ফুলুই
ফুলুই হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার আরামবাগ মহকুমার অন্তর্গত গোঘাট ২ সমষ্টি উন্নয়ন ব্লকের একটি গ্রাম।
ফুলুই | |
---|---|
গ্রাম | |
ফুলুই ফুলুই | |
স্থানাঙ্ক: ২২.৯১১১১৯৯° উত্তর ৮৭.৫৫৬৯৭২° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | হুগলি |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৫,৯৮৪ |
ভাষা | |
• সরকারি | বাংলা, ইংরেজি |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০) |
পিন | ৭১২১২২ |
দূরভাষ/এসটিডি কোড | ০৩২১১ |
লোকসভা কেন্দ্র | আরামবাগ |
বিধানসভা কেন্দ্র | গোঘাট |
ওয়েবসাইট | hooghly |
ভূগোল
ফুলুই গ্রামের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২২.৯১১১৯৯° উত্তর ৮৭.৫৫৬৯২° পূর্ব।
জনপরিসংখ্যান
২০১১ সালের জনগণনার তথ্য অনুযায়ী, ফুলুই গ্রামের মোট জনসংখ্যা ৫,৯৮৪। এর মধ্যে ৩,০৬৪ জন (৫১ শতাংশ) পুরুষ এবং ২,৯২০ জন (৪৯ শতাংশ) মহিলা। অনূর্ধ্ব ছয় বছর বয়সীদের মোট সংখ্যা ৬৩৮। ফুলুই গ্রামের মোট সাক্ষর জনসংখ্যা ৪,১৭৩ (অন্যূন ছয় বছর বয়সী জনসংখ্যার ৭৮.০৬ শতাংশ)।[1]
ফুলুই চিত্রকক্ষ
- ফুল্লেশ্বরী মন্দির, আটচালা শৈলী, গাজন উৎসবের জন্য বিখ্যাত
- ফুল্লেশ্বরী মন্দিরের নাটমন্দির
তথ্যসূত্র
- "2011 Census – Primary Census Abstract Data Tables"। West Bengal – District-wise। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২০।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.