ফিনল্যান্ড জাতীয় ফুটবল দল

ফিনল্যান্ড জাতীয় ফুটবল দল (ফিনীয়: Suomen jalkapallomaajoukkue, সুয়েডীয়: Finlands fotbollslandslag, ইংরেজি: Finland national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ফিনল্যান্ডের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম ফিনল্যান্ডের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিনীয় ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯০৮ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৫৪ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯১১ সালের ২২শে অক্টোবর তারিখে, ফিনল্যান্ড রুশ সাম্রাজ্যের অংশ হিসেবে প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; তৎকালীন রুশ সাম্রাজ্যের হেলসিঙ্কিতে অনুষ্ঠিত উক্ত ম্যাচে ফিনল্যান্ড সুইডেনের কাছে ৫–২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

ফিনল্যান্ড
ডাকনামহুকায়াত (ঈগল-পেঁচা)[1]
অ্যাসোসিয়েশনফিনীয় ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনউয়েফা (ইউরোপ)
প্রধান কোচমার্কু কানের্ভা
অধিনায়কতিম স্পার্ভ
সর্বাধিক ম্যাচইয়ারি লিতমানেন (১৩৭)
শীর্ষ গোলদাতাইয়ারি লিতমানেন (৩২)
মাঠহেলসিঙ্কি অলিম্পিক স্টেডিয়াম
ফিফা কোডFIN
ওয়েবসাইটwww.palloliitto.fi
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ৫৭ (৩১ মার্চ ২০২২)[2]
সর্বোচ্চ৩৩ (মার্চ ২০০৭)
সর্বনিম্ন১১০ (জুলাই–আগস্ট ২০১৭)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ৪১ ১ (৩০ এপ্রিল ২০২২)[3]
সর্বোচ্চ৩০ (মার্চ ২০০২[4])
সর্বনিম্ন১২৫ (১৯৬২–৬৩[4])
প্রথম আন্তর্জাতিক খেলা
 ফিনল্যান্ড ২–৫ সুইডেন 
(হেলসিঙ্কি, রুশ সাম্রাজ্য; ২২ অক্টোবর ১৯১১)
বৃহত্তম জয়
 ফিনল্যান্ড ১০–২ এস্তোনিয়া 
(হেলসিঙ্কি, ফিনল্যান্ড; ১১ আগস্ট ১৯২২)
 ফিনল্যান্ড ৮–০ সান মারিনো 
(হেলসিঙ্কি, ফিনল্যান্ড; ১৭ নভেম্বর ২০১০)
বৃহত্তম পরাজয়
 জার্মানি ১৩–০ ফিনল্যান্ড 
(লাইপৎসিশ, জার্মানি; ১ সেপ্টেম্বর ১৯৪০)
উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ
অংশগ্রহণ১ (২০২০-এ প্রথম)
সেরা সাফল্যঅনির্ধারিত
গ্রীষ্মকালীন অলিম্পিক
অংশগ্রহণ৪ (১৯১২-এ প্রথম)
সেরা সাফল্যচতুর্থ স্থান (১৯১২)

৩৬,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট হেলসিঙ্কি অলিম্পিক স্টেডিয়ামে হুকায়াত নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় টেমপ্লেটঅনুলিপি। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মার্কু কানের্ভা এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন আথলিতিকি এনোসি লারিসার মধ্যমাঠের খেলোয়াড় টিম স্পার্ভ

ফিনল্যান্ড এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেনি। অন্যদিকে, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে ফিনল্যান্ড উয়েফা ইউরো ২০২০-এ প্রথমবারের মতো অংশগ্রহণ করবে। এছাড়াও, গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিনল্যান্ডের সেরা সাফল্য হচ্ছে চতুর্থ স্থান অর্জন করা।

ইয়ারি লিতমানেন, ইয়োনাতান ইয়োহানসন, সামি হুপিয়া, মিকায়েল ফরসেল এবং তেমু পুকির মতো খেলোয়াড়গণ ফিনল্যান্ডের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০০৭ সালের মার্চ মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ফিনল্যান্ড তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৩৩তম) অর্জন করে এবং ২০১৭ সালের জুলাই মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১১০তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে ফিনল্যান্ডের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৩০তম (যা তারা ২০০২ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১২৫। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
৩১ মার্চ ২০২২ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[2]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৫৫  গ্রিস১৪২১.৪৩
৫৬  বুর্কিনা ফাসো১৪০৯.৬১
৫৭  ফিনল্যান্ড১৪০৬.৮৭
৫৮  ভেনেজুয়েলা১৩৯৮.১৪
৫৯  বসনিয়া ও হার্জেগোভিনা১৩৮৮.৬৩
বিশ্ব ফুটবল এলো রেটিং
৩০ এপ্রিল ২০২২ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[3]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৩৯  অস্ট্রিয়া১৭১৯
৪০ ১৮  তুরস্ক১৭১৫
৪১  ফিনল্যান্ড১৭০০
৪২ ১৭  মিশর১৬৯৫
৪৩ ১০  প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড১৬৯০

প্রতিযোগিতামূলক তথ্য

ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
১৯৩০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
১৯৩৪
১৯৩৮উত্তীর্ণ হয়নি
১৯৫০বাছাইপর্ব চলাকালীন প্রত্যাহার
১৯৫৪উত্তীর্ণ হয়নি১৩
১৯৫৮১৯
১৯৬২১২
১৯৬৬২০
১৯৭০২৮
১৯৭৪২১
১৯৭৮১১১৬
১৯৮২২৭
১৯৮৬১২
১৯৯০১৬
১৯৯৪১০১৮
১৯৯৮১১১২
২০০২১২
২০০৬১২২১১৯
২০১০১০১৪১৪
২০১৪
২০১৮১০১৩
২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট০/২৩১২৯৩২২৩৭৪১৩৪২৮৭

অর্জন

তথ্যসূত্র

  1. Palkittu Bubi käväisi yllättäen palkitsemistilaisuudessa ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ জুন ২০০৮ তারিখে HS.fi – Kaupunki
  2. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ৩১ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২
  3. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২
  4. "World Football Elo Ratings: Finland"। World Football Elo Ratings। সংগ্রহের তারিখ ২০১১-০৯-২২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.