমান ও অতীতের সদস্যদের কল্যাণে অর্থ বৃদ্ধিতে উন্নয়নমূখী প্রকল্প গ্রহণে সহায়তা করা।
সদস্য
দেশ | সংস্থা |
---|---|
অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ) |
বাংলাদেশ | বাংলাদেশ ক্রিকেটার্স কল্যাণ সংস্থা (সিডব্লিউএবি) |
ইংল্যান্ড ও ওয়েলস | পেশাদার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (পিসিএ) |
নিউজিল্যান্ড | নিউজিল্যান্ড ক্রিকেট খেলোয়াড় সংস্থা (এনজেডসিপিএ) |
দক্ষিণ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসএসিএ) |
শ্রীলঙ্কা | শ্রীলঙ্কান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসএলসিএ) |
ওয়েস্ট ইন্ডিজ | ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউআইপিএ) |
সাংগঠনিক কাঠামো
জুন, ২০১৩ সালে ফিকা’র প্রথম প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালনকারী টিম মে’কে অব্যহতি দেয়া হয়। তাঁর বিরুদ্ধে পেশাদার ক্রিকেটে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে দূর্নীতি প্রতিরোধে ব্যর্থতা ও অবৈধ হস্তক্ষেপের বিষয়ে অভিযোগ আনা হয়।[3] ফিকা’র বর্তমান কর্মকর্তাদের তালিকা নিম্নরূপ:[4]
নাম | জাতীয়তা |
---|---|
প্রেসিডেন্ট | |
বিক্রম সোলাঙ্কী | ইংল্যান্ড |
প্রধান নির্বাহী সভাপতি ও সচিব | |
টনি আইরিশ | দক্ষিণ আফ্রিকা |
কোষাধ্যক্ষ | |
অ্যাঙ্গাস পোর্টার | ইংল্যান্ড |
চিফ অপারেটিং অফিসার | |
ইয়ান স্মিথ | নিউজিল্যান্ড |
সাধারণ সদস্য | |
কেন ডি অলিজ | দক্ষিণ আফ্রিকা |
ওয়াভেল হাইন্ডস | ওয়েস্ট ইন্ডিজ |
হিথ মিলস | নিউজিল্যান্ড |
দেবব্রত পাল | বাংলাদেশ |
আলিস্টার নিকলসন | অস্ট্রেলিয়া |
তথ্যসূত্র
- Cricinfo: ICC accused of "deliberate attempt to dilute player representation". Retrieved 26 September 2007.
- The PCA: FICA. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৫ জুলাই ২০০৭ তারিখে Retrieved 26 September 2007.
- Frustrated Tim May quits FICA from ESPNcricinfo retrieved 5 June 2013
- "Governance"। FICA.com। The Federation of International Cricketers। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৫।