ফুটবল ক্লাব বার্সেলোনা ফেমিনি
ফুটবল ক্লাব বার্সেলোনা ফেমিনি হচ্ছে ১৯৮৮ সালে বার্সেলোনা কর্তৃক ক্লাব ফেমিনি বার্সেলোনা হিসাবে প্রতিষ্ঠিত একটি নারী ফুটবল দল। এটি এফসি বার্সেলোনার নারী ফুটবল দল। এটি স্পেনের সবচেয়ে সফল নারী ফুটবল দল।
পূর্ণ নাম | ফুটবল ক্লাব বার্সেলোনা ফেমিনি | |||
---|---|---|---|---|
ডাকনাম | ব্লাউগ্রানেস, কুলেস | |||
প্রতিষ্ঠিত | ১৯৮৮ (ক্লাব ফেমিনি বার্সেলোনা হিসেবে) | |||
মাঠ | এস্তাদি ইয়োহান ক্রুইফ | |||
ধারণক্ষমতা | ৬,০০০ | |||
সভাপতি | জুয়ান লাপোর্তা | |||
প্রধান কোচ | জোনাতান গিরালদেজ | |||
লিগ | প্রিমেরা দিভিসিওন | |||
২০২১–২২ | প্রিমেরা দিভিসিওন, ১ম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
বর্তমান স্কোয়াড
- ৩ জুলাই ২০১৯[1] পর্যন্ত হালনাগাদকৃত।
নোট: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।
|
|
ঋণে বিক্রি
নোট: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।
|
বর্তমান প্রযুক্তিগত কর্মী
অবস্থান | কর্মী |
---|---|
প্রধান প্রশিক্ষক | লুইস কোর্তাস |
সহকারী প্রশিক্ষক | দানি সানচেজ |
সহকারী প্রশিক্ষক এবং বিশ্লেষক | লুইস কোর্তাস |
ফিটনেস প্রশিক্ষক | বের্তা চার্লস |
গোলকিপিং কোচ | ওরিওল ক্যাসারেস |
এফসি বার্সেলোনা ফেমিনি বি প্রশিক্ষক | জর্ডি ভেনতুরা |
সর্বশেষ হালনাগাদ: ২৭ সেপ্টেম্বর ২০১৭
সূত্র: এফসি বার্সেলোনা
সাবেক আন্তর্জাতিক খেলোয়াড়গন
Transfers
তথ্যসূত্র
বহিঃসংযোগউইকিমিডিয়া কমন্সে ফুটবল ক্লাব বার্সেলোনা ফেমিনি সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.