ফুটবল ক্লাব অস্ট্রিয়া ভিয়েনা

ফুসবলক্লুব অস্ট্রিয়া ভিয়েনা (জার্মান উচ্চারণ: [ˈaʊ̯stri̯aː ˈviːn], জার্মান: Fußballklub Austria Wien, ইংরেজি: FK Austria Vienna; এছাড়াও ফুটবল ক্লাব অস্ট্রিয়া ভিয়েনা অথবা শুধুমাত্র অস্ট্রিয়া ভিয়েনা নামে পরিচিত) হচ্ছে ভিয়েনা ভিত্তিক একটি অস্ট্রীয় পেশাদার ফুটবল ক্লাব।[1] এই ক্লাবটি বর্তমানে অস্ট্রিয়ার শীর্ষ স্তরের ফুটবল লীগ অস্ট্রীয় ফুটবল বুন্দেসলিগায় খেলে। এই ক্লাবটি ১৯১১ সালের ১৫ই মার্চ তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। অস্ট্রিয়া ভিয়েনা তাদের সকল হোম ম্যাচ ভিয়েনার ফ্রানৎস হোর স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৭,৫৬৫। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ক্রিস্টিয়ান ইলৎসার এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ফ্রাঙ্কস হেনসেল। অস্ট্রীয় মধ্যমাঠের খেলোয়াড় আলেক্সান্ডার গ্রুনওয়াল্ড এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[2]

অস্ট্রিয়া ভিয়েনা
পূর্ণ নামফুসবলক্লুব অস্ট্রিয়া ভিয়েনা
ডাকনামডি ভিলখেন (বেগুনি)
প্রতিষ্ঠিত১৫ মার্চ ১৯১১ (1911-03-15)
মাঠফ্রানৎস হোর স্টেডিয়াম
ধারণক্ষমতা১৭,৫৬৫
সভাপতি ফ্রাঙ্কস হেনসেল
ম্যানেজার ক্রিস্টিয়ান ইলৎসার
লিগঅস্ট্রীয় ফুটবল বুন্দেসলিগা
২০১৯–২০৭ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

ঘরোয়া ফুটবলে, অস্ট্রিয়া ভিয়েনা এপর্যন্ত ৫৭টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২৪টি অস্ট্রীয় ফুটবল বুন্দেসলিগা, ২৭টি অস্ট্রীয় কাপ এবং ৬টি অস্ট্রীয় সুপার কাপ রয়েছে। অন্যদিকে, ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, অস্ট্রিয়া ভিয়েনার সবচেয়ে বড় সাফল্য হচ্ছে ১৯৭৭–৭৮ ইউরোপিয়ান কাপ উইনার্স কাপের ফাইনালে পৌঁছানো, যেখানে তারা বেলজীয় ক্লাব আন্ডারলেখটের ০–৪ গোলে পরাজিত হয়েছে।

অর্জন

ঘরোয়া

  • অস্ট্রীয় বুন্দেসলিগা (২৪)
বিজয়ী: ১৯২৩–২৪, ১৯২৫–২৬, ১৯৪৮–৪৯, ১৯৪৯–৫০; ১৯৫২–৫৩; ১৯৬০–৬১, ১৯৬১–৬২, ১৯৬২–৬৩; ১৯৬৮–৬৯, ১৯৬৯–৭০; ১৯৭৫–৭৬; ১৯৭৭–৭৮, ১৯৭৮–৭৯, ১৯৭৯–৮০, ১৯৮০–৮১, ১৯৮৩–৮৪, ১৯৮৪–৮৫, ১৯৮৫–৮৬, ১৯৯০–৯১, ১৯৯১–৯২, ১৯৯২–৯৩; ২০০২–০৩, ২০০৫–০৬, ২০১২–১৩
  • অস্ট্রীয় কাপ (২৭)
বিজয়ী: ১৯২০–২১, ১৯২৩–২৪, ১৯২৪–২৫, ১৯২৫–২৬, ১৯৩২–৩৩, ১৯৩৪–৩৫, ১৯৩৫–৩৬, ১৯৪৭–৪৮, ১৯৪৮–৪৯, ১৯৫৯–৬০, ১৯৬১–৬২, ১৯৬২–৬৩, ১৯৬৬–৬৭, ১৯৭০–৭১, ১৯৭৩–৭৪, ১৯৭৬–৭৭, ১৯৭৯–৮০, ১৯৮১–৮২, ১৯৮৫–৮৬, ১৯৮৯–৯০, ১৯৯১–৯২, ১৯৯৩–৯৪, ২০০২–০৩, ২০০৪–০৫, ২০০৫–০৬, ২০০৬–০৭, ২০০৮–০৯
  • অস্ট্রীয় সুপার কাপ (৬)
বিজয়ী: ১৯৯০, ১৯৯১, ১৯৯২, ১৯৯৩, ২০০৩, ২০০৪

ইউরোপীয়

রানার-আপ: ১৯৭৮

তথ্যসূত্র

  1. "ক্লাবের অবস্থান"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২০
  2. "বর্তমান দল"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২০

বহিঃসংযোগ

টেমপ্লেট:ফুটবল ক্লাব অস্ট্রিয়া ভিয়েনা টেমপ্লেট:অস্ট্রীয় ফুটবল বুন্দেসলিগা

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.