ফিলিস্তিনের জাতীয় পতাকা

ফিলিস্তিনের জাতীয় পতাকা (আরবি: علم فلسطين) একটি হল অনুভূমিকভাবে তিনটি সমান অংশে (কালো, সাদা ও সবুজ) বিভক্ত পতাকা যার বামে (পতাকা দন্ডের দিকে) একটি লাল ত্রিভুজ বিদ্যমান। প্যান আরব রংগুলো নিয়ে গঠিত এই পতাকাটি ফিলিস্তিন রাষ্ট্র ও ফিলিস্তিনী জনগণের প্রতিনিধিত্ব করতে ব্যবহৃত হয়। ১৯৬৪ সালের ২৮ মে পতাকাটি ফিলিস্তিন মুক্তি সংস্থা কর্তৃক গৃহীত হয়েছিল।

ফিলিস্তিন
ব্যবহার জাতীয় পতাকা
অনুপাত ১:২
গৃহীত ২৮ মে ১৯৬৪ (পিএলও)
১৫ নভেম্বর ১৯৮৮ (ফিলিস্তিন রাষ্ট্র)
অঙ্কন অনুভূমিকভাবে কালো, সাদা ও সবুজ রঙের ব্যান্ড; একটি লাল ত্রিভুজ যার ভূমি পতাকা দন্ডের দিকের বাহুতে অবস্থিত।
ফিলিস্তিনের পতাকার রূপভেদ
ব্যবহার রাষ্ট্রপতির পতাকা[1]
অনুপাত ১:২

এ পতাকাটি আরব উপদ্বীপের বিলুপ্ত হাশেমী হেজাজ রাজতন্ত্রের পতাকা এবং আরব সমাজতান্ত্রিক বা'আস পার্টির পতাকার অনুরূপ (তবে এরা ২:৩ অনুপাতের পতাকা ব্যবহার করে; আর ফিলিস্তিন ১:২ অনুপাতের পতাকা ব্যবহার করে)। ইরাক ও জর্ডান যে স্বল্পস্থায়ী আরব ফেডারেশন গঠন করেছিল তার পতাকাও অনেকটা একই রকম (তবে এতে ব্যবহৃত লাল ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ ছিল)। এছাড়া, উত্তর সাহারা ও জর্ডানের জাতীয় পতাকার সাথেও ফিলিস্তিনী পতাকাটির বেশ মিল রয়েছে। এর কারণ হলো: এই সবগুলো পতাকার নকশাই উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে আরব বিদ্রোহে ব্যবহৃত পতাকার নকশার অনুকরণে তৈরি করা হয়েছে।

ঐতিহাসিক পতাকা

ছবি

আরো দেখুন

তথ্যসূত্র

  1. Breschi, Roberto। "PALESTINA - Bandiera del presidente"Bandiere - Passato e Presente (ইতালীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৯
  2. Breschi, Roberto। "Palestina"www.rbvex.it। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.