ফেইয়ানর্ট
ফেইয়ানর্ট রটার্ডাম (ওলন্দাজ উচ্চারণ: [ˈfɛiənoːrt]; সাধারণত শুধুমাত্র ফেইয়ানর্ট নামে পরিচিত) হচ্ছে রটার্ডাম ভিত্তিক একটি ওলন্দাজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে নেদারল্যান্ডসের শীর্ষ স্তরের ফুটবল লীগ এরেডিভিজিতে খেলে। এই ক্লাবটি ১৯০৮ সালের ১৯শে জুলাই তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ফেইয়ানর্ট তাদের সকল হোম ম্যাচ রটার্ডামের দে কইপে খেলে থাক; যার ধারণক্ষমতা হচ্ছে ৫১,১৭৭। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ডিক আটফোকাট এবং সভাপতির দায়িত্ব পালন করছেন টোন ভান বোডেখম। ওলন্দাজ আক্রমণভাগের খেলোয়াড় স্টেভেন বেরখোস এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
পূর্ণ নাম | ফেইয়ানর্ট রটার্ডাম | ||
---|---|---|---|
ডাকনাম | দে ক্লাব আন দে মাস (মিউজে ক্লাব) দে স্তাডিওনক্লাব (স্টেডিয়াম ক্লাব) দে ট্রটস ভান জুইড (দক্ষিণের গর্ব) দে ক্লাব ভান হেট ভল্ক club (জনতার ক্লাব) | ||
প্রতিষ্ঠিত | ১৯ জুলাই ১৯০৮ | ||
মাঠ | দে কইপ | ||
ধারণক্ষমতা | ৫১,১৭৭ | ||
সভাপতি | টোন ভান বোডেখম | ||
প্রধান কোচ | ডিক আটফোকাট | ||
লিগ | এরেডিভিজি | ||
২০১৯–২০ | ৩য় | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
|
ফেইয়ানর্ট নেদারল্যান্ডের অন্যতম সেরা তিনটি ক্লাবের মধ্যে একটি, যারা প্রতিষ্ঠার পর থেকেই সাফল্য অর্জন করেতে শুরু করেছিল। ঘরোয়া ফুটবলে, ফেইয়ানর্ট এপর্যন্ত ৩২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১৫টি এরেডিভিজি শিরোপা, ১৩টি কেএনভিবি কাপ শিরোপা এবং ৪টি ইয়োহান ক্রুইফ শিল্ড শিরোপা রয়েছে।[1] ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, ফেইয়ানর্ট এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৪টি ইউরোপীয় কাপ শিরোপা, ২টি উয়েফা কাপ রয়েছে।
অর্জন
ঘরোয়া
- এরেডিভিজি: ১৫
- চ্যাম্পিয়ন: ১৯২৩–২৪, ১৯২৭–২৮, ১৯৩৫–৩৬, ১৯৩৭–৩৮, ১৯৩৯–৪০, ১৯৬০–৬১, ১৯৬১–৬২, ১৯৬৪–৬৫, ১৯৬৮–৬৯, ১৯৭০–৭১, ১৯৭৩–৭৪, ১৯৮৩–৮৪, ১৯৯২–৯৩, ১৯৯৮–৯৯, ২০১৬–১৭
- কেএনভিবি কাপ: ১৩
- চ্যাম্পিয়ন: ১৯২৯–৩০, ১৯৩৪–৩৫, ১৯৬৪–৬৫, ১৯৬৮–৬৯, ১৯৭৯–৮০, ১৯৮৩–৮৪, ১৯৯০–৯১, ১৯৯১–৯২, ১৯৯৩–৯৪, ১৯৯৪–৯৫, ২০০৭–০৮, ২০১৫–১৬, ২০১৭–১৮
- ইয়োহান ক্রুইফ শিল্ড: ৪
- চ্যাম্পিয়ন: ১৯৯১, ১৯৯৯, ২০১৭, ২০১৮
আন্তর্জাতিক
- ইউরোপীয় কাপ: ১
- চ্যাম্পিয়ন: ১৯৬৯–৭০
- উয়েফা কাপ: ২
- চ্যাম্পিয়ন: ১৯৭৩–৭৪, ২০০১–০২
- আন্তঃমহাদেশীয় কাপ: ১
- চ্যাম্পিয়ন: ১৯৭০
আরও দেখুন
- নেদারল্যান্ডের ফুটবল ক্লাবের তালিকা
তথ্যসূত্র
- Oprichting Wilhelmina ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ মার্চ ২০১৬ তারিখে, frgoals.nl
বহিঃসংযোগ
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- অন্যান্য ওয়েবসাইট
- ফেইয়ানর্টের টিআইএফও দলের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (ওলন্দাজ)
- ফেইয়ানর্ট পোল্যান্ড ওয়েবসাইট (ওলন্দাজ)