ফুটবল ক্লাব বার্সেলোনা ফেমিনি

ফুটবল ক্লাব বার্সেলোনা ফেমিনি হচ্ছে ১৯৮৮ সালে বার্সেলোনা কর্তৃক ক্লাব ফেমিনি বার্সেলোনা হিসাবে প্রতিষ্ঠিত একটি নারী ফুটবল দল। এটি এফসি বার্সেলোনার নারী ফুটবল দল। এটি স্পেনের সবচেয়ে সফল নারী ফুটবল দল।

বার্সেলোনা ফেমিনি
পূর্ণ নামফুটবল ক্লাব বার্সেলোনা ফেমিনি
ডাকনামব্লাউগ্রানেস, কুলেস
প্রতিষ্ঠিত১৯৮৮ (1988)
(ক্লাব ফেমিনি বার্সেলোনা হিসেবে)
মাঠএস্তাদি ইয়োহান ক্রুইফ
ধারণক্ষমতা৬,০০০
সভাপতিজুয়ান লাপোর্তা
প্রধান কোচজোনাতান গিরালদেজ
লিগপ্রিমেরা দিভিসিওন
২০২১–২২প্রিমেরা দিভিসিওন, ১ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

বর্তমান স্কোয়াড

৩ জুলাই ২০১৯[1] পর্যন্ত হালনাগাদকৃত।

নোট: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

নং অবস্থান খেলোয়াড়
গো স্পেন সান্দ্রা পানোস
নেদারল্যান্ডস স্টেফানি ভ্যান দির গ্র‍্যাগট
স্পেন মাপি লিওন
স্পেন মেলানিয়া সিরানো
স্পেন ভিক্টোরিয়া লোসাদা (অধিনায়ক)
স্পেন মার্তা টোরেজন (সহ-অধিনায়ক)
স্পেন মারিওনা ক্যালডেনতেয়
১১ স্পেন অ্যালেক্সিয়া পুতেলাস
১২ স্পেন প্যাট্রিসিয়া গুইজারো
১৩ গো মেক্সিকো পামেলা ট্যাজোনার
১৪ স্পেন এইতানা বোনমাতি
১৫ স্পেন লেয়লা ওয়োয়াহাবি
নং অবস্থান খেলোয়াড়
১৭ স্পেন আন্দ্রেয়া পেরেইরা
১৮ ফ্রান্স খেয়রা হামরাওয়ি
২০ নাইজেরিয়া আসিসাত ওশোয়ালা
২২ নেদারল্যান্ডস লিয়েক মার্টেন্স
২৩ স্পেন ক্যান্ডেলা অ্যান্ডুজা
২৪ স্পেন ক্লাউদিয়া পিনা
২৫ গো স্পেন গেমা ফন্ট
গো স্পেন ক্যাটা কোল
স্পেন আন্দ্রেয়া ফ্যালকন
নরওয়ে ক্যারোলিন হান্সেন
স্পেন জেনিফার হারমোসো

ঋণে বিক্রি

নোট: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

নং অবস্থান খেলোয়াড়
স্পেন মার্তা উনজুয়ে (অ্যাথলেটিক বিলবাও-এ)

বর্তমান প্রযুক্তিগত কর্মী

অবস্থান কর্মী
প্রধান প্রশিক্ষক লুইস কোর্তাস
সহকারী প্রশিক্ষক দানি সানচেজ
সহকারী প্রশিক্ষক এবং বিশ্লেষক লুইস কোর্তাস
ফিটনেস প্রশিক্ষক বের্তা চার্লস
গোলকিপিং কোচ ওরিওল ক্যাসারেস
এফসি বার্সেলোনা ফেমিনি বি প্রশিক্ষক জর্ডি ভেনতুরা

সর্বশেষ হালনাগাদ: ২৭ সেপ্টেম্বর ২০১৭
সূত্র: এফসি বার্সেলোনা

সাবেক আন্তর্জাতিক খেলোয়াড়গন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.