ফুটবল ক্লাব বার্সেলোনার প্রেসিডেন্টদের তালিকা

ফুটবল ক্লাব বার্সেলোনা, বার্সেলোনা ভিত্তিক একটি স্পেনীয় ফুটবল যা স্পেনের সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতা লা লিগায় প্রতিদ্বন্দ্বীতা করে। ১৮৯৯ সালে ক্লাবের প্রতিষ্ঠার পর থেকে ৪১ জন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। এই ক্লাবটির মালিকানা বহন করেন ক্লাবের সদস্যগন এবং এই সদস্যদের ভোটের মাধ্যমেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে থাকেন। ক্লাব প্রেসিডেন্ট ক্লাবের সার্বিক পরিচালনার দায়িত্বে থাকেন।

লস দেপোর্তেস সংবাদপত্রে গাম্পারের বিজ্ঞাপন

ইতিহাস

১৮৯৯ সালের ২২ অক্টোবর, জোয়ান গ্যাম্পার ‘‘লস দেপোর্তেস’’ পত্রিকায় একটি বিজ্ঞাপন প্রকাশ করে ফুটবল ক্লাব প্রতিষ্ঠা করতে তার আগ্রহ প্রকাশ করেন। ২৯ নভেম্বর, জিমন্যাসিও সোলে একটি সম্মেলনে তিনি ইতিবাচক সাড়া পান। সম্মেলনে এগারো জন খেলোয়াড় উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ওয়াল্টার ওয়াইল্ড, যিনি ক্লাবের প্রথম প্রেসিডেন্ট এবং বার্তোমেউ তেরাদাস, যিনি পরবর্তিতে ক্লাবের দ্বিতীয় প্রেসিডেন্ট হন।[1]

১৯০৮ সালে গাম্পার প্রথমবারের মত ক্লাব প্রেসিডেন্টের দায়িত্ব নেন, ক্লাব বিলুপ্তির হাত থেকে বাচানোর জন্য তিনি এই দায়িত্ব নেন।[1] ১৯০৫ কাতালান ফুটবল চ্যাম্পিয়নশীপের পর থেকে কোন শিরোপা জিততে না পারায়, ক্লাবটিকে অনেক অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়তে হয়। গাম্পার ১৯০৮ থেকে ১৯২৫ সালের মধ্যে আলাদাভাবে পাঁচবার ক্লাবের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। তিনি ২৬ বছর ক্লাবের সাথে জড়িত ছিলেন। তার অর্জনগুলোর অন্যতম প্রধান একটি অর্জন হল ক্লাবের নিজস্ব স্টেডিয়াম, যার ফলে বার্সেলোনার একটি স্থায়ী আয়ের উত্‍স পেয়ে যায়।[1] তার প্রতি সম্মান জানিয়ে, ১৯৬৬ সাল হতে প্রাক মৌসুম প্রতিযোগিতা জোয়ান গাম্পার ট্রফি আয়োজন করে আসছে বার্সেলোনা[2]

১৯৩০ থেকে ১৯৩৮ সালের মধ্যে বার্সেলোনা পাঁচবার কাতালান কাপ শিরোপা জেতে।[3] ১৯২৯ সালে লা লিগা প্রবর্তনের পর থেকে ১৯৭৮ সাল পর্যন্ত ২০ জন বার্সেলোনার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ‍ গড় হিসেবে একজন প্রসিডেন্টের মেয়াদ ছিল আড়াই বছর। ১৯৭৮ সালে দায়িত্ব নেন ইয়োসেপ লুইস নুনিয়েজ। তিনিই বার্সেলোনার প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট। নুনেজের প্রধান লক্ষ্য ছিল বার্সেলোনাকে একটি বিশ্বমানের দলে পরিনত করা।[4] তিনি ২২ বছর যাবত্‍ প্রেসিডেন্টের দায়িত্ব ছিলেন। এরপর দায়িত্ব নেন জোয়ান গাসপার্ট। তার সময় বার্সেলোনা কোন শিরোপা জিততে পারেনি। বরং লা লিগায় বার্সেলোনা ১৫তম স্থান লাভ করে, কোনরকমে অবনমন ফাঁদ এড়ায়। ফলে গাসপার্ট পদত্যাগ করেন।[5] এনরিক রেইনাকে অস্থায়ী প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। ২০০৩ সালের ১৫ জুন, ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন জোয়ান লাপোর্তা। তার সময়ে বার্সেলোনা দুইটি চ্যাম্পিয়নস লীগ শিরোপা জেতে। ২০০৯ সালে বার্সেলোনা ইতিহাসের প্রথম দল হিসেবে সেক্সটাপল জেতে। যার মধ্যে ছিল ২০০৮–০৯ লা লিগা, ২০০৮–০৯ কোপা দেল রে, ২০০৯ স্পেনীয় সুপার কাপ, ২০০৮–০৯ চ্যাম্পিয়নস লীগ, ২০০৯ উয়েফা সুপার কাপ এবং ২০০৯ ফিফা ক্লাব বিশ্বকাপ[6]

২০১০ সালের ১৩ জুন, ৬০% এরও বেশি ভোট পেয়ে বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচিত হন সান্দ্রো রসেল। ১ জুলাই তিনি দায়িত্ব গ্রহণ করেন।[7]

প্রেসিডেন্টদের তালিকা

টানা ২২ বছর যাবত্‍ বার্সেলোনার প্রেসিডেন্ট পদে কর্মরত ছিলেন নুনিয়েজ
প্রতি বছর শিরোপা জয়ের দিক থেকে বার্সেলোনার সবচেয়ে সফল প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা
সান্দ্রো রসেল, বার্সেলোনার প্রাক্তন প্রেসিডেন্ট

নিচের তালিকাটি ওয়াল্টার ওয়াইল্ড থেকে শুরু করে বর্তমান পর্যন্ত বার্সেলোনার সকল প্রেসিডেন্টের অফিসিয়াল তালিকা।[8]

ফুটবল ক্লাব বার্সেলোনার প্রেসিডেন্টদের তালিকা
নাম জাতীয়তা কার্যকাল শুরু কার্যকাল শেষ সম্মাননা
ওয়াল্টার ওয়াইল্ডইংরেজ২৯ নভেম্বর ১৮৯৯২৫ এপ্রিল ১৯০১
বার্তোমেউ তেরাদাসস্পেনীয়২৫ এপ্রিল ১৯০১৫ সেপ্টেম্বর ১৯০২
পল হ্যাসজার্মান৫ সেপ্টেম্বর ১৯০২১৭ সেপ্টেম্বর ১৯০৩
আর্থর উইটিইংরেজ১৯ সেপ্টেম্বর ১৯০৩৬ অক্টোবর ১৯০৫
ইয়োসেপ সলেরস্পেনীয়৬ অক্টোবর ১৯০৫১৬ অক্টোবর ১৯০৬
জুলি মারিয়ালস্পেনীয়১৬ অক্টোবর ১৯০৬১১ নভেম্বর ১৯০৮
ভিসেন্চ রেইগস্পেনীয়১১ নভেম্বর ১৯০৮২ ডিসেম্বর ১৯০৮
জোয়ান গাম্পারসুইস২ ডিসেম্বর ১৯০৮১৪ অক্টোবর ১৯০৯
অটো মেলিংজার্মান১৪ অক্টোবর ১৯০৯১৭ নভেম্বর ১৯১০১টি কোপা দেল রে
জোয়ান গাম্পারসুইস১৭ নভেম্বর ১৯১০৩০ জুন ১৯১৩২টি কোপা দেল রে
ফ্র্যান্সেস্ক দি মক্সোস্পেনীয়৩০ জুন ১৯১৩৩০ জুলাই ১৯১৪
অ্যালভার প্রেসতাস্পেনীয়৩০ জুলাই ১৯১৪২৯ সেপ্টেম্বর ১৯১৪
জাকুইম পেরিস দি ভারগাসস্পেনীয়২৯ সেপ্টেম্বর ১৯১৪২৯ জুন ১৯১৫
রাফায়েল লোপার্তস্পেনীয়২৯ জুন ১৯১৫২৫ জুন ১৯১৬
গাসপার রোসেসস্পেনীয়২৫ জুন ১৯১৬১৭ জুন ১৯১৭
জোয়ান গাম্পারসুইস১৯ জুন ১৯১৭১০ জুন ১৯১৯
রিচার্ড গ্রেইলসস্পেনীয়১০ জুন ১৯১৯২৭ জুন ১৯২০১টি কোপা দেল রে
গাসপার রোসেসস্পেনীয়২৭ জুন ১৯২০১৭ জুলাই ১৯২১
জোয়ান গাম্পারসুইস১৭ জুলাই ১৯২১২৯ জুলাই ১৯২৩১টি কোপা দেল রে
এরিক কারদোনাস্পেনীয়২৯ জুলাই ১৯২৩১ জুন ১৯২৪
জোয়ান গাম্পারসুইস১ জুন ১৯২৪১৭ ডিসেম্বর ১৯২৫১টি কোপা দেল রে
আর্কার্দি ব্যালাগুয়েরস্পেনীয়১৭ ডিসেম্বর ১৯২৫২৩ মার্চ ১৯২৯২টি কোপা দেল রে
তমাস রোসেসস্পেনীয়২৩ মার্চ ১৯২৯৩০ জুন ১৯৩০১টি লা লিগা
গাসপার রোসেসস্পেনীয়৩০ জুন ১৯৩০২২ অক্টোবর ১৯৩১
আন্তোনি অলিভারস্পেনীয়২২ অক্টোবর ১৯৩১২০ ডিসেম্বর ১৯৩১
জোয়ান কমাস্পেনীয়২০ ডিসেম্বর ১৯৩১১৬ জুলাই ১৯৩৪
ইস্তিভ সালাস্পেনীয়১৬ জুলাই ১৯৩৪২৭ জুলাই ১৯৩৫
ইয়োসেপ সানিওলস্পেনীয়২৭ জুলাই ১৯৩৫৬ আগস্ট ১৯৩৬
ম্যানেজিং কমিশন৬ আগস্ট ১৯৩৬৬ মে ১৯৩৯
জোয়ান সলেরস্পেনীয়৬ মে ১৯৩৯১৩ মার্চ ১৯৪০
এনরিক পিনেইরোস্পেনীয়৬ মে ১৯৩৯১০ জুলাই ১৯৪২১টি কোপা দেল রে
ইয়োসেপ ভিদাল-রাইবাসস্পেনীয়১০ জুলাই ১৯৪২১৩ আগস্ট ১৯৪২
এনরিক পিনেইরোস্পেনীয়১৩ আগস্ট ১৯৪২২০ আগস্ট ১৯৪৩
ইয়োসেপ আন্তোনি দি অ্যালবার্তস্পেনীয়২০ আগস্ট ১৯৪৩২০ সেপ্টেম্বর ১৯৪৩
ইয়োসেপ ভেন্দ্রেলস্পেনীয়২০ সেপ্টেম্বর ১৯৪৩২০ সেপ্টেম্বর ১৯৪৬১টি লা লিগা, ১টি কোপা ইভা দুয়ার্তে
আগস্তি মন্তাল গ্যালোবার্তস্পেনীয়২০ সেপ্টেম্বর ১৯৪৬১৬ জুলাই ১৯৫২৩টি লা লিগা, ২টি কোপা দেল রে, ২টি কোপা ইভা দুয়ার্তে
এনরিক মার্তি ক্যারেতোস্পেনীয়১৬ জুলাই ১৯৫২২২ সেপ্টেম্বর ১৯৫৩১টি লা লিগা, ১টি কোপা দেল রে, ১টি কোপা ইভা দুয়ার্তে
ফ্র্যান্সেস্ক মিরো-সান্সস্পেনীয়২২ সেপ্টেম্বর ১৯৫৩২৮ ফেব্রুয়ারি ১৯৬১২টি লা লিগা,২টি কোপা দেল রে,২টি ফেয়ার্স কাপ
এনরিক লদেতস্পেনীয়২৮ ফেব্রুয়ারি ১৯৬১১৭ জানুয়ারি ১৯৬৮১টি কোপা দেল রে, ১টি ফেয়ার্স কাপ
নার্সিস দি ক্যারেরাসস্পেনীয়১৭ জানুয়ারি ১৯৬৮১৮ ডিসেম্বর ১৯৬৯১টি কোপা দেল রে
আগস্তি মন্তাল কস্তাস্পেনীয়১৮ ডিসেম্বর ১৯৬৯১৮ ডিসেম্বর ১৯৭৭১টি লা লিগা, ১টি কোপা দেল রে
রাইমন ক্যারাস্কোস্পেনীয়১৮ ডিসেম্বর ১৯৭৭১ জুলাই ১৯৭৮১টি কোপা দেল রে
ইয়োসেপ লুইস নুনিয়েজস্পেনীয়১ জুলাই ১৯৭৮২৩ জুলাই ২০০০৭টি লা লিগা, ৬টি কোপা দেল রে, ২টি কোপা দি লা লিগা, ৫টি স্পেনীয় সুপার কাপ, ১টি ইউরোপীয় কাপ, ৪টি উয়েফা কাপ উইনার্স কাপ, ২টি ইউরোপীয়ান সুপার কাপ
জোয়ান গাসপার্তস্পেনীয়২৩ জুলাই ২০০০১২ ফেব্রুয়ারি ২০০৩
এনরিক রেইনাস্পেনীয়১২ ফেব্রুয়ারি ২০০৩৬ মে ২০০৩
ম্যানেজিং কমিশন৬ ম ২০০৩১৫ জুন ২০০৩
জুয়ান লাপোর্তাস্পেনীয়১৫ জুন ২০০৩৩০ জুন ২০১০৪টি লা লিগা, ১টি কোপা দেল রে, ২টি স্পেনীয় সুপার কাপ, ২টি চ্যাম্পিয়নস লীগ, ১টি ইউরোপীয়ান সুপার কাপ, ১টি ফিফা ক্লাব বিশ্বকাপ
সান্দ্রো রোসেলস্পেনীয়১ জুলাই ২০১০২৩ জানুয়ারি ২০১৪২টি লা লিগা, ১টি কোপা দেল রে, ২টি স্পেনীয় সুপার কাপ, ১টি চ্যাম্পিয়নস লীগ, ১টি ইউরোপীয়ান সুপার কাপ, ১টি ফিফা ক্লাব বিশ্বকাপ
জোসেপ মারিয়া বার্তোমেউস্পেনীয়২৩ জানুয়ারি ২০১৪২৭ অক্টোবর ২০২০৪টি লা লিগা, ৪টি কোপা দেল রে, ২ টি স্পেনীয় সুপার কাপ, ১টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ১টি উয়েফা সুপার কাপ, ১টি ফিফা ক্লাব বিশ্বকাপ
কার্লেস তুস্কেৎস (অন্তর্বর্তীকালীন)স্পেনীয়২৭ অক্টোবর ২০২০৭ মার্চ ২০২১
জুয়ান লাপোর্তাস্পেনীয়৭ মার্চ ২০২১বর্তমান১টি কোপা দেল রে

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Origins (1899-1922)"ফুটবল ক্লাব বার্সেলোনা। ২ জুলাই ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৩
  2. Lozano Ferrer, Carles; ও অন্যান্য (১৯ ফেব্রুয়ারি ২০১০)। "Trofeo Joan Gamper (Barcelona-Spain) 1966–2008"। RSSSF। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৩
  3. Ferrer, Carles Lozano (২২ অক্টোবর ২০০৯)। "Spain – Final Tables Catalonia"। RSSSF। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৩
  4. "75th Anniversary to the European Cup (1974-1992)"ফুটবল ক্লাব বার্সেলোনা। ৪ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৩
  5. "Barca boss Gaspart steps down immediately"সিএনএন। ১২ ফেব্রুয়ারি ২০০৩। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৩
  6. "Kings, queens and a young prince"ফিফা। ২৩ ডিসেম্বর ২০০৯। ২৬ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৩
  7. "Sandro Rosell elected as new Barcelona president"বিবিসি। ১৩ জুন ২০১০। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৩
  8. "Presidents" (PDF) (কাতালান ভাষায়)। ফুটবল ক্লাব বার্সেলোনা। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.