ফুলিয়া

ফুলিয়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার একটি শহর।

ফুলিয়া
Census Town
Weaving a tant sari at Phulia
ফুলিয়া
ফুলিয়া
Location in West Bengal, India
স্থানাঙ্ক: ২৩.২৩৪৪° উত্তর ৮৮.৫০৬২° পূর্ব / 23.2344; 88.5062
দেশ India
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলানদীয়া
আয়তন
  মোট১৫.০২ বর্গকিমি (৫.৮০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট৫৫,৬৫৩
  জনঘনত্ব৩,৭০০/বর্গকিমি (৯,৬০০/বর্গমাইল)
ভাষা
  OfficialBengali, English
সময় অঞ্চলIST (ইউটিসি+৫:৩০)
ডাক সূচক সংখ্যা৭৪১ ৪০২
আইএসও ৩১৬৬ কোডIN-WB
যানবাহন নিবন্ধনWB
লোকসভা কেন্দ্ররাণাঘাট
বিধানসভা কেন্দ্ররাণাঘাট উত্তর পশ্চিম
ওয়েবসাইটwb.gov.in
হ্যান্ডলুম দ্বারা তাঁত শাড়ি বয়ন, ফুলিয়া।

জনসংখ্যার উপাত্ত

ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে ফুলিয়া শহরের জনসংখ্যা হল ৫০,২৫৪ জন।[1] এর মধ্যে পুরুষ ৫২% এবং নারী ৪৮%।

এখানে সাক্ষরতার হার ৬৮%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৪% এবং নারীদের মধ্যে এই হার ৬২%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে ফুলিয়ার সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ১১% হল ৬ বছর বা তার কম বয়সী।

ইতিহাস

এই শহর তাঁত শিল্পের কারণে পৃথিবী বিখ্যাত। ফুলিয়ার তাঁতের কাপড়ের ওপর এলাকার অর্থনীতি অনেকটা নির্ভরশীল। শান্তিপুর এর নিকটবর্তী ফুলিয়া একটি পুরোনো জনপদ। এখানে আদি কবি, রামায়ণ রচয়িতা কৃত্তিবাস ওঝার জন্ম। ফুলিয়া রসগোল্লার জন্য বিখ্যাত। এখানে রসগোল্লা উৎসব পালিত হয়। ফুলিয়া নাম ফুল্লবাটি থেকে এসেছে। আগে এখানে প্রচুর ফুলের চাষ হতো। এজন্য সম্ভবত এরকম নামকরণ।

তথ্যসূত্র

  1. "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। ১৬ জুন ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ১৫, ২০০৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.