ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ

ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ হল অনূর্ধ্ব-১৭ বছর বয়সী মেয়েদের জন্য আয়োজিত একটি আন্তর্জাতিক অ্যাসোসিয়েশন ফুটবল প্রতিযোগিতা, যা আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফা কর্তৃক প্রতি দুই বছর পরপর অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটি ২০০৮ সালে শুরু হয়েছিল। সর্বশেষ প্রতিযোগিতা ২০১৮ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত হয় এবং বর্তমান চ্যাম্পিয়ন হল স্পেন।

ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ
প্রতিষ্ঠিত২০০৮ (2008)
অঞ্চলআন্তর্জাতিক (ফিফা)
দলের সংখ্যা১৬ (চূড়ান্ত)
বর্তমান চ্যাম্পিয়ন স্পেন (প্রথম শিরোপা)
সবচেয়ে সফল দল উত্তর কোরিয়া (২ বার)
ওয়েবসাইটFIFA U-17 Women's World Cup
২০২২ ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ

ইতিহাস

২০০৩ সালে, ২০০২ ফিফা অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্ব চ্যাম্পিয়নশিপ কানাডায় অনিয়মিতভাবে আয়োজনে পর ফিফা মেয়েদের জন্য দ্বিতীয় যুব প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব করে। মহাদেশীয় কনফেডারেশন সমূহ ফিফাকে জানায় যে, একই সময় ও স্থানে দ্বিতীয় প্রতিযোগিতা আয়োজন করা কঠিন সাধ্য হবে। তারপরেও, ফিফ যুব পুরুষ বয়সভিত্তিক প্রতিযোগিতার মত মেয়েদেরও অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ ও অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্ব চ্যাম্পিয়নশিপ (২০০৭ সালে নাম পরিবর্তন করে অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপ করা হয়) শুরু করে। সেই অনুযায়ী, অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বয়স বৃদ্ধি করে ২০ করে, যা ২০০৬ রাশিয়া অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ থেকে কার্যকর হয়। ফিফা কমিটি অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ ২০০৮ সালে শুরু করার প্রতিশ্রুতি দেয়।

প্রতিযোগিতার প্রথম আসর ২০০৮ সালের ২৮ অক্টোবর থেকে ১৬ নভেম্বর নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হয়।[1] চিলির ২০০৮ ফিফা অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপের জন্য স্বাগতিক হওয়ার সম্মান পেয়েছিলেন, একই সময়ে নিউজিল্যান্ড স্বাগতিকের এ অধিকার জিতে; ইকুয়েডরও নিলামে অংশ নিয়েছিল।

যোগ্যতা নির্ধারণ

চূড়ান্ত লড়াইয়ের জন্য যোগ্য দল নির্বাচনে পরিচালিত ৬টি আঞ্চলিক প্রতিযোগিতা:

কনফেডারেশন চ্যাম্পিয়নশিপ
এএফসি (এশিয়া) এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপ
সিএএফ (আফ্রিকা) আফ্রিকান অনূর্ধ্ব-১৭ কাপ অফ নেশনস ফর ওমেন
কনকাকাফ (উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়া) কনকাকাফ অনূর্ধ্ব-১৭ মহিলা চ্যাম্পিয়নশিপ
কনমেবল (দক্ষিণ আমেরিকা) দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ মহিলা চ্যাম্পিয়নশিপ
ওএফসি (ওশেনিয়া) ওএফসি অনূর্ধ্ব-১৭ মহিলা চ্যাম্পিয়নশিপ
উয়েফা (ইউরোপ) উয়েফা অনূর্ধ্ব-১৭ মহিলা চ্যাম্পিয়নশিপ

প্রতিযোগিতা ও ফলাফল

বছর স্বাগতিক ফাইনাল ৩য় স্থান নির্ধারণী খেলা দলের সংখ্যা
চ্যাম্পিয়ন স্কোর দ্বিতীয় স্থান তৃতীয় স্থান স্কোর চতুর্থ স্থান
২০০৮
বিস্তারিত
 নিউজিল্যান্ড
উত্তর কোরিয়া
২ – ১ (অ.স.প.)
মার্কিন যুক্তরাষ্ট্র

জার্মানি
৩ – ০
ইংল্যান্ড
১৬
২০১০
বিস্তারিত
 ত্রিনিদাদ ও টোবাগো
দক্ষিণ কোরিয়া
৩ – ৩ (অ.স.প.)
(৫ – ৪ পে.)

জাপান

স্পেন
১ – ০
উত্তর কোরিয়া
১৬
২০১২
বিস্তারিত
 আজারবাইজান
ফ্রান্স
১ –১
(৭ – ৬ পে.)

উত্তর কোরিয়া

ঘানা
১ – ০
জার্মানি
১৬
২০১৪
বিস্তারিত
 কোস্টা রিকা
জাপান
২ – ০
স্পেন

ইতালি
৪ – ৪
(২ – ০ পে.)

ভেনেজুয়েলা
১৬
২০১৬
বিস্তারিত
 জর্ডান
উত্তর কোরিয়া
০–০ (অ.স.প.)
(৫–৪ পে.)

জাপান

স্পেন
৪–০
ভেনেজুয়েলা
১৬
২০১৮
বিস্তারিত
 উরুগুয়ে
স্পেন
২–১
মেক্সিকো

নিউজিল্যান্ড
২–১
কানাডা
১৬
২০২২
বিস্তারিত
 ভারত
স্পেন
১–০
কলম্বিয়া

নাইজেরিয়া
৩–৩
(৩–৩ পে.)

জার্মানি
১৬

মোট জয়

দল শিরোপাধারী রানার্স আপ তৃতীয় স্থান চতুর্থ স্থান
 উত্তর কোরিয়া ২ (২০০৮, ২০১৬) ১ (২০১২) ১ (২০১০)
 জাপান ১ (২০১৪) ২ (২০১০, ২০১৬)
 স্পেন ১ (২০১৮) ১ (২০১৪) ২ (২০১০, ২০১৬)
 দক্ষিণ কোরিয়া ১ (২০১০)
 ফ্রান্স ১ (২০১২)
 মার্কিন যুক্তরাষ্ট্র ১ (২০০৮)
 মেক্সিকো ১ (২০১৮)
 জার্মানি ১ (২০০৮) ১ (২০১২)
 ঘানা ১ (২০১২)
 ইতালি ১ (২০১৪)
 নিউজিল্যান্ড ১ (২০১৮)
 ভেনেজুয়েলা ২ (২০১৪, ২০১৬)
 ইংল্যান্ড ১ (২০০৮)
 কানাডা ১ (২০১৮)

পুরস্কার

প্রতিযোগিতা গোল্ডেন বল গোল্ডেন বুট গোল গোল্ডেন গ্লাভস ফেয়ার প্লে পুরস্কার
নিউজিল্যান্ড ২০০৮ নিউজিল্যান্ড জাপান মানা ইওয়াবুচি জার্মানি জেনিফার মারোজান মার্কিন যুক্তরাষ্ট্র টেলর ভান্সিল  জার্মানি
ত্রিনিদাদ ও টোবাগো ২০১০ ত্রিনিদাদ ও টোবাগো দক্ষিণ কোরিয়া ইউ মিন-জি দক্ষিণ কোরিয়া ইও মিন-জি স্পেন দোলোরেস গালার্দো  জার্মানি
আজারবাইজান ২০১২ আজারবাইজান ফ্রান্স গ্রিজ এম্বক ব্যাথি উত্তর কোরিয়া রি উন-সিম ফ্রান্স রোমাঁ ব্রুঁ  জাপান
কোস্টা রিকা ২০১৪ কোস্টারিকা জাপান হিনা সুগিতা ভেনেজুয়েলা দেয়না কাস্তেলানোস
ভেনেজুয়েলা গ্যাব্রিয়েলা গার্সিয়া
জাপান মামিকো মাৎসুমোতো  জাপান
জর্ডান ২০১৬ জর্দান জাপান ফুকা নাগানো স্পেন লোরেনা নাভারো স্পেন নোয়েলিয়া রামোস  জাপান
উরুগুয়ে ২০১৮ উরুগুয়ে স্পেন ক্লডিয়া পিনা ঘানা মুকারামা আব্দুলাই স্পেন কাতালিনা কল  জাপান
ভারত ২০২২ ভারত স্পেন ভিকি লোপেজ জার্মানি লরিন বেন্ডার স্পেন সোফিয়া ফুয়েন্তে  জাপান

প্রতিটি বিশ্বকাপের তুলনামূলক ফলাফল

সূচক
  • ১ম – চ্যাম্পিয়ন
  • ২য় – রানার্স আপ
  • ৩য় – তৃতীয় স্থান
  • ৪র্থ – চতুর্থ স্থান
  • কোফা – কোয়াটার ফাইনাল
  • গ্রুপ – গ্রুপ পর্ব
  • প১ – প্রথম রাউন্ড, গ্রুপ পর্ব
  •    – যোগ্যতা অর্জন করেনি
  •  ×  – যোগ দেয়নি/ প্রত্যাহার/নিষিদ্ধ
  • XX – দেশের অস্তিত্ব ছিল না বা জাতীয় দল নিষ্ক্রিয় ছিল
  •    – স্বাগতিক
  • q – আসন্ন প্রতিযোগিতার জন্য যোগ্য

প্রতি প্রতিযোগিতা জন্য, স্বাগতিক রাষ্ট্রের পতাকা এবং চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলে সংখ্যা বন্ধনীতে দেখানো হয়েছে।

দল ২০০৮
নিউজিল্যান্ড
(১৬)
২০১০
ত্রিনিদাদ ও টোবাগো
(১৬)
২০১২
আজারবাইজান
(১৬)
২০১৪
কোস্টা রিকা
(১৬)
২০১৬
জর্ডান
(১৬)
২০১৮
উরুগুয়ে
(১৬)
২০২২
ভারত
(১৬)
মোট
 আজারবাইজান প১
 ব্রাজিল প১কোফাকোফাগ্রুপগ্রুপকোফা
 ক্যামেরুন ××GSGS2
 কানাডা QFR1QFQFGS4th6
 চিলি R11
 গণচীন R1GS2
 কলম্বিয়া R1R1GSGS4
 কোস্টা রিকা R1GS2
 ডেনমার্ক QF1
 ইংল্যান্ড 4thQF2
 ফিনল্যান্ড GS1
 ফ্রান্স R11st2
 গাম্বিয়া ××R1××1
 জার্মানি 3rdQF4thGSQFQF6
 ঘানা R1R13rdQFQFQF6
 ইতালি 3rd1
 জাপান QF2ndQF1st2ndQF6
 জর্ডান GS1
 মেক্সিকো R1R1QFQF2nd5
 নিউজিল্যান্ড R1R1R1GSGS3rd6
 নাইজেরিয়া R1QFQFQFGS5
 উত্তর কোরিয়া 1st4th2ndGS1stQF6
 প্যারাগুয়ে R1GSGS3
 আয়ারল্যান্ড QF1
 দক্ষিণ আফ্রিকা R1GS2
 দক্ষিণ কোরিয়া QF1stGS3
 স্পেন 3rd2nd3rd1st4
 ত্রিনিদাদ ও টোবাগো R11
 মার্কিন যুক্তরাষ্ট্র 2ndR1GSGS4
 উরুগুয়ে R1GS2
 ভেনেজুয়েলা R14th4th3
 জাম্বিয়া ×GS×1

আরও দেখুন

তথ্যসূত্র

  1. FIFA.com। "FIFA U-17 Women's World Cup New Zealand 2008"FIFA.com (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৩-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-১১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.