ফুলতলা উপজেলা

ফুলতলা বাংলাদেশের খুলনা জেলার অন্তর্গত একটি উপজেলা

ফুলতলা
উপজেলা
ফুলতলা খুলনা বিভাগ-এ অবস্থিত
ফুলতলা
ফুলতলা
ফুলতলা বাংলাদেশ-এ অবস্থিত
ফুলতলা
ফুলতলা
বাংলাদেশে ফুলতলা উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫৮′৪১″ উত্তর ৮৯°২৭′৪৭″ পূর্ব
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাখুলনা জেলা
আয়তন
  মোট৭৪.৩৩ বর্গকিমি (২৮.৭০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[1]
  মোট১,৩৩,৩৭৪
  জনঘনত্ব১,৮০০/বর্গকিমি (৪,৬০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট৫৯%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৯২১০
প্রশাসনিক
বিভাগের কোড
৪০ ৪৭ ৬৯
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন

ফুলতলা ২২.৯৭৫০°উত্তর অক্ষাংশ ও ৮৯.৪৫৮৩°পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। ফুলতলা তে মোট ১২৭৬৮ টি পরিবার এবং মোট আয়তন ৫৬.৮৩ বর্গ কিমি। এই উপজেলার উত্তরে যশোর জেলার অভয়নগর উপজেলা, দক্ষিণে দিঘলিয়া উপজেলাখুলনা সিটি কর্পোরেশন, পূর্বে যশোর জেলার অভয়নগর উপজেলা, পশ্চিমে ডুমুরিয়া উপজেলা

প্রশাসনিক এলাকা

ফুলতলাতে মোট ৪ টি ইউনিয়ন, ১৮ টি মৌজা, এবং ২৫ টি গ্রাম আছে।

  1. দামোদর ইউনিয়ন
  2. ফুলতলা ইউনিয়ন
  3. জামিরা ইউনিয়ন
  4. আটরা গিলাতলা ইউনিয়ন

জনসংখ্যার উপাত্ত

১৯৯১ বাংলাদেশ আদমশুমারি অনুযায়ী, ফুলতলার জনসংখ্যা ৬৭,৯৩০ জন। পুরুষ মোট জনসংখ্যার ৫১.০১ %, এবং নারী ৪৮.৯৯% । এই উপজেলার এর আঠারো ঊর্ধ্ব জনসংখ্যা ৩৬৩৬৮ । ফুলতলার গড় সাক্ষরতার হার ৪১.১% (৭ + বছর), এবং সাক্ষরতার জাতীয় গড় ৩২.৪%।

নদ-নদী

ফুলতলা উপজেলায় রয়েছে ২টি নদী। এখানকার নদীগুলো হচ্ছে ভৈরব নদ, চিত্রা নদী[2][3]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে ফুলতলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারী ২০১৫
  2. ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ৩৮৯, আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯৪৫-১৭-৯।
  3. মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ৬০৯। আইএসবিএন 984-70120-0436-4।

বহিঃসংযোগ


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.