কেনিয়া ফুটবল ফেডারেশন
কেনিয়া ফুটবল ফেডারেশন (ইংরেজি: Football Kenya Federation; এছাড়াও সংক্ষেপে কেএফকে নামে পরিচিত) হচ্ছে কেনিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১৪ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ১৫ বছর পর ১৯৬১ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত।
ক্যাফ | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৪৬[1] |
সদর দপ্তর | নাইরোবি, কেনিয়া |
ফিফা অধিভুক্তি | ১৯৬০[1] |
ক্যাফ অধিভুক্তি | ১৯৬১ |
সভাপতি | নিকোলাস কিথুকু |
সহ-সভাপতি | দরিস পেত্রা আরোকো |
ওয়েবসাইট | footballkenya |
এই সংস্থাটি কেনিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে কেনিয়া প্রিমিয়ার লীগ, কেনিয়া জাতীয় সুপার লীগ এবং কেনিয়া নারী প্রিমিয়ার লীগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে কেনিয়া ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন নিকোলাস কিথুকু এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ব্যারি ওটিয়েনো।
2022 সালের নভেম্বরে, কেনিয়া ফুটবল ফেডারেশনের (FKF) বিরুদ্ধে স্থগিতাদেশ প্রত্যাহার করে, স্থানীয় সরকারের দুর্নীতির সন্দেহে এটি ভেঙে দেওয়ার পরে সংস্থাটিকে পুনর্বহাল করার সিদ্ধান্তের পরে।.
কর্মকর্তা
- ২২ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[1]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | নিকোলাস কিথুকু |
সহ-সভাপতি | দরিস পেত্রা আরোকো |
সাধারণ সম্পাদক | ব্যারি ওটিয়েনো |
কোষাধ্যক্ষ | ক্রিস্টিন ওজোডে |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | ব্যারি ওটিয়েনো |
প্রযুক্তিগত পরিচালক | মাইকেল আমেঙ্গা |
ফুটসাল সমন্বয়কারী | |
জাতীয় দলের কোচ (পুরুষ) | ফ্রান্সিস কিমাঞ্জি |
জাতীয় দলের কোচ (নারী) | ডেভিড ওমা |
রেফারি সমন্বয়কারী |
তথ্যসূত্র
- "অ্যাসোসিয়েশনের তথ্য"। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২০।
বহিঃসংযোগ
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (ইংরেজি)
- ফিফা-এ কেনিয়া ফুটবল ফেডারেশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে (ইংরেজি)
- ক্যাফ-এ কেনিয়া ফুটবল ফেডারেশন (ইংরেজি)